✿♡~তমসা•••🍁❤️   (©তমসা...✿♡)
1.3k Followers · 133 Following

read more
Joined 15 April 2019


read more
Joined 15 April 2019

থেকে যাবো জেনো, রেখে দাও যদি
এভাবেই মুছে দাও সবটুকু ক্ষত…

বিশ্বাসবানে ভেসে গেলে মরানদী
মোহনায় আঁকে প্রেম চিরঅক্ষত।

-



চুপিসারে দুঃখ আসে রোজ,
জাঁকিয়ে বসে সিক্ত চোখের তলে।
লাগামছাড়া অনুভূতির দল
ভেসে যায় সেই শ্রাবণের নোনাজলে।

হারিয়ে গেছে জমানো সব স্মৃতি,
বদলে গেছে সময়, সময়মতো
তবু, বুকের বামে থমকে গেছে তার
ছেড়ে যাওয়া— ঠিক সূর্যাস্তের মতো।

-



মনের জখম বাড়ে স্মৃতির আঘাতে,
ব্যথার ওজনে ভেঙে যায় খেলাঘর
প্রতিরাতে ঝড় ওঠে বিষাদের বেশে,
অনুভূতি পুড়ে হয়ে যায় নশ্বর।

জানি, মান-অভিমান ভুলে, পথ ভুলে
ফিরবে না, ভিজবে না মরুপ্রান্তর
এ বুকের, বৃষ্টিতে ঝরে শুধু শোক—
তুমি তো নেবে না সেই শোকের খবর।

-



চোখের তলায় জমাট বাঁধা বিষণ্ণতার কালো
সমস্তদিন হিসেব কষে আর্দ্র নিম্নচাপের।
আগলে নিয়ে নির্জনতা, এখন বাসছি ভালো
দপ্তর এক অজানা কোনো গভীর মনখারাপের।

নেমে এলে আঁধার ঘন রাতেরই আলফাজে,
বিছিয়ে দিচ্ছি ক্ষত'র চাদর, বিরহগানের সুরে
যাচ্ছে ভেসে শহরতলী, জোনাক আলোর সাজে
উঠছে জ্বলে শোকের সারি, শূন্য হৃদয় জুড়ে।

-



আলোর আদর নাড়লে কড়া পূব তোরণের,
এমনি করেই সকাল আসে মাটির টানে।

-



অভিযোগ বেড়ে ওঠে ক্রমে, লঘু হয় সাক্ষাতের অনুপাত।
চোখের পাড়ে নোঙর ফেলে অভিমান, চুক্তিপণ— দীর্ঘমেয়াদ।
আঁধার গিলে খায় প্রান্তর, ভালোবাসা বাসি হয় মৃত কাঠগোলাপে,
বানভাসি মনে স্বপ্নের ভরাডুবি, বিচ্ছেদ ইতি টানে ছদ্ম সংলাপে।

-



মনখারাপের ওজন বাড়ে গভীর নি-ম্ন-চা-পে,
গুমরে ওঠে ক্ষত’র জ্বালা বিষম প-রি-তা-পে।

সব কান্নার হয় না আওয়াজ, নীরবেই পোড়ে মন
চোখের কোণায় আগলে রেখে স্মৃতির নির্যাতন।

-



........

-



বইছে জীবন নদীর মতো, সুখ-দুঃখ এক একটা ঢেউ।
আশায় বাঁধো পাড়ভাঙা বুক, নাই বা পাশে থাকল কেউ!
ইচ্ছেপালে স্বপ্নহাওয়া লাগুক এবার— এগিয়ে চলো,
জারি থাকুক এই সংগ্রাম, মানবে না হার মনকে বলো।
এসেছি একা, একাই নেব বিদায়, তবে কিসের মায়া?
বাঁচো বরং হাসিমুখে— না মাড়িয়ে শোকের ছায়া।

-



ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে রাত বেড়ে চলে।
রোজ স্বপ্ন আসে চোখের পাতায়।
জন্মদাগের মতো লেগে থাকো তুমি।
পরজীবী হৃৎপিণ্ড পাত পেড়ে খুঁটে খায়
স্তূপীকৃত স্মৃতিদের রঙিন প্রাচুর্য।

একটা একটা করে সিঁড়ি ভেঙে ভেঙে এখন
ওরা জায়গা নিয়েছে ঠিক যেখানটায়
সেখানটায় এককালে একটা বসতবাড়ি ছিল আমাদের।
ছিল স্বপ্ন। তারা গোনার মতো মস্ত বড়ো একটা আকাশ।

তারপর, একরাতে ঝড় উঠল। লণ্ডভণ্ড হল সব…
ফেলে আসা বসতবাড়ি জুড়ে এখনও খেলা করে আলো,
ভাঙা পাঁচিলের গায়ে শ্যাওলার সবুজ সংসার।
তবে মৃতবৎসা এই বুকে বিরহ বেজে চলে ক্রমাগত—
তোমারই দেওয়া এককালের শ্রেষ্ঠ উপহার।

-


Fetching ✿♡~তমসা•••🍁❤️ Quotes