আপনসত্তা আত্মসাৎ করে
অবলীলায় অবিচল থাকতে থাকতে ,
অনুগ্রহে অভ্যস্ত হয়ে পড়ে মানুষ ;
অযথা মাঝে মাঝে তীব্র হয় অবমাননার হুশ।
অন্তরের ছেনি হাতুড়ির শব্দে
অনিদ্রার আসর বসে,
অপলক নিস্তব্ধতা হানা দেয় ব্যস্ত দুপুরে,
অস্বস্তি, স্বস্তির ঘর ভাঙ্গে একটু একটু করে।
অন্যায্য প্রস্তাবনার কাছে হার মানে ন্যায় নীতি,
অনুত্তরের দাবানল পোড়ায় সম্মান;
অসহায়তার নাম কেনে নিয়তি,
অব্যর্থের অঙ্গীকার কুড়ায় অসম্মান।
অনধিকার দায়িত্ব খুবলে খেতে থাকে
আজন্মের আত্মবিশ্বাস।
অনিচ্ছার সামনে নত আপাদমস্তক , তবু
অবিবেচনার কাছে আজও অবিক্রীত বিবেক।-
সঙ্গীত মম অন্তরে আছে বসি 💚
ছাই মাখা মানুষদের
আর কোনো রঙ সাজে না।
পোড়া গন্ধটা থাকে আজীবন,
কোনো আতর ঢাকতে পারে না ।
সাহসীর সাজটা খুলে ফেললে,
দোষ গুলো যেভাবে খুঁজে নেয়
মনের নরম মাটি,
তেমনি করে অসুখ খোঁজে,
চেতনের চিন্তা পরিপাটি ।
নিত্য নতুন উদ্যমের দেশলাই কাঠি
আগুন লাগায় আবেগের ধূপে,
হালকা হাওয়ায় ছাই উড়ে যায়,
ঘরে ফেরে অাবার ক্লান্ত রূপে ।
একান্ত পৃথিবী জুড়ে থাক সুগন্ধি,
আমার চিন্তা-দেহে সাজুক ছাই ।
উদ্যম আমার, আবেগ আমার,
দাহ্য আমিই;
কাকে দেবো পোড়ানোর দায় ?-
Kabhi kabhi khayal ata hai
Agar mere jaisa ishaq
Tumhe bhi ho jaaye,
To kya haal hoga dill ka....?
Aur mere ishaq ke badle,
Sirf tasveer rahe jaye ,
To kya haal hoga dill ka....!!-
Kuch aur kaam karne se
Agar aapki yaad nhi ati,
To sayad,
Kuch aur kaam hi kar leti,
Aapki yaad nhi ati.-
এখন বেশ বুঝতে পারি,
আমার পূর্ণতা, শূন্যতায় ।
গুরুত্ব বুঝে, বিরক্ত করার
অভ্যেসটাও আর নেই ।
আমায় ফাগুনের চেয়ে
আগুন ছুঁয়েছে বেশি,
অসুখ সবদিন রয়,
সুখের পাশাপাশি ।
নিজের হাসিমুখ দেখে,
হঠাৎ ভয়ে কুঁকড়ে যাওয়া,
কিছু দিন পর আবার
সেই ভয়কেই কাছে পাওয়া;
এমন গুচ্ছ গুচ্ছ গল্পে,
উঠছে ভরে রোজনামচা ।
স্মিত হাসি মাপছে মানুষ,
ঋদ্ধ করে অভিজ্ঞতা ।।-
অমার কুয়াশা জমা বুকে
তুমি আকাশ জোড়া রোদ্দুর
আমার নোনা জলের ওপারে,
তোমার ভালোবসার সমুদ্দুর ।
চোখের মায়ায় আটকে থাকুক
আগামীর হাজার বছর ।
কণ্ঠে এমন আদর থাকুক,
কানের কাছে নিরন্তর ।
গভীর সুখে কাঁদতে চায়,
ভাঙ্গাচোরা অগোছালো মন;
পাগলামিতে আগলে রেখে,
কষ্ট পায় ভীষণ রকম ।
আমার আজীবনের স্বপ্নে দেখা
শান্ত,শীতল; তুমিই সেই মাহীরুহ ।
অপ্রাপ্তির উল্টো পাতায়
ধন্য হোক মন ও দেহ ।।-
প্রেমে থাকো, কিংবা অপ্রেমে;
ভালো তোমায় থাকতে হবে ।
শীত মাখা স্মৃতির হাতছানিতে
তুমি খানিক নরম হবে,
ভুলে গিয়ে সব কোলাহল
মনের দরজায় কান পাতবে,
নীরবতার চাদর মুড়ি দিয়ে
চেনা অসুখ আলিঙ্গন করবে,
মানুষ চেনার গল্পকথা
তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।
তখনও, মুখপানে তাকিয়ে রইবে,
তোমার জট পাকানো প্রশ্নদল,
সেই বেঁচে থাকার শেষ সম্বল।
উত্তর আসুক কিম্বা না আসুক,
জীবন, খোঁজার উদ্বেগে উন্মুখ ।
আমৃত্যু এই খোঁজটুকু জারি রাখতে,
কৌতুহলে প্রশ্ন ভাসিয়ে দিতে,
মনের আগুন উস্কে দিয়ে,
তোমায় ভালো থাকতেই হবে । ।-
After First Fight
-------- ❤ ---------
I can't promise,
Will never fight again.
I can't promise,
My words will never hurt you.
I can't promise,
There will never be a misunderstanding.
But I can promise
From the bottom of my heart,
After every fight,
We will become more closer,
Our bond will be strong.
We will be novice in love,
And love will remain lifelong.-
Samajhdaari humesha mere age
Rok leti hain mere haar ek aansuon.
Rok leti hai wo saari baatein,
Jo main cheekh cheekh kar
Batana chahati hoon.
Rok leti hai haar wo iraade,
Jo tere rooh tak jaate.
Lekin kahan rok pati hai is nadan dil ko?
Dil wo Sare pal khwabon mein jee rahe hai,
Jo use sakt mana hai.
Dil se tasveer kahan mit pati hai?
Wo to yaadon ke khusboo se mahakti hai.
Haan, Samajhdaari saath hai,
Magar dusro ke liye,
Dil ki nadani to hote hai
Sirf apne liye.-
খুব বেশি দিন নয় ;
শুধু যে'কটা দিন
স্মৃতিরা থেকে যায় ,
তুমি থেকে যেও নির্দ্বিধায়।
থেকে যেও ভালোবসার সন্ধিতে,
অভ্যাসের আপোষে।
অসময়ে রেখো একটু সময়,
একসাথে শিখে নেব সমন্বয়।
শিখে নেব তোমার নীরবতায়
মনের আঙ্গুল বোলাতে;
কান্না চুরির দায়ে,
সুখ বন্দী হবে ঠোঁটের গায়ে।
বন্দী হবে তোমার আমার বর্তমান,
পলকে পলকে , শক্ত হাতের বন্ধনে।
যেদিন শরীর ভাসবে শীতলে,
সেদিন ফিরে যেও অবহেলে।।-