QUOTES ON #প্রতীক্ষা

#প্রতীক্ষা quotes

Trending | Latest
15 FEB 2020 AT 18:40

কী ভীষণ জোরালো হাওয়ায়
বদলে যায় তোমার-আমার
ভালোবাসার গতিপথ

বেঁচে থাকে কত অনাহুত প্রতীক্ষা
ঝরে যায় কিছু খুচরো;
উষ্ণ আলিঙ্গনের সহজাত ভুল

তবুও মুখ তোলেনি তোমার উদাসীনতার পারদ...

-



বিরহের জল রঙে
ভিজছে মনের ক্যানভাস,
মস্তিষ্কের চোরাবালিতে
হৃদয়ের অধিবাস।

প্রতীক্ষার আকাশে
দৃশ্যমান ক্রমাগত দুর্যোগ,
মন-কুটিরে তাই আজ
বিরহের অসহযোগ।

অনুভূতির আইনকক্ষে
আসক্তির মৃত্যুদণ্ড,
বিচারকের বোবা কান্নার
উৎসস্থল আজও অখণ্ড।

-


15 FEB 2020 AT 18:23

যে কটা হাত ছেড়ে গেছে খারাপ সময়ে তোমার...
প্রতীক্ষা কর ,সে হাত গুলোই হ্যান্ডশেক করতে আসবে আবার !
পড়ে যাওয়ার মুহূর্তে একলা করেছে চিনতেও পারেনি তোমায় যারা....
প্রতীক্ষা কর ,চিনে নাও তাদের-- আর যাই হোক তোমার 'বন্ধু' কোনোদিনও ছিল না তারা !

-



আধোঘুমে কাটছে রাত, চুপকথারা নিরুদ্দেশ,
ভালো থাকার উচ্চারণ আঁকড়ে ধরেই কাটছে বেশ!
পিছুটানের ফাঁকফোকরে কলম খোঁজে শব্দ স্লোগান,
থমকে দাঁড়াই, শুনতে অবশেষের চেনা ডাকনাম।

বিষণ্ণতায় রাঙিয়ে মন মুক্তি খুঁজি নৈঃশব্দেই,
সাদা কালো মান-অভিমান মৃত্যু আঁকে মাস্কারাতে।
নেশায় নেশায় নীলিয়ে যায় টেলিপ্যাথির বলয়গ্রাস,
তোমারই ছোঁয়ায় প্রস্তরীভূত আমার অবশেষের উপন্যাস।

হয়নি দেখা আর কখনো লুকোচুরির পথ পেরিয়ে,
বেহিসেবী অজুহাতে ধরোনি হাত চোখ এড়িয়ে,
ছন্নছাড়া পূর্বরাগে খোঁজোনি আর আবেগ যত,
আলোকবর্ষে হারিয়ে গেছে প্রশ্নে ভেজা প্রতীক্ষা যত!!

-


16 FEB 2020 AT 1:15

মুখফুটে বের হয়না একটিও শব্দ,
মন পড়ে থাকে তোমারই প্রতীক্ষায়-
তোমার ঠোঁট ছোঁয়া চায়ের কাপটি আজও,
অতীতের কথা মনে করিয়ে দেয়।

-


15 FEB 2020 AT 19:49

প্রতীক্ষা হয় না কখনই স্বাধীন
থাকে সর্বদা কোনো কিছুর বা কারও অধীন ।

প্রতীক্ষা দেখায় শুধুই সময়
হলে ব্যর্থ হয় মনে ছিল সবই অভিনয় ।

প্রতীক্ষার নেই কোনো অন্ত
শুধু অপেক্ষা করতে করতে যাই হয়ে আমরা ক্লান্ত ।

প্রতীক্ষার ফলে কোনো কিছুর প্রতি যায় বেড়ে আশা
যখন সেগুলোর প্রতি জন্মায় অনেক অনেক ভালোবাসা ।

প্রতীক্ষা হয়তো বড়োই কঠোর
করায় যখন অপেক্ষা রাতভোর ।

প্রতীক্ষা তখনই সহজলভ্য
যখন করবো তুলে আমরা নিজেকে নিজেরই যোগ্য ।।
-Momo











-



অভিমানী রাত বৃষ্টি নামায়
পারদ চড়ে অল্প
প্রতীক্ষা জমে টুকরো কথায়
বিষাদ লেখে গল্প

-


31 JUL 2020 AT 17:31

অক্লান্ত প্রতীক্ষার ব্যর্থতা
ফলস্বরূপ ধৈর্যের বাঁধ !
এরপরে আসে
প্রত্যাশা?
~~~~~~~~~~~~~~~~~

-


15 FEB 2020 AT 23:06

আমার কাছে 'প্রতীক্ষা' আর 'অবহেলা',
যেন পিঠো পিঠি ভাই বোন...
দুজনে বুকের ওপর, কি নিশ্চিন্তে করে খেলা।
একজন আমার অন্তর -জাত,
আর একটা ঈশ্বরের দান।
সময়ের সাথে পাল্লা দিয়ে,
দুটোই তরতর করে যাচ্ছে এগিয়ে।
'অবহেলা' টা বড্ড ছেলেমানুষ,
কষ্ট দেয় মাঝে মাঝেই.....
' প্রতীক্ষা ' টা ঠিক মেয়ে মানুষের মত,
ভীষণ শান্ত, দারুণ ভাবে সংযত।
'অবহেলার ' তামাশায় চোখের জল,
যখন ' প্রতীক্ষা ' ভালোবেসে মুছিয়ে দেয়;
তখন বুঝতে পারি....
' অবহেলার ' আদরে বোধহয় ডুবেই যেতাম,
' প্রতীক্ষা ' হাল ধরে যদি,
না বাঁচাত মোর তরী।।

-


16 JUN 2020 AT 9:11

বৃষ্টিস্নাত অপরাহ্নের ধোঁয়াশায় স্বপ্নে আসে রবিকরের পূর্ণ আবির্ভাব
অজ্ঞাত পক্ষীদের কন্ঠস্বর জানান দেয় 'এখনো যে গভীর রাত'।
গ্রাম‍্য পথে পায়ে হেঁটে যাওয়া সেই সুকাঠামো, বলিষ্ঠ পৌরুষের অপ্রত্যাশিত আগমন
আজও খুঁজে চলে দুচোখ তাকে, সর্বদা শঙ্কিত হয় দেহ 'এখনো সে হয়নি তো নিষ্প্রাণ'!
আরও অনেক দূরে সে, না জানি কোথায় হারিয়েছে এক অজানার দেশে
প্রতীক্ষায় এখন একমাত্র ভরসা, তবুও যে মন শঙ্কিত হয়ে পড়ে অকারণ ক্লেশে!

-