✿তমসা•••🍁❤️   (©তমসা...✿♡)
1.3k Followers · 136 Following

read more
Joined 15 April 2019


read more
Joined 15 April 2019

হারিয়ে যাওয়ার পথের বাঁকে থমকে আজও আমি
প্রতীক্ষাতে—
কখন এসে পেছন থেকে আগলে নেবে তুমি!

-



তোমায় খুঁজি ফাগুন হাওয়ার ডাকে,
আবছা আলোয় চেনা পথের বাঁকে।
আগলে রাখা বেঠিক পিছুটানে
নিঃস্ব হওয়ার গোপন অস্তরাগে…

খুঁজি কেন নিয়মমাফিক ভুলে
মেঘলা দিনে তোমার স্মৃতি ছুঁলে?
পলাশ ছুঁতে চাওয়ার অভিমানে—
এ মন আজও তোমার রঙেই রাঙে।

-



শ্রাবণের কান্নায় ভেসে যায় অথৈ নদী,
হাহাকার বুকে নিয়ে একা হয় তার দুই তীর...
কত মন গড়ে সংসারমেলা ভালোবাসা দিয়ে,
কত হয় খেলাঘর, অবহেলা বিঁধে চৌচির...

কত মন জাগে রাত, স্মৃতি নিয়ে বুকের খাঁচায়
কত চোখ শুধু ভেজে নোনতার তীব্র আঁচে...
খোঁজ নিলে দেখবে, ভাঙাগড়া এমনই হাজার
গল্পের ফেরি চলে এ শহরের আনাচেকানাচে।

-



কী হবে আর বাড়িয়ে মায়া হারিয়ে ফেলার মিথ্যে ভয়ে?
হিসেব কষেই ক্লান্ত এ মন, চোখ বুজে যায় দুঃখ সয়ে।

প্রতিশ্রুতি ঠুনকো ছিল, হয়নি সে তাই আমার— জানি…
তবু যুদ্ধ শেষের ধ্বংসাবশেষ বাড়ায় এ মনের হয়রানি।

-



অবুঝ ঠোঁটে কান্না জমে বিচ্ছেদেরই সুরে,
হৃদপ্রাচীরে বাড়ায় ক্ষত দূরত্ব-ক্লেশ-দুঃখ...
সাক্ষী থাকে বালিশভেজা রাতের কালো, আর
অশান্ত মন খোঁজে একটা আগলে নেওয়া বুক।

দমকা হাওয়ার আঁচল ওড়ে, ব্যথার ভারের সাথে
বয়ে আনা অপ্রাপ্তিদের পাল্লাই হয় ভারী।
সময় লিখে রাখুক হিসেব তবে, কিছু কথার
জবাব দিতে জানি– নীরবতাই দরকারী।

-



ছিঁড়ে গেছে আবেগের সুতো,
রেখে গেছে স্মৃতি জুড়ে শুধু পিছুটান,
ধুলোমাখা সেই চেনা পথ
আজও খোঁজে সন্ধ্যার বকুলের ঘ্রাণ।

সহজ হয়তো ছেড়ে যাওয়া,
হাতে হাত রাখা— লহমায় করে শব...
তেমনই কঠিন ভুলে যাওয়া,
পাওয়া যে আঘাতে নেই কোনও কলরব।

-



আলোর বাঁশি বাজায় সকাল, হাওয়ার সুরে উদাস মন,
নতুন সূর্য উঠলো জেগে, সাক্ষী রেখে পুবের কোণ।

-



রাতের কোলে আজও জমে কিছু বেনামী চুপকথা।
অভিমানী হৃদয় ভুলিয়ে দেয় অতীতের সব শোক।

জানি, উপশম হয় না কোনও— কিছু কিছু ব্যথার,
তবু অজান্তে কিছু স্মৃতি ভি-জি-য়ে যায় দু-চোখ।

-



লিখছে জীবন গল্প নতুন, বসন্তের এই দৃষ্টিপাতে—
এগিয়ে চলার মন্ত্রণা থাক, স্মৃতির আঁচল তার তফাতে
সামলে রাখুক খড়কুটো মন, নীল গোধূলির তৃষ্ণা ছুঁয়ে
যাক ভেসে সব অপেক্ষারা, ফিরতি ডাকের আবির হয়ে।

-



শুভ জন্মদিন প্রিয়। খুব ভালো থেকো। 😘❤️

-


Fetching ✿তমসা•••🍁❤️ Quotes