memories from the past that resurface unexpectedly.
-
1: Don't expect anyone else to make you happy.
2: Make money to happy yourself.
_premaka_-
Nobody notice your sadness,
Until it turns into angers...
And then you are the bad person.
_premanka_-
শারীরিক দূরত্ব তৈরি হলে তবু সেটা ফেরত আনা যায়
মানসিক দূরত্ব অতিক্রম হলে ফেরত করা বড় দায়।-
• কলম তো বোবা হয়, শুধুই বাক্য লিখতে জানে যে
সত্য কোনটা মিথ্যা বিচার করার ক্ষমতা রাখে সে।
- খেলছি তো ঠিকই জুয়া, জিতব না হয় হারব,
যদি হারি পরে, ব্যার্থ আমি কার হাত ধরব।!?
• হাত টা ধরিস নিজের, আরো শক্ত করিস মনটাকে,
নিজের হাতের মধ্যেই তো সঠিক ঠিকানা লেখা থাকে।
-হাতটা যে ভেঙে গেছে অনেক দিন আগেই,
বসন্তে যেদিন শীতল নেমেছিল সেইদিনের ফাগেই।
• হাতটা যদি যায় ভেঙে, তবুও থাক মাথার ওপর ছাতটা,
খিদে পেলে ভালোই লাগে অবেলায় পান্তা ভাতটা।
-পান্তা ভাতে আর কিচ্ছু খাইনি শুধু খেয়েছি নুন ,
এই দেখেই সবাই ভাবে আমার কতো গুন।
•নুন তো থাকে চোখের জলেও সাজিয়ে নিয়ে ডালা,
আজ এই কাব্যচারিতা থেকে বিদায় নেওয়ার পালা,
- বিদায় বেলায় আর কি বলি, আটকিয়ে আমি রাখতে পারি না কলি!
যাও তবে নিজ ঘরে,
শুভ কামনা রইল তোমার তরে।।।-
I see thousands of dreams in your eyes,
I will decorate with love and never let you cries. — % &-
There are different types of mirrors.
But the decision is yours.
What kind of mirror do you see yourself in?— % &-
আমার সরল সাদা মনের পাতায় নেই জটিল রাশির ছেদ,
সার্বিক সেটে আমিও স্বাধীন নেই কোনো পূরক সূত্রের ভেদ।
মাঝেমধ্যেই বয়ে চলে বর্ধিষ্ণু-ক্ষয়িষ্ণু জীবন নামক লেখচিত্রে,
সেইসব বাধা কে স্পর্শক টেনে সাজিয়েছি নির্দেশক বৃত্তে।
সময় পেলেই হিসেব কষি সম্ভাবনায় কি আছে হেড নাকি টেল?
দ্বিপদ বিভাজনে বেরিয়ে আসে মান নির্ণয়ে ব্যর্থ এই স্কেল।
জন্ম-মৃত্যুর অসীম সীমায় সমাকলিত উত্তর এখনও অজানা,
যেই পথেই চলুক না কেন সরন কেবল সরলরেখায় টানা।-