মন ভেঙে গেছে
কোথায় পাবো তাকে ?
...........-
আলাদা করা বা তুলনা ইই ego .. 💔
■ সমাজের সবচেয়ে বড় সমস্যা দৃ... read more
ঘোমটা মাথার লাল সিঁথিটা, এখনো ফুলেদের অপেক্ষায়..
জানিনা কবে, ছোঁবে আকাশ? তারাদের ভিড়ে হারানো ব্যথা..-
মনের ঘরে দীর্ঘ চাপ, আশায় আশায় বাঁচে..
এই মন কি? শুদ্ধ রবে, দেখা না যায় কাঁচে।
অপেক্ষা রা রইলো স্বাধীন, অগাধ ক্ষোভে,
বিশ্রাম কি পাইবো নাকো, মৃত্যুরও শোকে।
দিন যায় কি রাত, সন্ধ্যে সকাল ভোরে,
এই ভাবে কি, বাঁচা যায় দুঃখ নিয়ে মনে।
ভাঙছি গড়ছি আশার নেশায়, ছলছল যত্নে,
তুমি কি পারবে ওগো, আমার ব্যাথ্যা শইতে।
আমারও তো জীবন নাকি, সংসারের টানে,
ঝুলতে থাকে মনের ব্যথা, নির্জন গোপনে।
যাই হোক কি, তাই হোক একটু ভেবো রাতে,
থাকতে কি পারবে, সব ভুলে আমার সাথে।-
শীলতা
ফাটছে এ বুক হালকা করে,
স্বপ্ন যখন লিপ্ত হবার।
থাকনা আশা অবাক ভাবে,
সহ্য হবে যবার।
হইনি মুক্ত একটা স্বপ্ন,
অগাধ ভালোবাসার।
হোকনা যত্ন মনের রত্ন,
কিছু আলো আশার।
জীবন যখন সহ্যসীমার,
কিইবা মুক্ত কিইবা যুদ্ধ।
ভুল কি আছে আমার তোমার,
যাইবা শুদ্ধ আইবা মুক্ত।
থাকনা এ মন চুর্ণ-বিচূর্ণ,
লোভের আশা ছন্নছাড়া।
পাকনা এ ক্ষন শুন্য-অরণ্য,
ক্ষোভের ভাষা পাগলপাড়া।
যত্নের বাঁশি ভালোবাসি,
মন ভোলেনা তোমায়।
তুমিই আমার থাকবে ওগো,
ওই প্রানটাই জানায়।
প্রাণের টানে খোঁচায় মানে,
ও-মন কি আর জানে।
অবাক ভাবে অবাক করে,
লুকিয়ে রাখা সহ্যের বানে।-
ফুলঝুরি
মনে পড়ে আজও, তোমার হাত ছোঁয়া,
সেদিনের আলাপটা,আজও হাতে গোনা।
বাকি ছিল কত কথা লুকানো,
সেই দিন কি যায় ফেরানো ?
তুমি ছিলে পাশে, আমার কথা ছিলোনা,
ব্যাথা ছিল! আবেগ ছিল! বোঝা-লেনা..
-
মিলন যখন ঘুমের ওপার, দীর্ঘ যখম সহ্যের সীমার..
দেখা হবে, কথা হবে- বহুক্ষনের পরম্পরার।
কাছে এলে পাশে এলে, সুপ্ত জীবন পারাপার..-
তুমি
আমি পরাজিত লজ্জার কাছে.
তবে! মনে আছে মুহূর্ত; কালিমায়।
কাঠগড়ায় আমি নিঃস্ব, সাধু-বেশে..
যেতে চাই মন, শর্তহীন যবনিকায়।
ব্যার্থ বুক পাই সুখ, অগম্য উদ্দেশে,
বিলিয়ে যায়, মনের পোকায়।
পিছু নেয়- আশ্রয় যত নিরুদ্দেশে,
তোমাহীন স্বপ্ন আঁকে, এ মন যন্ত্রণায়।
তোমাতে স্পর্শ! যখন গভীর ভাবে,
অসহ্য কল্পনা, ভাবায় শুধু- আয়োজন,
স্বল্প কষ্ট রহ, মৃদু ভোগ বিলাসে,
বিস্তীর্ণ পাওনা হটাৎ, ধমকায় আলোড়ন।-