অতিরিক্ত ভদ্র ছেলে   (Manotosh Baidya)
1.1k Followers · 179 Following

read more
Joined 1 July 2020


read more
Joined 1 July 2020

আবার ক্লান্ত হয়ে ফিরে
অম্লান বিকেলের তাপ সেকি
দূরে ধুধু করে তেজস্ক্রিয় ভবিতব্য ।

শুধু অর্থহীন পকেটে এক বুক আশা
জুগিয়ে চলেছে ইন্ধন ।
ভুলে গেলেই বোধ হয় বাঁচি
কাঠকয়লার বিছানাই থাকবে
শেষ গন্তব্য ।

-



দূরত্ব হতে হতে পেরিয়েছে চৌকাঠ
আশেপাশে চিৎকার , অভাগার শোকতাপ ।
নীলচে নিয়ন ঝড়ে ফুড়িয়েছে কালো মেঘ ‌।
বালিশ খেকো অশ্রুনদী হারিয়েছে সেই তেজ ।।
এখন শুধুই বাক্যব্যায় অজস্র অভিমানে
হেরে গিয়ে চুরমার একাকী কিংবা শুনশানে ।

-



হঠাৎ রাতপ্রহর বেলায় খানিক নিস্তব্ধতায়
আমি শুধু তোমারই ছোঁয়া পেতে চাই ।
জানি মিলবে না সেটা
যেটা লিখেছিলাম তোমায় নিয়ে
এক লাইনের কবিতায় ।
দেখছি ,
তোমার, নরম গালে চোখের জলে
শুধু গলছে অভিমান ।
আমি পাতছি শুধু কান
তোমার বুকের মাঝে হৃদয় ভাঁজে
পিশে মারার দারুন এক প্ল্যান ।

-



চোখের কথায় মুখ ফেরাই ,
ফ্যাকাশে মুখে আদর গিলে ;
চশমার কাঁচে সিন্ধু দেখি
নাটুকে কিছু কল্পনাও আঁকি ।
আঁকা হয়ে ওঠেনা এঁটো বাসস্থান ।
গ্রাফাইট খসে পেন্সিল হতে ।

ভুলে যাওয়াটা ভুল করেই হয়
আক্রোশে থেকে গেলেও -
মোহ কিছুটা থেকে যায় ফিনফিনে ।
শুনেছিলাম হ্যাংলামী খোয়া কবিতার লেখকের
মৃত্যু হয়েছে প্রেম নোয়ানো গিলোটিনে ।

-



অনিয়মের প্রেম

-



অযথাই সব গল্পবুনি ,
শেষপ্রান্তরে জানি ধূলোই উড়ে ।
ঘাসের শিশির কাঁটে আলো ,
প্রাণজুড়োনো মায়ায় পরে ।

আমার মতো নিশীথ রাজার
রাণীর অলং মেলেনি খুঁজে ।
একশো একক শূন্য দিয়েও
দেখিনি এখনও
দশমিকটি গেছে মুছে ।

-



মৃত খোলসেও , মুখোশ খুঁজে
ব্ল্যাকহোল জমায় মায়ার দাস
খেকো বালিশে নালিশ লুকায়ে
নোনতা রোদের হাহুতাশ ।

কালো কালো দাগ জমেছে
পটভূমিতেও নীলচে রাত
শুনশান সব মনের দেয়াল
হৃদ-কম্পে ভাঙলো ছাদ ।

আলসেমি হোক দো-মনাতে
দূরত্বটায় মরচের লেপ
একটা দুটো বাক্যালাপে
বড়োসড়ো প্রেম নিক্ষেপ ।

-



যখন আবার শিশির জমে
দূর্বা নদীর পান সীমানায়
আষাঢ় বিকেল রঙের ঘরে
ছিচকাঁদুনি বিকেল সাজায় ।
ঠিক তখনই ! ঠিক তখনই !
তোমার গালের চাঁদের আলো
মুখ পুড়িয়েছে আমার পাড়ায় ।

আমি ঘুমিয়ে তখন বাষ্পা রোদে
উকুন তখন চুলের জটে ।
আমায় কেনো লোকে পাগল বলেছে
জানতে চাওনি তো শেষের বেলায় !

-



প্যারামিটারের দূষণ ,
হঠাৎ ঘরের মশালে ধোঁয়ার রাজত্ব বেয়ে
নেমে এসেছে চওড়া রোদ ।
বৈয়ামের পোড়া দাগে মাশুল গুণে গুণে
ইজ্জতে কয়লা খনির খোঁজ জুটেছে ।
এক ঝাঁক সন্ধিবিচ্ছেদের সমাগম এতকাল পরে ।
তবুও তো পায়রার চোখের মতো উজ্জ্বল নয় তা ।
শুধু কম্পাসের মাপে বৃত্তটা অপূর্ণই রয়ে গেছে -
ভ্রান্ত-ক্লান্ত জীবনবিমার সাথে ।

-



আলোর মতোই পাখনা তার
বর্শার মতো চোখের ধার ।
নিমেষে গড়ায় প্রেমসালিশী
পেশমেকারেও অস্ত্রপচার ।

দাগটানা থাকে কাগজ গুলোয়
নাম লেখা থাকে সুচের ধাগায় ।
অভিমানে হয় শব্দদূষণ
প্রেম-ন্যাকা নাকি ভাগ্যরেখায় ।

-


Fetching অতিরিক্ত ভদ্র ছেলে Quotes