Atish Dipankar   (Atish Dipankar)
365 Followers · 115 Following

বিশ্বাস করুন কিচ্ছু বলার নেই আমার।।
Joined 15 January 2019


বিশ্বাস করুন কিচ্ছু বলার নেই আমার।।
Joined 15 January 2019
12 JUN 2021 AT 21:23

সূর্যমুখীর হলুদে অতিবেগুনী ক্ষত, আমিও পুড়ছি তুমি পোড়াচ্ছ যত।।।

-


30 NOV 2019 AT 14:27

বড়দিন আসছে...কেক উৎসব...
গার্লফ্রেন্ডের হাতে কেক কাটার প্লাস্টিকের ছুড়ির বদলে পারলে মানুষ কাটার ছুড়ি ধরান...

ভ্যালেন্টাইন্স ডে ও দেরী নেই.. গিফট প্ল্যানিং কমপ্লীট?
গার্লফ্রেন্ডকে নামী দামী বডিস্প্রের বদলে দয়া করে পেপার স্প্রে গিফট করুন...

রোজ জিম-এ যাচ্ছেন? 6 প্যাক করলেই গার্লফ্রেন্ড ইম্প্রেসেড?...
প্লিজ সবার আগে তাকে সেল্ফ ডিফেন্সের পাঠ দিন...

কারন ভারতবর্ষ আজ সুরক্ষিত নেই।

-


15 MAR 2019 AT 20:30

(একটি ছোট্ট ভৌতিক গল্প)

-- আজ ১৫ই মার্চ।
-- তো?
-- আজকেই খুন হয়েছিলাম।
-- বাবাগো!!!!

-


11 JUL 2021 AT 20:54


দ্রাঘিমা-রাস্তায় ভালোবাসা খোঁজ , নিরুদ্দেশ দন্ডক-শবরী ;
মুছে যাক বিষুবরেখা, তুমিই আমার অনন্ত-মাধুকরী ।।।

-


5 JUL 2021 AT 21:37

শ্যাওলামনে দেওয়ালচাষ,
পরজীবীদের পাল্লা ভারী ;
মন উজিয়ে দৃশ্যদূষন,
শেয়ালকাঁটার মহামারী ।।।

-


4 JUL 2021 AT 20:53

-- " ভাই কীভাবে মরলে ?"
-- " ভ্যাক্সিন না পেয়ে...তুমি ?"
-- " ভুয়ো ভ্যাক্সিন পেয়ে ... "

-


2 JUL 2021 AT 21:21

"কিরে ব্যাটা,একা একাই ঘটিগরম খাবি? সেই হাড়কিপটে রয়ে গেলি বল!"- পরিচিত এক স্বরে চমকে ফিরে তাকাল পৃথ্বীশ।
সবকটা দাঁত বের করে হাসছে প্রান্তিক , পিছনে শৌনক, সুমন, মেঘনা আর বৃষ্টি, সবকটার মুখে ফিচেল হাসি।

"এখানে না, একদম কলেজ গেটের সামনের কালীদার দোকানে চ, মাইরি সেই চুরমুর বানাতো লোকটা"।

৫ বছর আগে কেমিস্ট্রি অনার্স ক্লাসরুমে শুধু ফেলে এসেছে ওরা বয়সটা, ২০১৬ ব্যাচের বিখ্যাত পঞ্চপান্ডবের বন্ধুত্বে এখনো প্রবেশ করেনি বেকারত্ব, ওয়ার্ক প্রেসার, বিয়ের জন্য চাপের মত কোনো কৌরব মহারথীর দল ।।।

-


30 JUN 2021 AT 23:08

বিষাক্ত শরীর, হলাহল স্বেদ,
ছোঁয়াচ বাঁচিয়ে দেখে ফেলেছি ম্যারম্যারে শহর।
ফোঁসলানো নদী, নকসীকাঁথার আদর,
ভাঙা বিস্কুট ভর্তি টিনের বাক্স,
সব বেইমান, ঝুটের পাহাড়।
কালো গোলাপ, লাল পায়রা
আর অগুনতি গামবুট,
তোমার কাছে সেসব সত্যি।
দুই কাগুজে বাঘের আস্ফালনে
পড়ে থাকে কিছু মানুষের পালক ;
আদিম অনুভূতি গেঁজে ঘরময় বাসি দুর্গন্ধ,
ঘ্রাণশক্তি লোপ পাবার আগে শুধু
একটা চেনা মেয়েলি শরীরের গন্ধ পেতে চাই ।

-


26 JUN 2021 AT 20:23

জন্মান্তরের ক্রীড়নক, জাতিস্মরের ভ্রম তোমার ঋণ বুঝি মেটানো শক্ত ;
বিস্মৃত লুব্ধকের শোকসভা, গ্ল্যাডিওলাসের মালায় কালপুরুষের নীলরক্ত ।।।

-


26 JUN 2021 AT 0:41

বাইকে স্টার্ট দিয়ে অপেক্ষা করতে লাগলো শুভম, ধুতি পরে দুদিকে পা দিয়ে উঠতে রীতিমতো কসরত করতে হয় সত্তরোর্ধ দীর্ঘদেহী মানুষটাকে।

সাইড ভিউ মিরর এ ফুটে উঠতে লাগলো ত্রিশ বছর আগেকার স্মৃতি, বাবা বড়ছেলে সুমনকে বাইসাইকেলের পিছনে কেরিয়ারে বসিয়ে শুভমকে পাঁজাকোলা করে তুলে নিলেন সামনের রডের উপরের ছোট্ট প্রিয় সিটটায়।

ছেলেদুটোকে স্কুলে পড়িয়ে মানুষের মত মানুষ করতে হবে ।।।

-


Fetching Atish Dipankar Quotes