The deeper I look into your eyes,
The further I fell in love with
The darkness that shone
From your soul..!!
-
- আচ্ছা দুর্গাপূজার পর কেন হয়না লক্ষীপূজা?
কালীপুজোর পরও তো হতে পারত।
- আরে বুঝলি না বোকা,
এটা বাঙালির মাস্টারপ্ল্যান,
দুর্গাপূজার পর এখন
'ভাঁড়ে মা ভবানী' অবস্থা। চারিদিকে
আর্থিক জরুরি অবস্থা। আর ম্যানেজ
করার জন্য মা লক্ষীই
মূল ভরসা।
তাই প্রানভরে ডাক, "এসো মা লক্ষী বস পকেটে,
আলো করে থাকো শুধু আমারই ওয়ালেটে।।"-
"খোঁজ"(পর্ব-৪)
আমার বুক ভর্তি সিগারেটের ধোঁয়া
তোর অল্পতেই বিষম কাশি,
আমি যখন নেশায় বিভোর
তুই অল্প মদেই বানভাসি!!-
গভীর রাত তোমার কাছে
প্রেম চেয়েছি যতবার,
যৌনতার মোড়কে মোড়া
শরীর পেয়েছি ততবার!!-
"কাগজের নৌকা"
আমি একলা;
একলা আমার ঘর বাড়ি,
তোমার রাগ দুঃখ অভিমান;
আমার লোহার ঘুরানো সিঁড়ি ।
আমি একলা;
একলা আমার ঘর বাড়ি,
আমার ভাগে ভাবের চেয়ে বেশি,
তোমার ছদ্দবেশী আড়ি ।
আমি একলা;
একলা আমার ঘর বাড়ি,
ভাবের ঘোরে কাগজের নৌকাগুলি
কোথায় এলাম ছাড়ি ।।
-
"The cruel world"
Drowning in my own gloomy thoughts
Falling into an abyss of chaos,
Cruel world, cruel dreams
Everything is not like what it seems.
'Life is a journey' I hear them say,
My journey leading me nowhere.
My shadows started hunting me,
None or less it was just me.
I've haunted myself, my thoughts don't rest,
They have tormented me at their best
I've seen much lord take my soul
Unlesh me from that cruel world!!
-
1+1 is two,
my love is true.
2+2 is four,
I love you more.
3+3 is six,
my love is fix.
4+4 is eight,
You are my love
from my first sight.
5+5 is ten,
Don't forget me then...-
"Together"
One look, One Smile,
One Touch, One Embress,
One kiss, One Love,
Two people, Two mind,
Two soul, Two Destinies,
One road, One journey,
One ending, Together.
-
Let's welcome the vibrant festival of colours with joy & jubilation!!
Happy Holi😊
-
একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন...
একজনের প্রতি সে দুর্বল..
আর সেই আর সেই মানুষ তার কাছে ..
একটি শব্দেই বর্ণিত..
" প্রিয়"
💓💓
-