সব শীতের শেষে বসন্ত আসেনা,
আসেনা পাতা ঝরা রঙীন হাওয়া।
কিছুটা দূরে দাঁড়িয়ে দেখতে হয়,
মানুষের আসা-যাওয়া।
-
কেউ স্বেচ্ছায় যায় ছুটি।
কেউ আঁকড়ে ধরে প্রাণপনে,
কারও বা আলগা মুঠি। 🌿... read more
সন্ধ্যেরা যদি অবাধ্য হয়,
জোনাকির রং আবছা।
রংরুট আর অলিগলির,
যত সত্যি মিথ্যে গল্পের ভিড়ে।
সাক্ষী থাকুক না বলা যত কথা,
সাক্ষী থাকুক অপেক্ষা দের দল।-
স্মৃতিরা হাত বাড়ায়,
আঁকড়ে ধরার অজুহাতে।
যেন মেরুদণ্ডে তুষারপাত,
অবুঝ হিমশীতল রূপে।
সংবাদহীন আগমন,
ঘুন ধরা শয্যায়।
বিস্তীর্ণ সে চিত্রভূমি,
কোনো অন্ধকূপে ।-
তবুও হাল ছেড়ে দিতে হয়,
ঝুপ করে নেমে আসে সন্ধ্যা।
পাখিদের কলতান আর শব্দ,
বুক ভরা জমানো দীর্ঘশ্বাস।
অদ্ভুত সব জল্পনা
কি! কেনো! কিভাবে!
প্রশ্নের উত্তর হয়না,
থেমে যাওয়া রেলগাড়ি বোধহয়।
এত নিশ্চুপ কেনো তুমি?
পাশাপাশির দূরত্ব জানো?
মাতাল চাওয়া বোঝো?
নাকি শুধুই কি সমঝোতা?-
চোখের সামনে ধূলিঝড়
দূরত্ব বুঝে পা ফেলা
বুকের মাঝে নীরবতা
একা একা কথা বলা।-
কথা জমছে জমতে দাও,
হটাৎ জড়িয়ে ধরো।
বৃষ্টি নামুক তোমার আমার বুকে,
আবার ভিজবো দুজন,
আলাদা আলাদা শহরে।-
তোমার চোখের আগুন পাখি,
মৃত্যু মিছিল বের করেনি।
তোমার ঠোঁটের মিথ্যে হাসি,
স্বপ্নজোড়া বদ্ধ করেনি।
আমি কেবল আঙুল গুনি,
তুমি শুধুই ক্ষত দাও।-
শুভ্রতর ইচ্ছেরা আজ কেমন করে বদলে গেলো ?
সত্যি তবে অনুভূতি সব ব্যর্থতার তকমা পেলো!-
আঁচলের অঞ্চল জুড়ে কার নামের কবিতা যেন?
বনলতা সেন নাকি আমি তোমার নীলাঞ্জনা?
ছায়াপথ পার হয়ে কার দুয়ারে দাঁড়াও?
সময়ের ধাক্কা খেয়ে কার পানে হাত বাঁড়াও?
জানি আমায় ছোঁয়ার সাধ্য তোমার নেই,
যাকে রোজ পেয়ে হারাও আমিতো সেই।-