নক্সীকাঁথা 🦋   (© অপর্ণা✍🏼)
6.5k Followers · 87 Following

read more
Joined 31 March 2018


read more
Joined 31 March 2018

।। সবটাই তো ঠিক করা ছিল..
পুরানো বইয়ে গন্ধ যেমন থাকে,
ছাতিম ফুলে নেশা যেমন লাগে;
খুব লুকিয়ে রাখা..
বেধবার মুখে আঁশটে গন্ধের মতো!

শবদাহ করে বাড়ি ফেরে যে অশুচির দল
তাদের জিভে বাস করেন স্বয়ং সরস্বতী;
মধুমেহতে পঙ্গু যার হাত - পা,
অজ্ঞাত কোনো মাত্রায় পাহাড় চূড়ায় ওঠে!

সবই তো লেখা হয়ে গেছে..
তবু কলম কাড়ার যুদ্ধ অবিরত;
প্যাপিরাসের পাতা উল্টে দেখে যারা
আদপে তারা অ্যানোস্মিয়ায় ভোগে ।।

-



দামী বনসাই এর টবের পাশে উপুড় হয়ে পড়ে আছি!
কমদামী বেসুরো...
যাকে হেঁচকা টানে উপড়ে ফেলা যায় জীবন থেকে;
আবেগ গলা নোনতা জল,
জলদস্যুর মতো ঝাঁপিয়ে নামে ঠোঁট ঘেঁষে থাকা মুগডালের দানার মত তিলে।
আমারও তো হতে পারতো একটা বাবুই পাখির বাসা..
অনামিকা দিয়ে কপালে সিঁদুরে টিপ পরে
মৌলতা চালের ভাতে মিশিয়ে দিতাম অপেক্ষা।
এক আঁধদিন ঝড় উঠতো বিকেল করে,
হেঁশেলের কাঠ, ধানের গোলা, গোয়ালের গরু সামলে
ভিজতে যেতাম কারোর নিষেধ না শুনে
কত কিছু হতে পারতো-র ভীড়ে,
আজ আমার ‘না হওয়া’ অমানসিক হাসি!
সে অনেক আগের কথা তখন আমি,আমি ছিলাম।।

-



একবিংশ শতাব্দীর টাটকা দুঃখগুলো মুষড়ে যাবে,
কালো শুকনো রক্ত চটচট করবে না বুকের পাঁজরে;
মৃতদেহ পচে যেমন পুষ্ট গাছ গজিয়ে ওঠে..
তেমন ই এক সদ্যজাত গল্পের ভ্রূণ
পৃথিবীর আলো জল দখল করে নেবে!
ভীষণরকম বাড়াবাড়ির পর মানুষ থিতিয়ে পড়ে,
নিঃশব্দে কাটা ঘা ছেড়ে বেরিয়ে যায় পরজীবী;
রাত কেটে ভোর হয় শীত নামে আগুনের আঁচে।

-



মৃত সময়, মৃত মানুষ, বোঝা যায়না অবাধ যাতায়াতের মানে 🍂
ঝুঁকে পড়া কনিষ্ঠার প্রেমে অনামিকাও মাথা নোয়াতে জানে 😌

-



....

-



....

-



আলতো হাতে পালকের মতো,
উড়িয়ে দিয়েছি ভালোবাসা...
হয়তো জমবে হারিয়ে যাওয়া,
কিংবা অনেকটা কাছে আসা!

-



বেণীর বুকে মুক্ত গেঁথে,
যদি মেলাই ধাঁধার শেষ!
আমি তোমার সত্য হলে,
তুমি হবে কি ব্যোমকেশ?

-



\\ বারাণসীর সরু গলির মত তুমি জায়গা করে নিয়েছো
আমার মৃত শহরের বুকে;
প্রতি রাতে চাঁদ উঠলে তোমায় দেখা যায়!
ভালোলাগাদের ঘুমের সুযোগে তুমি ঢুকে পড়
আমার সমস্ত কল্পনায় //

\\ এক তীব্র মাথা যন্ত্রণার মত আমি জেগে উঠি একটু করে..
জানি জোনাকিরা আলো দেখায় তোমায়,
যেন সহস্র কোটি বছর তারা তোমার কাছে ঋণী //

\\ আমি নরকের একটুকরো জমিতে সুন্দর করে
একটা বাগান সাজিয়ে দিয়েছিলাম তোমায়,
তুমি তা দেখতে পারবে না কোনোদিন;
এটাই তোমার শাস্তি //

\\ আমায় আর পিছু ডেকো না,
আমি নিজেকে কেজি দরে বিক্রি করে
একটা পশু কিনেছি //

-



অবেলা করে বাড়ি ফিরে আসি...
কমলালেবুর কোয়ার মত নরম রোদ
তখন নিশ্চিন্তে মাথা রাখে ছাদের কার্নিশে;
লেজ নেড়ে খোঁড়া কালু বুঝিয়ে দেয়
সব অপেক্ষা প্রয়োজনের হয়না।
ছিটকিনি খুলে ঘরে ঢুকতে যাবো ঠিক তখনই!
কোথা থেকে একঝাঁক নিস্তব্ধতা ঘিরে ধরে,
আনাচে-কানাচে লুকিয়ে বদনাম করে;
অঙ্ক স্যারের কথা মনে পড়ে যায়...
শূন্য থেকেই নাকি সব শুরু/শূন্যে এসেই শেষ
কি জানি; আমায় ঘিরে যে শূন্যতা
তা শেষের নাকি শুরুর?

-


Fetching নক্সীকাঁথা 🦋 Quotes