PIKAI "পিকাই" 📚   (✍️ পিকাই হালদার)
7.8k Followers · 170 Following

read more
Joined 16 September 2018


read more
Joined 16 September 2018

বারবার, ছারখার, একবুক- চিবুক শান্ত...
শেষ-মেষ বিশেষ, আসুক মিশুক, ভ্রান্ত ।
দিন-যায় নিরুপায়, ক্ষয়িত একনিষ্ঠ রুচি..
না মরে আঁকড়ে কতিপয়, আমৃত্যু বাঁচি।

দৈন্য, ক্ষীন, সহ্য অসঙ্গতি অসাধ্য জিয়ন্ত..
অভিনব সান্নিধ্য, মনমত নিরদ্ধ- জীবন পূর্ণ।

-



আচ্ছা একটা কথা বলবে, আমায় ছেড়ে গেলে কেন, ভালো যখন
বেসেছিলে- এত অজুহাত দেখালে কেন, এমনটা কেন বললে না ?
যে আমরা শারীরিক ভাবে আলাদা হলেও মানসিক ভাবে একে-অপরকে
ভালোবেসে যাবো, কল্পনায় বাঁচবো দুজন দুজনে একসাথে,
কল্পনায় আমাদের সংসার হবে , আমাদের প্রেম হবে আমাদের জীবন
সুগঠিত হবে মানসিক ভাবে.. আচ্ছা কল্পনায় একটা ঘর বানাতে পারতে,
সেই ঘরেই বাস করতাম আনন্দ করতাম আর একসাথে থাকতাম সারাজীবন।
আর কল্পনার শেষে না হয়, হত শেষ দুজনের মেশানো শরীর ......

-



✍️ পিকাই হালদার











-



চেনা - অচেনা

পার্ট-2




-



চেনা-অচেনা,

পার্ট-1...




-



যদি বুলি আমি নষ্ট, করিতে পারিবে কষ্ট,
যদি আমি না বলি স্পষ্ট, হতে পারবে ব্যাস্ত।
কত কষ্ট করিলাম নষ্ট, মস্তক হইসে ন্যস্ত,
শত ব্যাস্ত তোমার পিষ্ট, সবটাই যে আকরানো।
মন ভোলানো তোমার গল্প, সবই যে হারানো,
যদি সেই অল্প নষ্ট , যায় আবারো ঘুরানো।
ভেবে কি দেখবে ওগো, হবে কি আবার স্বপ্ন,
মনের মত আর কিই বলো, নেবে না আর যত্ন ?


-



ইচ্ছে ছিল বৃদ্ধাশ্রমে হবো মিলিত,
না থাকবে সমাজ, পরিবার, ধর্ম, বর্ণ ..






-



সহ্য-সীমার বাইরে তো ভালোবাসা শুন্য
তুমি কি জানো ?
ধর্য্যের ঘরে সহ্য আবদ্ধ,
সেই আবদ্ধেই ভালোবাসা বার-বার হন্যে,
সহ্য যদি অনাবদ্ধ!
ভালোবাসা লুপ্ত...

-



সেদিন স্বপ্নে প্রভু এলো, শোধালাম ভালোবাসা কী?
প্রভু বললেন, ভালোবাসো বলে কিছু
হয়না! সব ধান্দা- ও স্বার্থপরতা....
বললাম সবাই কেন? একজনকেই প্রাণ
দিয়ে ভালোবাসে, যাদের নাকি সবাই
না-ঠকানো অন্ধপ্রেম বলে, প্রভু হাসলেন!
এবং বললেন একজন কে মেরে মেরে-
শেষ করে দেওয়ার মত ব্যাপার ও
একজন এর থেকেই সব পাওয়া সে
বুঝেই যায়, তখন তার প্রতি দুর্বলতা
এবং তাকে ধীরে ধীরে নিঃশেষ করা।
প্রভুকে বললাম এসব তো তোমার ইই
পরিচালনা, প্রভু বলল বৎস তোমার
এই উত্তর তোমার মৃত্যুর আগেই পাবে।

-


5 OCT 2022 AT 19:53

সবার দশমী

আমার কাছে সেরা দিনটি দশমী, এই দিন টার অপেক্ষায় থাকি, বিশেষ করে সমাজের দরিদ্র মানুষের মুখের দিকে তাকিয়ে ,
অনেক মানুষ নবমী অব্দি কাজ করে, বাড়িতে দোকান দেয়, পুজোর কাজে ব্যাস্ত , এই একটা দিন যেটা সবাই ঠাকুর দেখতে বেড়াই
তাদের পরিবার পরিজন মিলে, খুব ভালো লাগে তাদের যারা গ্রাম থেকে শহরে ঠাকুর দেখতে আসে, চোখে পড়ে আমার বেশ কিছু বছর থেকে যেটা দশমীর দিন সকল স্তরের মানুষের ভিড়...
পুজোর শেষেই আসল পুজোর মহোৎসব ...

শুভ বিজয়া।

-


Fetching PIKAI "পিকাই" 📚 Quotes