যখন আজও হাতে কলম ধরি,
অলিখিত গল্পের খোঁজে মন তোর পাড়ায় জমায় পাড়ি।।-
আমাদের এক চুক্তি হোক অলিখিত,
আগামী জন্মে মুক্তি পাক অপেক্ষারা...
এলোমেলো সোহাগ টুকু থাক মনের মত;
ইচ্ছের ঘরে আঁচড় কাটবে না বোবা কথারা।-
তুই আমার মহাভারত তুই আমার মহাকাব্য
হয়তো তুই অজানা অলিখিত কোনো ভবিতব্য
-
কত শত গল্পেরা আছে জমে
অলিখিত কাব্যের ভিড়ে,
কত শত গান সুর হারিয়েছে,
ভুলে যাওয়ার ছদ্মনামে।।-
অলিখিত এক রূপকথারই পাতায়
তুমি মিশে ছিলে জোছনার প্রিয় নীলে
আমিও ছিলাম প্রাচীন স্রোতস্বিনী
আছড়ে মরেছি নির্ধারিত ভুলে...-
গল্প আমার রয়ে গেল অলিখিত ;
ঘেরা শব্দ চৌহদ্দির ভিড় করা চুপকথায়,
জীবন কাহিনীর প্রতিপাত এখন ও আগোছালো,,
হৃদয় আঙ্গিনা জোড়া সময় কাব্য আজ অসহায়!!
-
আবার দেখা হবে....হয়তো.....
নতুন কোনো বেশ
নতুন কোনো দেশ
এ জীবনের মতোই...
তুমিই হবে আমার জীবনের প্রথম নারী.....
তুমিই হবে আমার শেষ.....
আর মানবো না কোনো দাবি...
মানবো না কোনো বাধা....
সে জনমে তুমি আমার রুপকীনি হয়ো.....
হয়ো না আর আমার রাধা....
.........................................-
নদী ,তুমি জোৎস্না মেশা রাত
পথ, তুমি বিকেল বেলার গান
পাতার শিশিরে গুপ্তধনের খোঁজ,
ভোরের আলো আঁকছে অভিমান......।
হটাৎ তুমি হারাও গহন বন,
ফুল তুমি নির্বাক সুন্দর
শ্যাওলা যদি মেঘের রঙে রঙিন
নীলচে আকাশ মানস সরোবর...।
ঝরা পাতা যে ভেজামাটির প্রেম
পাহাড়ী ঝর্ণা ঘুঙ্গুর হতে চায়,
ঘন কুয়াশার কাজলমাখা শীত
ঝড়ের রাতে চাঁদকে কাছে পায়...।
গল্প ,তুমি ভালোবাসতে জানো ?
যত্ন করে খাতায় আঁক তো দেখি !
জীবন বলে পেনের কালি আমি
লিখতে এখনো অনেক অনেক বাকি !!
~অন্বেষা
-
পেনের কালি শুকিয়ে গেছে
কথার উপর প্রলেপ ধুলোর,
কারোর ছিল ভীষণ প্রিয়
আদর মাখানো কাব্যগুলো।
জানি কিছুই বদলায়নি
আবার শুরু পুরোনো ছকেই,
নতুন যা কিছু থাকবে লেখার
লিখব অলিখিত শিরোনামেই!!
#অলিখিত-