🍂 ঝরা পাতা 🍂   (🍂পিলু 🍂)
630 Followers · 90 Following

read more
Joined 19 July 2018


read more
Joined 19 July 2018

প্রেমিকের বুকে কাব্য রচে।
কত শত না বলা কথা,
জমে জমে পাহাড়ের চুম্বে।
পাপড়ি গুলো খসে পড়ে একটা/ দুটো
মৃ-ত্যু-স-জ্জা-য় সেজে ওঠে।
ক্রমে ক্রমে রক্তাভ রং মলিন হয়,
প্রেমিকের চেনা প্রেম অচেনায় পরিণত হয়।
কাঁটাগুলো বৃদ্ধ যখন,
হাত টাই ছুঁতে চাই।
বুক পকেটে সাজিয়ে রাখা গোলাপের
শরীর দেখে সবাই,
কিন্তু ডাইরির ভাঁজে অবহেলিত গোলাপটার মনটা কি দেখেনা কেউ??

-হাফ প্যাডেল, ঝালমুড়ি, একরঙা ড্রেস
পাংচুয়াল ঘড়িটা, দুদিকের বেণীটা
দশটাকার ফুচকা, সাথে বাক্স বন্দি স্মৃতি
সবটা ভারী মনে কড়া নাড়ে।

-প্রভাতী সূর্য কিরণের তপ্ত স্নিগ্ধ শীতল আলোর স্পর্শে, মলয় বায়ুর মনোরঞ্জন তবে আজ নতুন ভালোবাসার আঁচে মানুষের ভিতর প্রবেশ করুক, জাতি ধর্মনিরপেক্ষ হয়ে একই চাঁদ সূর্যের আলো গায়ে পড়ুক সবার, খুশির চাঁদ টা সবার হোক, পূর্ণিমার চাঁদটা সবার হোক।

-পরিত্যাক্ত ডাস্টবিন থেকে দুএকটা পচা স্মৃতি কুড়িয়ে এনে আদুরে মিঠে আতরের সুবাস যুক্ত করার পরেও সে জানান দিলো প্রাক্তন স্মৃতিচারণ মৃত হলে প্রাক্তনের তকমা লেগে থাকে বর্তমান নাহ..

-সদ্যোজাতের আদ্রিত ঘুম ভাঙা চোখের নিকৃষ্টে ম-ম-তা-র প্রতিচ্ছবি গুলোর টুকরো টুকরো ফ্যাকাসে স্মৃতির ক্ষণিক আলাপনের মুহূর্ত গুলো চোখ থেকে বিলুপ্ত, তবুও পুরোনো সেই দিনের কথা যেন রংচঙ্গাহীন ফিল্টার বিহীন ষ্টুডিওয় একটা কোনায় লেগে থাকা ফটোর মতো আমাদের মনের গহীনে বাক্য রচনা করে, ঠিক তেমনি কত স্মৃতির স্তুপ জমে কোলাজের মতো আমাদের মন গ্যালারিতে বেঁচে থাকে।

-একই অঙ্গে শক্তি ভক্তির সমাহার তুমি দশভুজা
জননী

-গুটি গুটি পায়ে পথ চলা শুরু
চিনেছি অক্ষরের ন্যায় এই বৃহৎ জগৎকে
অ -কে অ - বলা, ন -কে ন - বলা
সত্য মিথ্যা নির্ণয় করা জীবনের প্রথম
শিক্ষিকা মা, আর বর্ণপরিচয়ের হাত ধরে এত গুলো বছর এগিয়ে আসা
বাংলাটা আমার জীবনে জড়িত, স্কুল থেকে কলেজ আজ বাংলাকেই বহন করি যা বর্ণপরিচয়ের দান,

বাংলা আমার প্রাণ, বাংলায় ঘুম ভাঙে, বংলাই সম্মান।

-When i said to my friends, i will broke up...

-আলো আঁধারি খুব গহীনে
একফালি জোছনার রাতে
একটা তারা খসে গেল
আমারই মনখারাপি মাঝে

-তাদের যত্ন শিখুন গাছ লাগালে হয়না যত্ন আবশ্যক
পরিবেশ দূষণ নিয়ে ভাষণ নয়, রক্ষক হয়ে উঠুন
অযথা জল অপচয় নয়, পরিমানে ব্যবহার করতে শিখুন
দিন দিন পরিবেশ অসুস্থ হচ্ছে বিভিন্ন রোগে ভুগছে, কারো কি আছে হুস
এদিকে তো আমরা বলেই খালাস আমার কিডনি খারাপ কিংবা ফুসফুস।

-


Fetching 🍂 ঝরা পাতা 🍂 Quotes