বদলা নিয়েও হেরে যায় তোর কাছে বার বার কেনো এমনটি হয় বলতো??
আজও তুই হেরে গিয়ে জিতে গেলি আর আমি জিতে ও হেরে গেলাম,, কি অদ্ভূত তাই না?-
চিনতে গেলে বুঝতে হবে
বুঝতে পারলে বন্ধু হবে?
নারী তোমার কত রূপ
মাতৃরূপে স্নেহময়ী
ভগিনী রূপে শক্তি
সখী রূপে অভেদ্য
প্রেম রূপে আষক্তি
প্রেরণা রূপে মহিষমর্দিনী
ভার্যা রূপে ভক্তি
বিদ্রোহী রূপে যাজ্ঞসেনী
যোগ রূপে মুক্তি-
ব্যাংকে রাখা টাকা আর মাথার ভিতরে থাকা বুদ্ধি দুটোর মূল্য শূন্য, তাই প্রতিপত্তি হোক বা জ্ঞান দুটোই ভাগ করা উচিত।
-
গত কাল আমি চালাক ছিলাম তাই পৃথিবী বদলাতে চেয়েছিলাম।আজ আমি বুদ্ধিমান তাই নিজেকে বদলাতে চায়।
-
পুরো দেশ জুড়ে দোল খেলা চলছে।
কোথাও দোলের রং সবুজ কোথাও গেরুয়া
কোথাও বা রক্তের মত লাল।-
Self respect good, ego ok accepted, but arrogance? Please keep safe distance... What I have you will never ever tolerate...
-
Reputation is what people think of you, character is what you are
-
মানুষ বোঝার সমীকরণ টা যদি এক্স ধরলে করতে পাড়তাম, তাহলে আজ অনেক কেই সহজে কষে ফেলতাম।
-
সময় খুব দামী শিখিয়ে দেয় সবকিছু
কে আপন কে পর, কে ভার কে ভর।
কোনটা বাস্তব কোনটা কল্পনা
কোনটা সত্যি কোনটা জল্পনা
কোনটা বৃদ্ধাঙ্গুলি আর কোনটা মধ্যমা।
-
চোখের জলের অনেক দাম
বুঝি নি হয়তো সেদিন আমি
যে দিন তুই রাঙিয়ে গেলি
বুঝিয়েছিলাম তুই কত দামী।-