QUOTES ON #নাচতেনাচতে

#নাচতেনাচতে quotes

Trending | Latest
29 APR 2019 AT 11:31

ঘেমে অর্ধস্নান।
মুগ্ধ আমার মন,
নাচ করেই ধন্য
সুপ্ত এ জীবন।
নাচতে নাচতে,
মেডেল পেলাম,
পেলাম ঢের সঙ্গী।
বেশ বড় হলাম,
শিখছি ফের অঙ্গভঙ্গি।

-


29 APR 2019 AT 11:51

মেয়েটার খুব দোষ,হামাগুড়ি দেওয়ার আগেই শিখেছে হাঁটা,
হাঁটার আগেই শুরু হয়েছে তার দৌড়নোটা!

ভীষন জেদি,দুষ্টু মেয়ে,নাচতে থাকে খুব,
কখনও তার হয় না বন্ধ নাচা, করে না তো চুপ।

মা বলে,"বিভু, নাচিস না তো,খারাপ বলবে লোকে ;
এত্ত লম্বা ঢিঙ্গি মেয়ে,দেখিস না তুই চোখে?

তবুও মেয়ে নাচতেই থাকে,শোনে না কথা বড়,
দুষ্টু মেয়ের কথা ভেবে মা ভয়েই জড়োসড়ো।

সারাদিন সে নেচেই চলে,উদভ্রান্ত নাচ,
সেসব নাচের গ্রামার জানা প্রত্নতাত্ত্বিকেরর কাজ।

মেয়ে এখন একটু শান্ত,কবিতা লিখছে বসে,
লেখার সময় নাচা যায় না,অন্তরে কবি হাসে।

-----রুবাইয়া ইকবাল

-


29 APR 2019 AT 11:23

দেশের জনগন যাবে ভোট দিতে,
হাসতে হাসতে,
নেতা আমলারা মাতবে উল্লাসে রসগোল্লা হাতে।
কাদতে কাদতে,
জনসাধারণ গুনবে মাশুল জালিয়াতি আর দূর্ণীতির,
ধুকতে ধুকতে,
মানুষ ঠিক একদিন বাছবে পথ প্রতিবাদীর।


-


29 APR 2019 AT 11:04

মাতছি সবাই
নৃত্য গীতির মাধ্যমে
নাচছে আকাশ
নাচছে বাতাস
নাচছে নদী বাতায়নে
নাচছে হৃদয়
মনের সুখে
নাচছে মানুষ পাগলপারা
সুখের দোলায়
দুলছে ধৃতি
দুকূল ভাসে দিশাহারা

-


30 APR 2019 AT 17:36

উচ্ছ্বাসে ময়ূর তোলে ধ্বনি, তাহি নীরবে শুনি,
নাচিতে চায় পেখম তুলি, বর্ষার বাজনা গুনি।
নীলকণ্ঠী ময়ূরের আঁখি, নীলাকাশের প্রাণে...
নীরদহীন , সারাদিন
কহিয়া রয় শীতল ময় শোঁ শোঁ সমীরণ
নাচিবে মন ময়ূর, ঝিরিঝিরি বাদলার গানে....
উথলিয়া উঠিবে মন তোমারি পরশে ;
মায়ার কাজল চোখে, তখন মায়াবী বরষা আসে।

-


29 APR 2019 AT 13:38

জীবনটা কাটাতে থাকুন। পা ব্যথা হয়ে গেলে স্রেফ মোড়ে যান।🤘🤘
আরে বাবা! মোটেই "মরে" যেতে বলিনি। বলছিলুম, তে'মাথা-চৌমাথা কোন একটা মোড়ে
গিয়ে বুদ্ধির গোড়ায় ধূঁয়ো দিয়ে বা গুটিকতক পথচলতি মানুষ দেখেও তো আসা
যায় নাকি...
বলি কত নাচবেন
একটানা?🤔

-



বঙ্গোপসাগর থেকে উঠে আসছে ফেনি, শুরু হয়ে যাবে প্রলয় নৃত্য।
মাঝে মাঝে প্রকৃতির এমন প্রলয় নৃত্য দেখতে দেখতে আমরা দর্শক খুবই ক্লান্ত।

-



নাচছি আমি ,
নাচছো তুমি,
নাচছে সারাদুনিয়া,
নাচই এখন জীবন মরন ,
সমাজটা নৃত্যমঞ্চ।

-


29 APR 2019 AT 11:03

বয়স বাড়ার সাথে সাথে,জীবনের একটার পর একটা বাঁশ খাওয়ার মজাই আলাদা....
কি বলেন...?!😜😜😜😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝

-


29 APR 2019 AT 15:56

নাচতে নাচতে জনগণ ভাবে এইবার বুঝি শেষ;
নাচাতে নাচাতে ভোটপাখি কয়, কি বোকা এই দেশ।

-