সেদিন স্বপ্নে প্রভু এলো, শোধালাম ভালোবাসা কী?
প্রভু বললেন, ভালোবাসো বলে কিছু
হয়না! সব ধান্দা- ও স্বার্থপরতা....
বললাম সবাই কেন? একজনকেই প্রাণ
দিয়ে ভালোবাসে, যাদের নাকি সবাই
না-ঠকানো অন্ধপ্রেম বলে, প্রভু হাসলেন!
এবং বললেন একজন কে মেরে মেরে-
শেষ করে দেওয়ার মত ব্যাপার ও
একজন এর থেকেই সব পাওয়া সে
বুঝেই যায়, তখন তার প্রতি দুর্বলতা
এবং তাকে ধীরে ধীরে নিঃশেষ করা।
প্রভুকে বললাম এসব তো তোমার ইই
পরিচালনা, প্রভু বলল বৎস তোমার
এই উত্তর তোমার মৃত্যুর আগেই পাবে।-
আলাদা করা বা তুলনা ইই ego .. 💔
■ সমাজের স... read more
সবার দশমী
আমার কাছে সেরা দিনটি দশমী, এই দিন টার অপেক্ষায় থাকি, বিশেষ করে সমাজের দরিদ্র মানুষের মুখের দিকে তাকিয়ে ,
অনেক মানুষ নবমী অব্দি কাজ করে, বাড়িতে দোকান দেয়, পুজোর কাজে ব্যাস্ত , এই একটা দিন যেটা সবাই ঠাকুর দেখতে বেড়াই
তাদের পরিবার পরিজন মিলে, খুব ভালো লাগে তাদের যারা গ্রাম থেকে শহরে ঠাকুর দেখতে আসে, চোখে পড়ে আমার বেশ কিছু বছর থেকে যেটা দশমীর দিন সকল স্তরের মানুষের ভিড়...
পুজোর শেষেই আসল পুজোর মহোৎসব ...
শুভ বিজয়া।-
ইচ্ছে করে, ইচ্ছে দরে, ইচ্ছে মেশাচ্ছি,
মনের ধৈর্য- অবাক স্বরে, ইচ্ছে হারাচ্ছি।
বলতে পারিনে, মনের কথা গুলো চুপ?
বুঝে কি নেবে কেউ? আঘাতের অসুখ..
আশার ঘরে দিয়ে উঁকি , পথ চেয়ে আছি,
বলবে কি সে! তোমায়! ইত্তু ভালোবাসি.
বুক ফুলিয়ে উজাড় মনে, সময় নেবে কেঁড়ে,
অল্প খুশির কায়িক রাগ, হটাৎ যাবে বেড়ে।
মেলামেশার মনের ভিটেই, শ্রাবনের ঝর্ণা,
পাওয়ার নেশায় জ্ঞান হারাবে, রইবে ধর্না।
অল্প সুখের নিয়মটা, হটাৎ পাবে লোপ,
ধৈর্য হারাবে নিয়ম-কানুনের অগাধ কারক।-
হটাৎ প্রেম
থমকে গেলে! ঘুমের ঘোরে, এইতো সবে শুরু..
আর কিছুটা ভ্রান্ত হলে, সব হারাবে! পাবে কিছু?
বছর পর- রবে না ঘর, ছড়িয়ে যাবে বনে,
ঘর-ভর্তি অগাধ বল, আর পাবে কী? মানে।
ভয় ক্ষয়ে শয় লয়ে, আমৃত্যর শান- দিচ্ছে টান,
হারাবো নিজে উচ্চ শিরে, দায়িত্ব হীন জ্ঞান-অজ্ঞান।
-
বরবাদ
যখনই দেখেছি স্বপ্ন, তখনই হয়েছি বরবাদ,
চোখ মেলে, কান পেতে খুঁজে গেছি আস্বাদ।
তবু রয়েছে আস্বাদ, যে আস্বাদের প্রাণ নেই,
খোঁজ নেই স্বপ্নের, চাহিদারা রঙ হারায় প্রতিক্ষণেই।
তবুতো বরবাদ পেয়েছি চারপাশ, তন্দ্রা চোখেই,
কিছুটা আশপাশ খুঁজেছি দিবারাত- আশঙ্কা বুকেই।
তুমি নেই! প্রাণ নেই! শুধু আছে বরবাদের নেশা,
তুমি ছাড়া প্রাণ হারা- মন কেড়েছে নষ্ট ভালোবাসা।-
ঘোমটা মাথার লাল সিঁথিটা, এখনো ফুলেদের অপেক্ষায়..
জানিনা কবে, ছোঁবে আকাশ? তারাদের ভিড়ে হারানো ব্যথা..-
মনের ঘরে দীর্ঘ চাপ, আশায় আশায় বাঁচে..
এই মন কি? শুদ্ধ রবে, দেখা না যায় কাঁচে।
অপেক্ষা রা রইলো স্বাধীন, অগাধ ক্ষোভে,
বিশ্রাম কি পাইবো নাকো, মৃত্যুরও শোকে।
দিন যায় কি রাত, সন্ধ্যে সকাল ভোরে,
এই ভাবে কি, বাঁচা যায় দুঃখ নিয়ে মনে।
ভাঙছি গড়ছি আশার নেশায়, ছলছল যত্নে,
তুমি কি পারবে ওগো, আমার ব্যাথ্যা শইতে।
আমারও তো জীবন নাকি, সংসারের টানে,
ঝুলতে থাকে মনের ব্যথা, নির্জন গোপনে।
যাই হোক কি, তাই হোক একটু ভেবো রাতে,
থাকতে কি পারবে, সব ভুলে আমার সাথে।-
শীলতা
ফাটছে এ বুক হালকা করে,
স্বপ্ন যখন লিপ্ত হবার।
থাকনা আশা অবাক ভাবে,
সহ্য হবে যবার।
হইনি মুক্ত একটা স্বপ্ন,
অগাধ ভালোবাসার।
হোকনা যত্ন মনের রত্ন,
কিছু আলো আশার।
জীবন যখন সহ্যসীমার,
কিইবা মুক্ত কিইবা যুদ্ধ।
ভুল কি আছে আমার তোমার,
যাইবা শুদ্ধ আইবা মুক্ত।
থাকনা এ মন চুর্ণ-বিচূর্ণ,
লোভের আশা ছন্নছাড়া।
পাকনা এ ক্ষন শুন্য-অরণ্য,
ক্ষোভের ভাষা পাগলপাড়া।
যত্নের বাঁশি ভালোবাসি,
মন ভোলেনা তোমায়।
তুমিই আমার থাকবে ওগো,
ওই প্রানটাই জানায়।
প্রাণের টানে খোঁচায় মানে,
ও-মন কি আর জানে।
অবাক ভাবে অবাক করে,
লুকিয়ে রাখা সহ্যের বানে।-