Mampi Dey   (✒_mampi_)
209 Followers · 8 Following

ভাল লাগে শব্দের পর শব্দ জুড়তে... 📝📝😇😇
Joined 14 May 2019


ভাল লাগে শব্দের পর শব্দ জুড়তে... 📝📝😇😇
Joined 14 May 2019
16 DEC 2022 AT 14:29

ইচ্ছেগুলো বড্ড অগোছালো, রয়েছে পরে আটকে।
আবেগগুলো তাই অনেক ভেবে...জোর করে বসেছে ধর্মঘটে।।

-


20 JAN 2022 AT 18:42

বদলানো আবহাওয়ায়
জীবনের গল্পে মরুভূমি।

ক্যাকটাস রূপী স্মৃতির আঘাতে
মানুষগুলো আজ ক্ষত বিক্ষত।।

– ✒_mampi_

-


28 MAY 2021 AT 12:13

শুকিয়ে যাক লুকানো সব ক্ষত
তুমি হেসে ওঠো রোদের মতো।
আমি সূর্যমুখী এনে দেবো
বাগানে ফুটেছিল যতো।

-


21 APR 2020 AT 23:39

এই পৃথিবীতে সব থেকে বড় 'হেঁয়ালি' হল 'মানুষ'
যা সমাধান করা বেশ কঠিন ...

-


20 MAY 2019 AT 15:00

হারিয়েছে আজ কবিতার ছন্দগুলো...
খুঁজে পাচ্ছি না প্রকাশ করার কোন শব্দ
কারণঃ
ভাষার বাঁধুনিটাও যে আজ আলগা
শব্দ, ছন্দ আর ভাষার বাঁধন
প্রতিনিয়ত যেন আমার থেকে দূরে হেঁটে চলেছে
তবু আরও একবার এক ব্যর্থ প্রচেষ্টা
তাঁদেরকে ছোঁয়ার...

-


2 DEC 2021 AT 22:58

সেই মনের ঘরে
সময় এসে বিলাপ করে...
আর আবেগগুলো
দুয়ারে এসে ফিরে চলে।

-


25 NOV 2021 AT 11:12

কাছাকাছি থাক ইচ্ছেরা সব, নইলে হারিয়ে যাওয়ার ভয়
দিনের শেষে স্বপ্ন বেচে, নিজের সাথে নিজের দেখা হয়।

-


23 NOV 2021 AT 10:56

শব্দ যখন উড়ে চলে দূরের শঙ্খচিল হয়ে
কবিতার গায়ে শূন্য লিখি, শূন্যতা যায় রয়ে।

-


22 NOV 2021 AT 19:42

হঠাৎ সন্ধ্যে নামার আগে,
মেঘ পিয়ানোর রিডে বিলাপের সুর বাজে।
ঝাপসা কাঁচের জানালার পাশে বসে মোমবাতির আলোয় পুরানো ডায়েরীর পাতা উল্টে দেখা
আর কোনো এক বিষাদী সুর যেন বার বার টানে
পিছনে ফেলে আসা ওই সব পুরানো দিনে।

কিছু পরে, স্মৃতিদের ভীড়ে, দেখি গিয়ে
সেসব দিনের অনেক কাছের মানুষ আজ গিয়েছে দূরে।
কেউ মানে, কেউ অভিমানে, কেউবা ভিন্ন ভিন্ন সব কারণে।

এরপর নোনা জলের বাষ্পে ভেজা চশমাটা খুলতেই
স্মৃতিরা আমায় বার বার ভাবায়...
নতুন করে নতুন রূপে নতুন কোনো জায়গায়
ওই মানুষগুলোর সাথে, অন্তত পক্ষে একবার...
'জীবনের বৃত্তে দেখা হোক আবার।।'

– ✒_mampi_

-


18 NOV 2021 AT 20:46

গল্পগুলো মুখ পুড়িয়ে
দিব্যি আছে বসে,
আসলে সময়মতো আবেগগুলো
নিয়েছিলেম কুড়িয়ে।।

-


Fetching Mampi Dey Quotes