নাথ তুমি উজাড় হলে, কল্প হইল স্থির,
পথ ঐযে শান্ত রবে, স্বল্প ক্ষয় লো বীর..
-
আস্তে আস্তে লেখা বাড়বে,
আমার প্রোফাইল থেকে ঘুরে আসতে পারো... read more
দিলো নাগো , দিলোনা কেউ যে মূল্য,
সবই যে হলো বৃথা, ভেঙে গেল স্বপ্ন।
যেদিকেই যায় আমি, পাইনা যে কূল,
সর্বত্র যে সত্য বলি, সবাই ভাবে ভুল।
সব ভুলে নতুন করে, যেখানে-তেই যায়,
ওমা দেখি তখন মোর, কোনো মূল্যে নাই।
এবার থেকে শক্ত হবো, যাবো নাতো ভুলে,
যাহোক না কেন যাবোনাতো নতুন স্বপ্ন মেলে।
যে আমায় যায় ভাবুক, হবো এবার স্বার্থপর,
ওপরের লোকটা জানবে শুধু আমার সাকার।-
সুযোগ আসলে কাজে লাগাও-
বার বার সুযোগ আসে না।
বুঝতে শেখো , খুঁজতে শেখো
যেখানে তোমার বেশি কদর-
সেখানে নির্দ্বিধায় চলে যাও।-
বারবার, ছারখার, একবুক- চিবুক শান্ত...
শেষ-মেষ বিশেষ, আসুক মিশুক, ভ্রান্ত ।
দিন-যায় নিরুপায়, ক্ষয়িত একনিষ্ঠ রুচি..
না মরে আঁকড়ে কতিপয়, আমৃত্যু বাঁচি।
দৈন্য, ক্ষীন, সহ্য অসঙ্গতি অসাধ্য জিয়ন্ত..
অভিনব সান্নিধ্য, মনমত নিরদ্ধ- জীবন পূর্ণ।-
আচ্ছা একটা কথা বলবে, আমায় ছেড়ে গেলে কেন, ভালো যখন
বেসেছিলে- এত অজুহাত দেখালে কেন, এমনটা কেন বললে না ?
যে আমরা শারীরিক ভাবে আলাদা হলেও মানসিক ভাবে একে-অপরকে
ভালোবেসে যাবো, কল্পনায় বাঁচবো দুজন দুজনে একসাথে,
কল্পনায় আমাদের সংসার হবে , আমাদের প্রেম হবে আমাদের জীবন
সুগঠিত হবে মানসিক ভাবে.. আচ্ছা কল্পনায় একটা ঘর বানাতে পারতে,
সেই ঘরেই বাস করতাম আনন্দ করতাম আর একসাথে থাকতাম সারাজীবন।
আর কল্পনার শেষে না হয়, হত শেষ দুজনের মেশানো শরীর ......-