চোখের সামনে ধূলিঝড়
দূরত্ব বুঝে পা ফেলা
বুকের মাঝে নীরবতা
একা একা কথা বলা।-
কেউ স্বেচ্ছায় যায় ছুটি।
কেউ আঁকড়ে ধরে প্রাণপনে,
কারও বা আলগা মুঠি। 🌿... read more
কথা জমছে জমতে দাও,
হটাৎ জড়িয়ে ধরো।
বৃষ্টি নামুক তোমার আমার বুকে,
আবার ভিজবো দুজন,
আলাদা আলাদা শহরে।-
তোমার চোখের আগুন পাখি,
মৃত্যু মিছিল বের করেনি।
তোমার ঠোঁটের মিথ্যে হাসি,
স্বপ্নজোড়া বদ্ধ করেনি।
আমি কেবল আঙুল গুনি,
তুমি শুধুই ক্ষত দাও।-
শুভ্রতর ইচ্ছেরা আজ কেমন করে বদলে গেলো ?
সত্যি তবে অনুভূতি সব ব্যর্থতার তকমা পেলো!-
আঁচলের অঞ্চল জুড়ে কার নামের কবিতা যেন?
বনলতা সেন নাকি আমি তোমার নীলাঞ্জনা?
ছায়াপথ পার হয়ে কার দুয়ারে দাঁড়াও?
সময়ের ধাক্কা খেয়ে কার পানে হাত বাঁড়াও?
জানি আমায় ছোঁয়ার সাধ্য তোমার নেই,
যাকে রোজ পেয়ে হারাও আমিতো সেই।-
মিশে যাক দিকবিদিক,
শুন্য হোক মম হৃদয়।
আয়নাতে ফিরে তাকাবোনা,
গুটিকতক মরশুম দেবো।
যদি রাখতে পারো তা,
নীলে নীলে নি-র্জ-ন-তা!
তুমি বিশালতার উপমা।
আমরা কেবল সব ভুলে যায়,
করেই ফেলি ক্ষ-মা ।।-
কত্ত দিন লিখিনি তোর জন্য
হয়তো ইচ্ছে করেই।
কি লাভ বারবার!
হেরে যাওয়া লড়াই লড়ে?
এইতো বেশ ভালোই আছি
দূরত্বে, অনেক অনেক দূরত্বে
' আশা '? হ্যাঁ।
এই আশা গুলোয়
ছিল হয়তো, বাকিটা কিচ্ছুনা।
প্রত্যেকদিন এই আশা গুলোর
মৃত্যু দেখেছি নিজের চোখে।
এই সদ্য আরেকটা আশার
কবর দিয়ে এলাম।-
ছুটছে জীবন ছুটছে দেখ,
বিশ্ব নদীর মাঝ খানে।
থামতে মানা প্রকৃতিতে,
জঞ্জালে ভরা জনযানে।।
-
শহরতলির গলির মোড়ে দাঁড়িয়ে থাকে ইচ্ছে গুলো,
নিখাদ ভোরের অভিমান জমা মৃত্যুদের বাষ্প ছুঁলো।-