অব্যক্ত কথা🍁   (✍️ Barsa)
281 Followers · 36 Following

read more
Joined 19 February 2020


read more
Joined 19 February 2020

মাঝে মাঝে জীবনের কাছে নিজেকে নিঃস্ব লাগে,
..... মনে হয় পৃথিবীর যেখানে কেউ নেই সেখানে দুদণ্ড বসে যদি কেঁদে নেয়া যেত,...!!
আচ্ছা যারা অভিযোগ করতে পারে না, বা যাদের অভিযোগ নেই ঈশ্বরের প্রতি,,!
ঈশ্বর কি তাদের কেই দোষী বানায়??

-



মাঝে মাঝে জীবনের কাছে নিজেকে নিঃস্ব লাগে,
..... মনে হয় পৃথিবীর যেখানে কেউ নেই সেখানে দুদণ্ড বসে যদি কেঁদে নেয়া যেত,...!!
আচ্ছা যারা অভিযোগ করতে পারে না, বা যাদের অভিযোগ নেই ঈশ্বরের প্রতি,,!
ঈশ্বর কি তাদের কেই দোষী বানায়??

-



কতকাল কথা হয় না তাদের!
কি অদ্ভুত তাই না!
যে মানুষের ম্যাসেজ ছাড়া ঘুম আসতো না,
তাকে ছাড়া দিব্যি রাত কেটে যায়।।
প্রেম মানুষকে দুর্বল করে ঠিকই,
প্রেম মানুষকে পাথর করতেও সময় নেয় না বেশি।
যে মানুষের কেঁদে কেঁদে ভোর হয়,
সে মানুষ কখনো আর ভোরের আশায় থাকে না।
মানুষ চাইলে সব পারে,
পারে , সত্যিই পারে।।
শুধু পারে না কাউকে দেখাতে ,ঠিক কোথায় যন্ত্রণার উৎস!

দেখাতে পারলে তো পৃথিবীর কোনো বইতে ভালোবাসা নামে শব্দ থাকতো না....

নেই বলেই একেই হয়তো চার অক্ষরে ,ভারী ওজনে "ভালোবাসা" বলে।।

-



মানুষ কত রকমে বেঁচে থাকে জানো!!

......
এই ধরো ,
মরে গিয়ে বেঁচে থাকে,
বেঁচে থাকে মরে গিয়ে!!!

শুধু বেঁচে থাকায় সব একটা সময়....

-



তোমার চোখে ক্লান্তি এলে,
আমার বুকে ঝর।
আমার চোখে বারোমাস শ্রাবণ,
ভালবাসায় তোলপাড়।।

-



আজ আশ্বিনে শ্রাবণ নেমেছে যেন!
তোমাকে দেখি না কাছে থেকে কতকাল হলো,
মেঘের তীব্র গর্জন , আর একটা একটা স্মৃতি....,
আগুনে পুড়লে নাকি গন্ধ বেরোয় ... অসহ্য...!
আর মানুষের মন পুড়লে ,ছাই হয়েও ভিতরে থেকে যায় , গন্ধ নীরব তখন অতৃপ্তি!

কত বৃষ্টি সাক্ষী রইলো তোমার আমার সাথে,
কখনো কি হিসেব রেখেছো চোখের বৃষ্টি কিসের?

এখন আর তারা নেই হাজারটা ফোনের ,
হোয়াটসঅ্যাপ ভুলে গেছে ব্লক - আনব্লকের গল্প ,
জীবন বোধহয় এমনি অপরিচিত হওয়ার উপমা মাত্র !

রাস্তা দিয়ে অহরহ যায়,
প্রিয় মানুষ, তবুও চিনি না তো!
একটা একটা বছর যাবে ভুলে যাবে তুমিও।
দায়িত্ব ছিলো অনেকতো,
আজ আর নেই তো,
যা আছে সবই সময়ের নিয়মে ব্যস্ত!
চেনা কাঁধটা পরদেশী,
গল্প নেই ,রাগ নেই,
অভিমানতো বহুদূর!
ব্যাকস্পেস থেকে গেছে হাজার হাজার কাব্য।

চাঁদ জানে কলঙ্ক কেমন,
আমিও জানি অতীত কেমন !
তুমিও যেনো ,
যে মানুষ যত প্রিয়,
তারে আটকে রাখা অসাধ্য আর কঠিন !!!
@বর্ষা

-



মানুষ বড়ই স্বার্থপর,
মায়া বাড়িয়ে ফানুস হয়ে উড়ে যায়।
জীবন বড়ই বেপরোয়া,
হৃদয় আর মস্তিষ্কের দ্বন্দ্ব বাধায় ।
আর সময় শুধু কক্ষপথে ঘুরে ,
সবকিছুর হিসেব নেয়।।

-



জীবন রেখেছি মরীচিকাতে,
ভুলগুলো রামধনুতে মিশে আজ রামধনুহীন,
জীবন রেখেছি ধৈর্য আর অপেক্ষায়,
বেরঙীন স্বপ্নগুলো শুধু আজ....

সফলতার আশায়..!

-



পিছনে ফেলি যমুনারও তীর-অগভীর,
শ্যাম জানে রাধার অপেক্ষা -শুধু বাঁশির।
কলসি তার টলোমলো ,আকাশ জুড়ে মেঘ,
রাধার নূপুর বাজে শুধু, কৃষ্ণচূড়ার আবেগ ।

----বর্ষা

-



অবহেলা তাকে ঝলসে দিয়ে
মৃতপ্রায় জীবন্ত এক লাশ করেছে।।

-


Fetching অব্যক্ত কথা🍁 Quotes