আবার শূন্য থেকে শুরু করি।
ভুলে যাওয়া বর্ণমালা
আবার নতুন চর্চা করি।
নতুন করে ফুটুক আবার
শিশুর মুখে হাসি,
অভিশপ্ত দিনগুলো ভুলে
আবার ছন্দে ফিরে আসি।-
আমার প্রোফাইলে আসার জন্য স্বাগতম 💓🙏
प्रोफाइल में आने के लिए स्व... read more
কেটে যাক মনের যত দ্বিধা দ্বন্দ শোক।
ছাত্রানাং অধ্যায়নং তপঃ
ডামাডোলে আজ এ মহামন্ত্র,
ধারাবাহিকতা রাখতে হবে তবু
শিক্ষাব্যবস্থা যেমনই হোক।
শিশুমন না ভুলে যায় শিক্ষার পূজা
তাহলে এই প্রজন্মকে বইতে হবে অশিক্ষার বোঝা।-
বিষাদ / তারক মণ্ডল
চেয়ে থাকি শান্ত চোখে অনিমেষ
দিশাহারা ভাবনারা পাগলপারা,
অচিন্ত্য স্বরূপে খুঁজি
অনিন্দ্য অমিয় ধারা।
আরোহ অবরোহ ভাঁজে
সুর সপ্তকে ভাসি,
ভূলোক দ্যুলোক মাঝে
পুলকে প্রবাসী।
মন মাঝে হুতাশন
কাহারে করিব আপন,
কে বা সখি নভশ্চর
বুঝিবে গোপন রোদন।
নিভৃত নয়ন মাঝে
কি স্বপন দিবা সাঁঝে,
কেন মন অকারণে
কৃপণ ঈশ্বরে খোঁজে।
---0----
অসহ্য লাগে মাঝে মাঝে
তবুও অনাবিল,
সাথ ছাড়তে নারাজ;
স্বভাবসিদ্ধ কোলাহলে কিলবিল।-
অজ্ঞ অতি তব কিঙ্কর
চঞ্চল মতি,
পুরঃসর হে ঈশ্বর
আগলে রেখো রিপু-রতি।-
কেউ বড়লোক বাপের টাকায়,
কেউ বড়লোক পাপের টাকায়।
কেউ বড়লোক খেটে খুঁটে,
কেউ বড়লোক পা চেটে।
কেউ বড়লোক ফাঁকির টাকায়,
কেউ বড়লোক ফটকা টাকায়।
কেউ বড়লোক হকের টাকায়,
কেউ বড়লোক ট্যাকের টাকায়।
সব বড়লোক ঠেকে ঠুকে,
ঠকে গেলেই টাকা ঠেকে হারায়।-
গেরস্থালি প্রেম; চটেন যখন তিনি; মাথা রাখি ঠাণ্ডা,
বুক দুরুদুরু; হট্ হলে ভুলে যেতে পারি প্রোপাগান্ডা।-
রসগোল্লা তুমি না বুঝলেও
আমরা জানি তোমার কি স্বাদ,
জগৎ জুড়ে তুমি অতুলনীয়
যতই জন্মরহস্যে হোক বাদানুবাদ।-
না চাইলেও
পাশে থাকতে হয়,
সীমারেখা না আঁকলে
বলয়ের মৃত্যু বিন্দুতেই নিরুপায়।-