Mouli Ghosh  
12 Followers · 37 Following

Joined 25 September 2020


Joined 25 September 2020
25 MAY 2022 AT 20:40

আমি চলে গেলে তোমার ব্যস্ততা কমবে.....
তোমার মনের চিলেকোঠায় কিছু কথা ও জমবে....
তুমি মেঘের গুমোট হওয়ার কারণ বুঝবে.....
স্রোতের অভিমানে বয়ে চলার কারণ খুঁজবে.....
ভাগ্যিস সেদিন তুমি আর আমায় পাবে না....
আমার একরাশ অবান্তর কথা ঝুলি সেদিন আর তোমায় ছোঁবে না......

-


20 APR 2022 AT 23:28

খুব ভালোবাসি তোমার চাওয়াতে আর না চাওয়াতেও

তোমায় নিজের করে কিছু মুহূর্তে পাওয়াতে আর সারাজীবন না পাওয়াতেও

ভালোবাসি তোমার উপেক্ষা আর আমার অপেক্ষা তে

ভালোবাসি তোমায় নীরবে নিভৃতে যতনে ❤️❤️❤️❤️

-


25 FEB 2022 AT 11:37

কিছু কিছু সময় অজান্তেই ভেসে যায় আবেগের চোরা স্রোতে......
কিছু সময় সব জেনেও ভেসে যায় কিছু না বলার মৌন ব্রতে।
সব শেষে আমার প্রাপ্তি কেবল কিছু মুক্ত ছাড়া ঝিনুক।
তোমার জীবন এ স্বপ্ন গুলো সেই আমার অপ্রাপ্তির মুক্ত হয়ে বুনুক।

ব্যাস এতো টুকু ভালোবাসি তোমায়🤗

-


7 FEB 2022 AT 1:20

পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি....... দুটো নয়ন জুড়ে তোমাতে চাওয়া....
চোখ তখন পলক ফেলতেও লজ্জা পায়....
এমন অপলকে হাজার বছর জুড়ে তোমাকে চায় এই দুনয়ন। ব্যাস..... এতোটুকুই ❤️

-


7 FEB 2022 AT 1:17

ভালোবাসা দিয়ে মন ছুঁয়ে দেখো
হাজার স্পর্শেও প্রাথমিক স্বাদ ছোঁবে তোমার মন......

-


5 JAN 2022 AT 2:03

তোমাকে যেমন এক আকাশ ভালোবাসতে পারি........
তোমার ওপর অভিমান করলে এক পৃথিবী দূরে সরে থাকার ও ক্ষমতা রাখি😊😊

-


4 JAN 2022 AT 0:58

Success is not a destination
success is a journey💙

-


3 JAN 2022 AT 13:51

অনেক সুখ আর ঐশ্বর্যে থাকার থেকে তোমার সাথে থাকার লোভ টা অনেক বেশি.......

কিন্তু তুমি................................................

-


29 DEC 2021 AT 19:28

দুটো মানুষ পাশাপাশি হাত ধরে বসে থাকলেও দুটি মনের সহগতি সম্পর্ক সব সময় হয়না!!

-


19 DEC 2021 AT 2:27

Perfect হওয়ার দরকার নেই। যখন সবাই ভুল বুঝে দূরে সরিয়ে দেবে তখন সঠিক কারণটা জেনে পাশে থেকো ❤️। এই টুকু😊। বলছি না ভালবাসতে ই হবে তোমায় ব্যস্ততায় সময় না দিলেও চলবে সারাদিন কিন্তু খারাপ সময় ভরসা দিও, তোমার উপস্থিতি যেন আমার মানসিক শান্তি আনে। এই টুকু পেলেই খুশি আমি😊 আমার তোমার প্রতি লোভ বলতে এই টুকুই। যেটা অন্য কারোর মধ্যে আমি পাইনা। বুজলে?

-


Fetching Mouli Ghosh Quotes