জব লেস বেকারত্ব , সাধের বাড়িতে কালো মুখ ।
স্বপ্ন দেখা ; আমি মধ্যবিত্ত , হার মেনে নেওয়া নতুন সুখ ।
জাপটে ধরি কাঁচের শার্সি , ঝাপসা দেখানো বাষ্পাবেশ ।
লাল শাড়িতে কোমর দোলানো , প্রেমিকা খুঁজে সর্বশেষ ।
দিনের আলোয় নিভিয়ে দিল রাতের আধারে চাঁদের ছোঁয়া ।
ফ্যামিলি প্রবলেম , বোনের বিয়ে , সাধ্যের বাইরের স্বপ্ন ছোঁয়া ।
কাছের মানুষ দুরে দাড়িয়ে , স্বপ্নই শুধু দেখতে থাকে ।
পূর্ণ করবে একটা ছেলেই , দায়িত্ব শুধু তারই কাঁধে ।
দায়িত্ব দিয়েই চলে গেলেন তারা , ভাবলেনও না কি হবে ।
কাঁপতে কাঁপতে ঘড়ির কাঁটা বছর খানেক পেরিয়ে গেলো ।
বোনের বিয়ে দিয়েই তার সাধের নটে গাছ নুয়ে গেল ।
সমাপ্ত হলো সব দায়িত্ব সমাপ্তিরাও পিছু ডাকে ।
বাবার হলো আবার দায়িত্ব ছেলের দেহ নিলেন কাঁধে ।-
-সাময়িক বিরতি?
-সে তো নেওয়াই যেতে পারে।
-কিন্তু সম্পূর্ণ সমাপ্তি?
........-
কিছুতেই তুই বুঝলি না,,
নিঃশব্দে ভেঙ্গে যাওয়া
একাকী হৃদয়ের গল্পটা।
কারণ-তুই তো গল্পের
সূচনা পর্ব বা সমাপ্তি
কোনোটায় বুঝিস নি।।-
এই নতুন শহরে,
আজ আমি একলা
সকলের কাছে আজ আমি অচেনা
চেষ্ঠা একটায় আমার বড্ড চেনা
তোমাকে খোঁজার
অনবরত খুঁজে চলেছি তোমায়
এই অচেনার মাঝে
হঠাৎ যেন শুনলাম সেই চেনা কন্ঠস্বর
পিছন ফিরে দেখি
অচেনা কেউ নয় আমার বড্ড চেনা
সেই তুমিটাই যে দাঁড়িয়ে আছো
শুধু অপেক্ষাতেই ঘটলোনা
আমাদের গল্পটার সমাপ্তি
কারন এই অচেনার মাঝেই যে পেলাম
আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি
-
কিন্তু থেকে যায় কিছু মনখারাপী স্মৃতি......
তরঙ্গের স্রোতে নিজেকে উজার করে দিলে , জোড়া লেগে যায় কিছু সম্পর্ক ,,
বাকিদের ঘটে সমাপ্তি ।।-
তুমি দিয়েছিলে প্রতিশ্রুতি, রাখবে আগলে, হবে ভালোবাসার পাত্র;
আজ তুমি করলে লিপিবদ্ধ, আঘাতে আবদ্ধ, হৃদয় ভাঙার সূচিপত্র।-
প্রেমহীনতা আজ অকাল শ্রাবণ বোনে ,
সম্পর্কের অবনতিই তার আত্মতৃপ্তি আনে ।।
-
প্রেমহীন সম্পর্কে ভালোবাসাটাই পরিসমাপ্তি ।
পৌষের কম্পনে শ্রাবণ ধারাই প্রাপ্তি ।-
তুমি "কল্পনার প্রেমিক" হতে চেয়েছিলে -
আমি তোমাকেই নিজের 'কল্পজগৎ' বানিয়ে নিয়েছি....-