আমি চলে গেলে তোমার ব্যস্ততা কমবে.....
তোমার মনের চিলেকোঠায় কিছু কথা ও জমবে....
তুমি মেঘের গুমোট হওয়ার কারণ বুঝবে.....
স্রোতের অভিমানে বয়ে চলার কারণ খুঁজবে.....
ভাগ্যিস সেদিন তুমি আর আমায় পাবে না....
আমার একরাশ অবান্তর কথা ঝুলি সেদিন আর তোমায় ছোঁবে না......-
খুব ভালোবাসি তোমার চাওয়াতে আর না চাওয়াতেও
তোমায় নিজের করে কিছু মুহূর্তে পাওয়াতে আর সারাজীবন না পাওয়াতেও
ভালোবাসি তোমার উপেক্ষা আর আমার অপেক্ষা তে
ভালোবাসি তোমায় নীরবে নিভৃতে যতনে ❤️❤️❤️❤️-
কিছু কিছু সময় অজান্তেই ভেসে যায় আবেগের চোরা স্রোতে......
কিছু সময় সব জেনেও ভেসে যায় কিছু না বলার মৌন ব্রতে।
সব শেষে আমার প্রাপ্তি কেবল কিছু মুক্ত ছাড়া ঝিনুক।
তোমার জীবন এ স্বপ্ন গুলো সেই আমার অপ্রাপ্তির মুক্ত হয়ে বুনুক।
ব্যাস এতো টুকু ভালোবাসি তোমায়🤗-
পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি....... দুটো নয়ন জুড়ে তোমাতে চাওয়া....
চোখ তখন পলক ফেলতেও লজ্জা পায়....
এমন অপলকে হাজার বছর জুড়ে তোমাকে চায় এই দুনয়ন। ব্যাস..... এতোটুকুই ❤️-
ভালোবাসা দিয়ে মন ছুঁয়ে দেখো
হাজার স্পর্শেও প্রাথমিক স্বাদ ছোঁবে তোমার মন......
-
তোমাকে যেমন এক আকাশ ভালোবাসতে পারি........
তোমার ওপর অভিমান করলে এক পৃথিবী দূরে সরে থাকার ও ক্ষমতা রাখি😊😊-
অনেক সুখ আর ঐশ্বর্যে থাকার থেকে তোমার সাথে থাকার লোভ টা অনেক বেশি.......
কিন্তু তুমি................................................-
দুটো মানুষ পাশাপাশি হাত ধরে বসে থাকলেও দুটি মনের সহগতি সম্পর্ক সব সময় হয়না!!
-
Perfect হওয়ার দরকার নেই। যখন সবাই ভুল বুঝে দূরে সরিয়ে দেবে তখন সঠিক কারণটা জেনে পাশে থেকো ❤️। এই টুকু😊। বলছি না ভালবাসতে ই হবে তোমায় ব্যস্ততায় সময় না দিলেও চলবে সারাদিন কিন্তু খারাপ সময় ভরসা দিও, তোমার উপস্থিতি যেন আমার মানসিক শান্তি আনে। এই টুকু পেলেই খুশি আমি😊 আমার তোমার প্রতি লোভ বলতে এই টুকুই। যেটা অন্য কারোর মধ্যে আমি পাইনা। বুজলে?
-