বেখেয়ালি   (বেখেয়ালি 🦋)
690 Followers · 44 Following

লিখতে পারিনা তাও শখের বশে অপচেষ্টা....
Joined 25 April 2018


লিখতে পারিনা তাও শখের বশে অপচেষ্টা....
Joined 25 April 2018
25 JAN 2022 AT 19:40

শীতঘুমে গিয়েছে হৃদয়।
বসন্ত আমার দ্বারে এসোনা....

-


8 DEC 2019 AT 23:43

পৃথিবীটাই এমন..
তুমি সুস্থ ভাবে বেঁচে থাকতে চাইলেও দেবেনা।
হয় একেবারে পুড়িয়ে মারবে নাহয় তিল তিল করে জ্বালিয়ে।
মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় সভ্য মুখোশের আড়ালে ঢাকা নারকীয়তা।
কেঊ পনের বলি, কেউ সাংসারিক নিগ্রহে,
কেউ দুবেলা খেয়েপড়ার সংগ্রামে নিঃশেষ,
কেউ ভালোবাসার ছলনার আগুনে...
প্রতিদিন এইভাবে জ্বলতে থাকা আগুনে ঝলসে যাওয়া জীবনে সুখ মরিচিকার মতো ধরা দেয় কি দেয় না আবার কর্পূরের মতো উধাও...

মাঝেমধ্যে মনেহয়, আদিমকালেই হয়তো ভালো ছিল আমাদের জীবন..
না ছিল এতো নিয়ম শৃঙ্খল, না বেঁচে থাকার তাগিদ, না এতো হিংসা বিদ্বেষ আর অর্থলোলুপতা....

সভ্যতা মানুষকে সভ্য করেছে ঠিকই মানুষ করেনি!

-


29 NOV 2019 AT 0:10

গরুর গায়ে কোট,
জনতা দেবে ভোট!
শ্রমিক খাবে লাথি,
নেতা চড়বে হাতি।
চাষার নাই ভাত,
ধনীর সোনার হাত!
প্রজা ধর্মে বুঁদ,
রাজায় খাজানা লুঠ।
দেশ যুদ্ধে মাতে,
নাই চাকরি হাতে!
জিনিসের দাম বাড়ে,
রাজায় বিমান চড়ে।
মন্দির হবেই সেথায়,
নেই মানবিকতা যেথায়!!

-


26 NOV 2019 AT 8:32

ক্রমশ ফুরিয়ে যায় বৃক্ষরাজির সাজ,
আমি অপেক্ষাতে থাকি দুহাত বাড়িয়ে,
হঠাৎ ঝড়ে এলোমেলো করে গেলে,
মুঠো ভরে রামধনু রঙ মাখবো বলে...

বিবর্ন পাতাবাহারে সবুজ হয়ে আসে ম্লান,
প্রজাপতি আর দেয়না ধরা আঙুলে,
আমি আশা বেঁধে রাখি চোখের পলকে,
বুকভরে ফুলের সৌরভ নেবো বলে...

-


3 AUG 2019 AT 10:44

আমি কবিতা বুঝি না.. তোমাকে বুঝি।
আমি ভালোবাসা খুঁজিনা.. তোমাকে খুঁজি।

একচিলতে স্বপ্ন নিয়ে তোমার নিঃশ্বাস ভরে রাখি আমার বুকে,
তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পর, আমি রাত্রি জাগি অলীকসুখে।

আমি প্রেম জানিনা.. তোমাকে জানি।
আমি আয়না দেখিনা.. তোমাকে দেখি।

একবুক উষ্ণতা নিয়ে তোমার স্পর্শ মেখে রাখি হৃদয়ের অন্তপুরে,
তুমি আদরে মন ভোলাও, আমি নির্বিঘ্নে পথ চলি তোমার হাতটি ধরে।

-


6 JUL 2019 AT 8:40

রাতের আবেশ মেখে নতুন সকালে,
চেয়ে দেখি লেগে আছে স্পর্শ, কথার আদরে;
আধখোলা চোখে শব্দরা বার্তা পাঠায়,
অপেক্ষার প্রহর গুনে সময় ক্ষয়ে যায়...

-


31 MAY 2019 AT 22:13

ভাবনাগুলো সব এলোমেলো,
চলছে যে যার মতো।
হাতের ফাঁকে গলছে আবেগ,
খেলার ছলে অবিরত।

-


7 APR 2019 AT 20:29

বিকেলের ডাক নাম দিয়েছি মিতা।
যখন ক্লান্ত অবসন্ন মন
ঘরে ফেরার ডাক...
ঠিক তখনই মিতা তুমি
গোধূলি বেলার রঙে রাঙিয়ে তোলো।
জীবন তো একটাই..
শেষ বেলা ফুরোনোর আগে
অফুরন্ত  কলরব।

আবেশে অভিভূত পরশ...
জীবনের প্রতিটি মূহুর্তে বেঁচে
থাকার গান শোনাও মিতা তুমি ।
সুরের কলতান
আকাশি দিগন্তের হাতছানি
আমাকে ভাবায় আবার ,
শব্দের মায়াজালে আসক্ত করে তোলো।

মিতা তোমার জন্য
একরাশ মেঘ জমিয়ে রেখেছি।
বৃষ্টির ছাঁট হয়ে ভেজাবো বলে....
বিকেল, তোমার অন্তহীন অপেক্ষায় !!!

-


5 SEP 2021 AT 19:00

শিক্ষক তোমায় প্রনমী, শিখিয়েছিলে যারা প্রথম বর্ণ পরিচয়,
মা,বাবা ও জীবন'র থেকে বড় শিক্ষক আর কেহ নয়।

-


9 AUG 2021 AT 23:38

যন্ত্রণাগুলো ভীষণ যত্নে আগলে রাখা,
এগুলোই একলা পথের সম্বল এখন।
আগুনে পুড়ে যেতে ভয় থাকেনা আর,
নিশিদিন গহীনে যেখানে নিশ্চুপ ক্ষরণ।
টুকরো সুখের বিনিময়ে জীবনের কেনাবেচা,
এমন ক্ষত ঢেকে রাখে মেকি হাসির আস্তরণ।

-


Fetching বেখেয়ালি Quotes