||অন্তর্দৃষ্টি||
- দুই চোখে ভাঙা স্বপ্নের টলোমলো রেশ?
- ... যদি বেহায়ার মতন আবার তাকেই ভালবাসি!
- ফুল হয়ে স্বপ্ন ঝরে পড়ুক...
নারী তুমি অন্তর্দৃষ্টি ফিরে পাও ।
-
💣প্রচণ্ড জেদী
💣 সাদাসিধে
💣 ভীষণ দুরন্ত
💣অভিমানী( একটু বেশিই )
�... read more
- পরিচয়?
- আদ্যোপান্ত ছাপোষা নারী!
- সন্তুষ্টি?
-" সম্মান - লালচে আভার শাড়ি - কাঁচের চুড়ি"-
আক্ষেপের চোখস্রোতে জীবিত যে 'অপেক্ষা' !
'তারা' প্রেমিক বুকে হোক বিলীন, উবে যাক সকল উপেক্ষা ...-
কাঁচা হাতের গল্পকথা, বাস্তবে'তে খুঁজছে ঠাঁই ...
বাক্সবন্দি নকশীকাঁথার, অতীতখানা কোথা পাই?-
এলো খোলা চুলে,
সেই চেনা চোখে
চুপকথারা আসকারা পায়...
লাজুক হাসিতে,
তোর বিপরীতে,
দুখ্ মিলিয়ে যায় !-
নিঃশব্দে
তালা ভেঙে,
নতুন রানী!
তাসের ঘরে - নীলাভ আগুনের
ফুলকিরা সব
আঁকছে দহন
বেহায়া ক্ষতে!
পরিযায়ী প্রেমে,
মেলেছে ডানা-
আবেগ ঝুলি
নিঃস্ব হয়ে- সিলিং ছুঁলে,
মিলবে কদর?-
"তোর"
লোপাট সাম্রাজ্যে!
উবে যাওয়া পালক;
দিব্যি বাঁচুক -
শ্রী!
বৃদ্ধি হোক ভালোবাসার !
হেথা অন্ত।
বিস্তৃত 'সমাজ- দিগন্ত'
সর্বত্র হোক
ফুলের সাজ... কুঁড়িজুড়ে কলঙ্কেরা
ঠাঁই পেলে !
বেনামী পরিচয়ে
আঁকড়ে নিয়ো লাজ! -S A N I K A💙-
- চন্দ্রা, একাহাতে মেয়ের জন্মদিনে ভালোই আয়োজন করেছো দেখছি!
- একা কোথায় মাসিমা,আপনারা সকলেই তো রয়েছেন ।
- আমরা তো থেকে গেলাম, আমাদের বাবু যে চলে গেল সব কিছুর মায়া কাটিয়ে ...
- সেই। মেয়েটা খুব মিস্ করে ওর বাবাকে।
- হুম তা তো খুবই স্বাভাবিক। একরত্তি মেয়ে একটা . . .
- হ্যাঁ মাসিমা, আমি যে কীভাবে পূরণ করি মেয়েটার মনের এই শূন্যতাটা!
- কেন গো চন্দ্রা! বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে, ওর জন্য বাবা'র খোঁজ করো এবার
- অন্য কাউকে মেনে নিতে আমি পারবো না মাসিমা
- ঠিকই পারবে দেখো। কতদিন আর লেপটে যাওয়া কাজল চোখে দিন কাটাবে বলোতো!
কই এসো এদিকে, আপাতত কাজলটা একটু ঠিক করে দিই. . .-
-কী রে!!
আর কতক্ষণ থাকবি ছাদে? সেই সন্ধ্যে থেকে আছিস, কটা বাজে দেখেছিস!!
একটানা মায়ের বলে যাওয়া কথা গুলোতে এতক্ষণে যেন হুস ফিরল ফুল- এর। তবে রাতের খোলা আকাশ ছেড়ে বদ্ধ ঘরে কিছুতেই মন টেকে না ওর।
সন্ধ্যার পর থেকে সে খুঁজে পায় তার সবচেয়ে প্রিয় মানুষটাকে- এত্তো তারা র ভিড়ে... নিজের মতো করে দুচোখের যত্ত গল্প-নালিশ-অভিমান-অভিযোগ সমস্তটা উজাড় করে দেয় ওই তারার বুকেই।
. . .এক্সিডেন্ট !!
হ্যাঁ, সে ছেড়ে চলে গেছে। বছর সাতেক হলো। ফোনের হোম স্ক্রিনে এখনো জ্বলজ্বলে দুজনের মিষ্টি একটা ক্লিক।
হঠাতই, চোখের কোণে কয়েক পশলা স্মৃতি যেন থমকে দাঁড়ালো!
- ওই শিশির পড়ছে রে। ঘরে যা এবার লক্ষ্মীটি। কাল আবার আসিস কেমন?
আছি তো আমি এখানেই, তোর জন্য ..!
( 'তারা'র একফালি আলোর ছটায় 'তার' কন্ঠস্বর যেন ভেসে এলো !)-