*বৃষ্টিমেয়ে,*
নয়ন জুড়ে তার ঘন ভাসমান মেঘেরা আছে ছেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
তৃপ্তির আবেশ কুণ্ডলি এক পশলার আবরণে আসছে বেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
গাঢ় নীলের উজ্জ্বলতায় একদৃষ্টে আছে চেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
তপ্ত ভূমির ধারার রসসুধা,ক্ষণিকে পুলকিত মন প্রাণ, সোঁদা মাটির গন্ধ পেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
জীর্ণজরা সবুজের মাঝে ফোঁটা ফোঁটা বিন্দুকণা আসছে গেয়ে ।
*বৃষ্টিমেয়ে,*
চাতক পাখির বারির আহ্বান স্থগিত হবে এবার যে...
*বৃষ্টিমেয়ে,*
মূহুর্তের আলাপনে তোর দুঃখ,কষ্ট,অভিমানেরা যদি যায় নেয়ে !!
*বৃষ্টিমেয়ে,*
মেঘবালিকা হবে কি আরও তোর একটি নাম, বৃষ্টিমেয়ে না হয়ে একঘেয়ে ।।
- Momo
-
প্রকৃতির অতল ছায়ায় মিশে যেতে ভালোবাসি ,
সঙ্গীত... read more
প্রথম পুরুষ প্রতিটা নারীর জীবনে
যে না করলেও সন্তান ধারণ কিন্তু জন্মবার প্রতিটা প্রহর গোনে।
বাবা মানে,
দিনের শেষে হাড়ভাঙা অক্লান্ত পরিশ্রমের পরেও থাকে এক প্রাণোচ্ছল হাসি
পরিবারের সুখ- স্বাচ্ছন্দ্য,সমৃদ্ধ আনতে ফিরিয়ে সে সর্বদাই অভিলাষী ।
বাবা মানে,
পরিধেয় যৎসামান্য, এক পোশাকে আছি তো বেশ
সন্তানের জন্য পোশাক লাগবে অতিরিক্ত, হলে একটি বছর শেষ ।
বাবা মানে,
শান্ত স্বরে কঠোর নিয়ন্ত্রণ
সন্তান যেন তার একমাত্র পরম স্নেহ ও যক্ষের ধন ।
বাবা মানে,
এক প্রাচীনতর বট বৃক্ষের ছায়া
সন্তানের সমস্ত স্বপ্নের কাছে হয় ভুলতে সমস্ত চাওয়া পাওয়া ।
বাবা মানে,
কাঁদতে যে মানা, আসে না কখনও চোখের কোণে একফোঁটা জল
বাবা জীবনে অনুপ্রেরক, বাবাই জীবনের মনোবল ।
বাবা মানে,
কোনোদিনও অকপটে হয়নি হয়তো বলা ভালোবাসি
বলবো শুধুই প্রতি জনমে যেন তোমার স্নেহের ছত্রছায়ায় আসি।
- Momo
-
নাড়ির সাথে যুক্ত তুমি,স্নেহের পরশ মাখা,
কোথায় গেলে পাবো বলো এমন বৃক্ষের শাখা ??-
ব্যস্ততার প্রতিটা ভাঁজে ভাঁজে অভ্যস্ততার টান,
মুঠো- ফোনে মু-ষ্টি-ব-দ্ধ সৌহাদ্র্য অম্লান ।
স্থায়িত্বের ঝুল- বারান্দায় বছর ছ-য়ে-কে-র স্মৃতিদের পলেস্তারা,
করুক স্পর্শ আনন্দের- ধারা,অপসৃত হোক সকল দুঃখ- জরা।
জ- ন- ম দিবসের গুচ্ছ গুচ্ছ প্রীতিসম্ভাষণ ও ভা- লো- বা- সা ,
ওঠুক সেজে প্রতিটা মুহূর্ত নতুনত্বে ও পূর্ণ হোক মনের সকল আশা ।।
- Momo
-
সময়ের বহমানতায় চতুর্থ বর্ষ ছুঁয়েছে আমাদের মিত্রতার পরিসীমা,
রাগ-অভিমান,ঝগড়া-ঝাঁটি,হাসি-কান্নায় থাকুক গচ্ছিত সম্পর্কের বীমা ।
ক্লান্তির আঙিনায় করেছিস বর্ষিত বারেবারে সাহস ও পরাক্রমতা,
জীবন নামক স্টেশনে সহচরী রূপে,হোক তীব্রতর সম্পর্কের গতিশীলতা ।
নিকষ কালো গহন অরণ্যে প্রকৃতির অন্তঃস্থিত গাছপালা যায় যেমন মুড়িয়ে,
তেমনই সুখ ,শান্তি ,আনন্দ,সম্মাননায় ও ভালোবাসায় যাস যেন তুই বুড়িয়ে ।
জন্মদিনের প্রীতিসম্ভাষণ জানাই আজ তোর জীবনসীমার বিশেষ দিনে ,
একগুচ্ছ ভালোবাসা পাঠালাম ঠিকানায় তোর, অকুণ্ঠিত ঋণে ।।
- Momo
-
প্রতিযোগিতার মিছিলের প্রবহমানতায় মস্তিষ্কের যানজট,
প্রচ্ছন্নতায় ক্ষোভ, হিংসার সংমিশ্রিত প্লট।
ঝুঁকছে পরিমাণে কতটা দাঁড়িপাল্লা?
সংগৃহীত সূক্ষাতিসূক্ষ চালনা ।।
- Momo
-
অন্তরালের সূচিভেদ্যতায় প্রায়শই অভিভূত,
অন্তমুর্খিনতার কর্ষণে মূকাভিনয় সঞ্চালিত।
-
মাতৃসম সোহাগের চাদরে যখন আচ্ছাদিত এক প্রাণ,
চতুর্দিক জুড়ে তখন অবহেলা,অপমানের অধিষ্ঠান ।
ক্রোড়ে যেন পৃথিবীর সকল দুঃখ- কষ্ট ,গ্লানির অবসান
চোখ ,মুখের ইশতিহারে মুহূর্তের আলাপনে অনুমান ।
মৃত্যু যন্ত্রণা হয়েছে উপেক্ষিত প্রতিক্ষণেই সেই প্রাণের সন্ধান
মাতৃত্ব অর্জনে কি থাকতেই হবে শুধু নাড়ির টান ??
-
অ্যাম্বুলেন্স, মৃত্যুর সমানুপাতে
শব্দ ও গোঙানির একচ্ছত্র ।
স্মৃতিপট জুড়ে বহাল,
শুধুই কিছু চেনা পরিচিতের মুখপাত্র ।।
-