Ruma Chatterjee   (Rশি🔺)
1.8k Followers · 117 Following

read more
Joined 17 December 2018


read more
Joined 17 December 2018
7 AUG AT 0:47

দুখ-আলপিন শুধুই আমার, অংশীদারিত্বে মানা।
কাউকে খোঁজা সেটা আমার দৃষ্টিকোণ, অন্যের বুকের বামে জল্পনা।
আমি মানুষটাই এরকম! কি করে বদলাই;
ছুঁড়ে ফেলার আগে মন চায় আবারো একবার আগলাই।

-


28 JUL AT 23:45

"বিবেক" হলো মানুষের জীবনের সবচেয়ে মূল "চালিকা শক্তি"।

-


27 JUL AT 0:25

"স্নেহ হলো"

শব্দে নয়, অনুভবে, হৃদয়ের গভীর থেকে উঠে আসা নীরব ভাষা।

-


22 JUL AT 22:59














তবে কে বলতে

-


15 JUL AT 18:15

"মনে রেখো"


সম্পর্ক ভাঙলে কোনো অসুবিধা হয় না।
ভাঙার পর জোড়া লাগলে, কষ্ট পেতে হয়।

-


16 JUN AT 16:25

ইস্ যদি ঝরত তারা
আমার কপাল ছোঁয়ার আশায়,
তবে আমি ভুগতাম না,
ভালোবাসা ও অধিকারের আকুলতায়।

-


26 MAR AT 23:29

তুমি নিজেকে যতই ভালো বলো, তোমার মুখের ভাষাই তোমার পরিচয়।

-


14 JAN AT 23:32

"দূরত্ব" সর্বদাই সুন্দর হয়।

-


6 JAN AT 19:56

কুয়াশা নির্ভয়ে মাটি ছোঁয়; পারলাম না আমি নীলাকাশকে ছুঁতে।
দূরত্বটা তো দৃষ্টির হয়; মন বাড়ালেই কেল্লা ফতে।

-


12 DEC 2024 AT 22:52

জীবনসঙ্গী যদি বন্ধু হয় তাহলে নুতন করে আর বন্ধুত্বের প্রয়োজন পড়ে না।

-


Fetching Ruma Chatterjee Quotes