স্মৃতিচিহ্ন🍁   (Supriti)
1.1k Followers · 85 Following

অযথাই!
Joined 22 September 2019


অযথাই!
Joined 22 September 2019

"পিছুটান"
( গল্পটা ক্যাপশনে)

-



অন্ধ শহরের প্রাচুর্যের বুকে,
সে লুকিয়ে রেখেছে আমিত্বের অস্তিত্ব
নীলাকাশের প্রান্তে খুঁজেছে আনন্দের স্রোত
হেরে যাওয়া-কেও হারাতে পারে সে,
অ-সুখের দেওয়ালেও সুখ এঁকেছে সে
প্রতিদ্বন্দ্বীতার আসল অর্থ শিখিয়েছে যেই মেয়েটা,
সর্ম্পকে রেখে গেছে শিকড়ের টান
সেই মেয়েটা বাস্তব আঁকে ছন্দময় সুরে,
হাসিমুখে লিখে যায় ভালোথাকার ডাকনাম
সেই মেয়েটা প্রতিভায় পরিপূর্ণা,
কাব্যে ফোটায় জীবনের নানা দিক
লড়তে জানে সেই অন্তরা,
কারণ,অন্তরা অর্থ-ই যে নির্ভীক

-



কালসিটে পড়া কপালটা মুছতে মুছতে মনে হলো,
এই কপালে হয়তো আর সুখ জুটবে না!
দুপুরের নুন ভাতে সারাদিন পেট চলে না,
বৃদ্ধ চশমাটা ঘষে মেঝে নতুন করা কঠিন!
তুলি বলে,বাবা একটা নতুন জামা নাও,
এই নোংরা জামাটা এবার ফেলো
তবে দায়িত্বে অক্ষম এই মানুষটাকে কি নতুন জামা মানায়?
তুলিও চেয়েছিল,বড়োলোকদের স্কুলে পড়বে
তবে সেসব আর হলো কই?
ধারদেনায় সংসার চালাইনি,
ছেঁড়া চটিতেই মানিয়ে নিয়েছি
তবে কান্নাজমা চোখ যে ওদের হাসিমুখ দেখতে পাবে না,তা ভাবিনি
তবুও রাত পরীদের আস্তানায়,
ওই স্বপ্নরেখাটাতে বিশ্বাস জাগে
মনে মনে সাহস জাগিয়ে বলতে থাকি,
কাল নতুন ভোর,দুঃখের মাঝেই হয়তো পাবো সুখের চাবিকাঠি!

-



মৃত্যু উপত্যকায় শোকের ভীড়,মুছে আসে সমস্ত যন্ত্রণা
শেষ চিঠিতে মানুষ বোঝে,মানুষ ছিলাম!!যন্ত্র না!

-



নক্ষত্র পেরিয়েছে স্বপ্নের চৌকাঠ,শিরায় শিরায় আইনজীবী-র গল্প
সেই মেয়েটার ভালোবাসাময় রক্তে,পাগলামোও বাঁচুক অল্প।

-



লেখায় ফোটে অক্ষরের দক্ষতা,বন্ধুত্ব-টা চিরজীবী থাকুক
ছদ্মনাম যার মিস্টার নিকোটিন,তাকে জানাই,শুভ জন্মদিন।

-



বেহিসেবী পাগলামো সীমানা বোঝেনা,স্বপ্ন আঁকে রঙিণ সুরে
বন্ধুত্বের উপহার তুই,থাকিস চিরকাল মনের মানুষ হয়ে।

-



-মনে আছে?
-না।
-ভুলেছিস তাহলে?
-হ্যাঁ,মনে নেই। শুধু মন-এ আছে।

-



চোখের অবাধ্যতায় ঝরেছে শোক,মধ্যরাতের গল্পে মৃত প্রত্যয়
ভালোবাসায় আঁকা রূপকের বৃত্তেও আঘাত টা কেন্দ্রেই হয়।

-



আলোকবর্ষ দূরত্ব ভালোবাসা মাপেনি,সময় শিখিয়েছে মূল্যবোধ
রক্তাক্ত গল্পের শেষ পাতায়,অামাদের অমরত্ব পূর্ণ হোক।

-


Fetching স্মৃতিচিহ্ন🍁 Quotes