-
श्रीमान
(✍শ্রীমান অপদার্থ)
765 Followers · 18 Following
নমস্কার আমি শ্রীমান অপদার্থ,নিবাস- অচেতনাগড়ের হৃদয়পুরে। তোমাতেও ভরপুর রয়েছি আমি,শুধু ব্যর্... read more
Joined 2 February 2018
14 APR 2020 AT 11:45
দেখতে দেখতে আবারও একটা বছর হলো পার,
যতই মিনতি করো না কেন সময় তো দেবে না কোনো ছাড়।
এসেছে নতুন বছর, নিতে হবে নতুন অঙ্গীকার,
চলো না সবাই মিলে সামাজিক দূরত্ব বজায় রেখে করি করোনা'র প্রতিকার।-
13 APR 2020 AT 12:42
If you get any problem don't worry about it. Just SMASH it down.
------NABIN-
13 APR 2020 AT 12:31
শব্দরা সব এলোমেলো আজ
ছন্দগুলোও আর আসে না;
সহানুভূতি অনেকে দিলেও
ভালো তো কেউ বাসে না।।-
8 MAR 2020 AT 17:05
সমস্যা থেকে দূরে পালিয়ে, কতোদিনই বা বাঁচবে?
জীবন যুদ্ধে সেই জিতবে যে লড়াই করতে নামবে।
নিজের কাছে অঙ্গীকার বদ্ধ হও, ব্যর্থতাকে কখনোই পাবে না ভয়;
পরাজিত হলে হয়েছে কি?
জেদ আর কঠোর পরিশ্রমের কাছে কোনো ব্যর্থতায় পাবে না জয়।।-
8 MAR 2020 AT 16:01
বসন্ত এসে গেছে, তবুও যে রঙ লাগেনি এ প্রস্তর মনে,
নিকটে এসো না মোর, বলো তোমায় রং দেবো কেমনে?-