সুশান্ত কুম্ভকার   (সুশান্ত কুম্ভকার)
289 Followers · 169 Following

read more
Joined 23 November 2018


read more
Joined 23 November 2018

আমাদের একদিন ছাড়তে হবে সবই,
তবু আমরা জেনেশুনে বেঁধে যায় মায়াই।

-



তুমি বরাবরই নাটক করে গেছো,
আর আমি সেগুলো সত্যি ভেবে তোমায় নিয়ে স্বপ্ন সাজিয়ে এসেছি।
তুমি খুব ভালো অভিনেতা,
আর আমার জীবনটা নাট্যমঞ্চ।

-



আজকাল রাত হলেই রোগ বেড়ে যায়,
একটা মানুষ খোঁজে মন।
এমন রোগ সারাতে পারে যে মানুষ,
কোথায় পাবো সে জন?— % &

-



এই শহর জুড়ে আজ শীত ......তবু তোমায় ছোঁয়া মানা,
কি করে আমার দিনকাটে তা আজও তোমার অজানা।


-



তোমার প্রেমে হয়েছি আমি মগ্ন,
তুমি রাধা হলে হতে পারি কৃষ্ণ।

-



আজও আমি জেগে থাকি গুনতে থাকি তারা,
ভুল বুঝে গেছে যারা আদৌও ফিরবে কি তাঁরা?

-



তারপর সেও চলে গেল আমার জীবন থেকে,
সবকিছু নিয়ে কিছু বেদনাদায়ক স্মৃতি গেল রেখে।

-



শূন্য জুড়ে শূন্য সাজায় শুধু
তবুও অঙ্ক মেলানো ভার।
খাতা জুড়ে কাটাকুটি খেলা,
তবুও মেলেনা উ-ত্ত-র।

একের আগে শূন্য একের পর শূন্য,
তবুও হিসেবে থেকে যায় গরমিল।
যোগ-বিয়োগ-ভাগ-গুন যায় করিনা কেনো,
আমাদের উত্তরের কোনদিন হবেনা মিল।

-



আমি তোমার মেঘ তুমি আমার বৃষ্টি,
এই শ্রাবণে হোক না কিছু অনাসৃষ্টি।

-



কথা ছিলো একসাথে হেঁটে যাবো, ছুঁয়ে দেবো তারাদের,
তবে আজ কেন হেঁটে যায় বিপরীতে ছায়াগুলো আমাদের।

-


Fetching সুশান্ত কুম্ভকার Quotes