Anwesa Dey   (অন্বেষা দে)
611 Followers · 18 Following

read more
Joined 29 January 2018


read more
Joined 29 January 2018
17 SEP 2020 AT 8:54

না বলা কথার কত শত ভাঁজে
বয়স বেড়েছে রেডিও-টারও,
যে কণ্ঠে দেবী ত্রিশূল ধরেন
সে বধে ধন্য মহিষাসুরও।।

-


5 SEP 2020 AT 9:52

বাবা-মা'ই প্রথম শিক্ষা গুরু, এই জীবন আর ভূ-গোলোকে;
তারাও আমার শিক্ষক যারা, শুধরে দিল ভুলগুলোকে।।

-


2 AUG 2020 AT 10:47

চোখের কোণে স্মৃতির হিসেব যত, মলিন হয় নি পুরানো বইয়ের মতো;
তোর জন্মদিনে প্রার্থনা করি এই — সফলতা আসুক, সব কিছুতেই।।

-


16 JUN 2020 AT 11:09

এমন করেই ব্যথার বাহার বাড়তে যদি থাকে,
নিজেকে ভালো রাখার দায়িত্ব নাও আগে।।

-


15 JUN 2020 AT 8:41

কত হাসি আজকে স্বেচ্ছানির্বাসনে;
তফাৎ বোঝো? মনখারাপ আর ডিপ্রেশনে?

-


14 JUN 2020 AT 21:27

একটা হাসি মিলিয়ে গেল ডিপ্রেশনে,
চোখের জল, আজকে তারই শব্দ শোনে!

এবার থেকে ডেকো না হয় ডিপ্রেশনে,
বাঁচার আশা, জাগবে আবার, একলা মনে!

-


13 JUN 2020 AT 22:40

ঘুমের মাঝে স্বপ্ন পূরণ
ঘুম ফুরালেই শেষ,
বাধাপ্রাপ্ত হলেই জীবন
বদলায় অভ্যেস।।

-


12 JUN 2020 AT 13:23

'রেল লাইনের উপর কি কেউ ঘুমায়?'
''বিদ্যে বোঝাই বাবুমশায়ে''র প্রশ্নে,
জবাব দেয় এক পরিযায়ীর লাশ -
'আমি পোড়া রুটিও খাই অতি যত্নে'।।

-


11 JUN 2020 AT 9:59

জানলারও খুব একলা লাগে, বৃষ্টি নামা বারণ তো;
ভিতর ঘরে দস্যি হাওয়ার বড্ডো বাড়বাড়ন্ত।।

-


3 JUN 2020 AT 22:00

প্যাডেল ছেড়ে ব্যস্ততা যেই জীবনের নিল ভার,
প্রয়োজন শেষে খোঁজ নেয়নি ব্যস্ত জীবন আর ।।

-


Fetching Anwesa Dey Quotes