"আমি ভগবান (সর্বস্রষ্টা) কে
চাইনা দেখতে, জানতে, বুঝতে,
খুঁজতে, এই জন্মে"
ক্যাপশন এ রইলো , পড়ো আর আনন্দ করো।
অনেক গভীর ভাবনা মিস করে যাবে।।
ভালো করে না পড়লে বুঝতে পারবে না,
তাই হাতে সময় নিয়ে পড়বে কেমন.. ❤️-
বাঁচতে চাওয়ার ছোঁয়াচে রোগে জীবন দরে তাসের তুরুপ,
ভগবান রোজ নিলামে ওঠে; মৃত্যু বাঁচে, বিকোয় মুলুক।-
পাইকারি দরে বিকোচ্ছে ধর্ম,
দর কত?
বেশি নয়, ভগবানের অস্থিচর্ম!-
অধমে, করুনাময় বিমুখ হয়ো না,
অন্তর হতে আর অন্তরে থেকো না।
আমি অতি নিরুপায়,
কি আর বলি তোমায়,
জ্ঞান সমুদয়।
কার কাছে বল জানাই মনের বেদনা,
অধমে করুনাময় বিমুখ হয়ো না।
আমি যে দাসানুদাস,
করো করুনা প্রকাশ,
ওহে সপ্রকাশ,
শ্রীচরণে স্থান দানে, দূরে রেখো না,
অধমে করুনাময় বিমুখ হয়ো না।-
মনকেমনের একাকীত্বে ভুগছে কুরুক্ষেত্রের ভগবান,
আতঙ্ক নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে তুফান আমফান।-
ডিয়ার গড,
আজ আবার বিভৎস কষ্ট হচ্ছে আমার। অসহায় লাগছে নিজেকে খুব। বিশ্বাস করো, হাত পা বাঁধা লাগছে...বুকের ভেতরটা ফেটে যাচ্ছে ,তবু চার দেওয়াল জুড়ে ভীষণ অশনির আভাস। শুনেছি নাকি প্রকৃতি তোমারই সৃষ্টি "মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি" সবাই তো তাহলে তোমার কথা শুনবে গো? প্লিস ওদের বাঁচিয়ে নাও না! ফুটপাতের ওই বাচ্ছাগুলো,গাছের নিচে ভারসাম্যহীন দাদুটা,মেন রোড থেকে অনেকটা নিচু বস্তিটা জনিনা কোথায় আছে ওরা --কিভাবে আছে ।পাকা বাড়ির চার দেওয়ালে বসে তবু সাবধানতার বার্তা পাচ্ছি,আর ওরা? জনিনা। আমার চশমা ঝাঁপিয়ে বৃষ্টি আসুক পারদ বাড়ুক চারদেওয়ালে,তবু কতটা কষ্ট হয় জানি কাছের মানুষরা হারালে । নিজের ওপর খুব রাগ হচ্ছে জানত এখনো সত্যিই ছোট আছি তাই প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই আমার।কলম কতটা জানাতে পারলো জানিনা তবু তুমি সাবধানে থেকো ভগবান। আর ওদেরও দেখো আর সব্বাইকে এই "বুলবুল ঝড়ে" ঠিক সুরক্ষিত রেখো প্লিস প্লিস !
ইতি এক সাধারণ নগণ্য শুভাকাঙ্ক্ষী-
বিকৃত ক্ষুধার ফাঁদে, বন্দী মোর ভগবান কাঁদে।
নিথর দেহ লুটিয়ে পড়ে, অচিন পাখি বাসা বাঁধে।
(6:56pm..31/05/2020)-
তোমার আবির্ভাবের তীব্র আলোকছটা
ছড়াইয়া পড়িয়াছিল এ মহাবিশ্বের দিকে দিকে,
তখন হইয়াছিল চারিদিকে দূর্যোগের ঘনঘটা, জাগিয়া উঠিয়াছিল এক নূতন ভাবনা নূতন ভাবে।
হে জনার্ধন ! হে মাধব! হে পার্থসারথি, আজই শুভ জন্মাষ্টমীতে জানাইলাম প্রণতি তোমায় , তুমি ভরাইয়া দাও হৃদয়ে সবার সুখ- শান্তি- সুধায় ।-
মন না মানলেও ঘরবন্দী হয়েই থাকতে হবে সর্বক্ষন
ডাক্তার নার্সরা যে লড়ে চলেছে সারাক্ষন
দিতে পারছেনা তারা একবারও স্বস্তির আশ্বাস
প্রতিটা সেকেন্ডই যে কেড়ে নিচ্ছে হাজারো মানুষের নিশ্বাস
ফিরিয়ে দিতে চাইছে তারা সকল মানুষের প্রান
তাই তো তারা আজ সকলের কাছে ভগবান
পুলিশ ডাক্তার নার্স সকলের ইচ্ছে একটাই
প্রতিটা মানুষকে হাসিমুখ উপহার দেওয়ার
পুরোনো পৃথিবীটাকে ফিরিয়ে দেওয়ার
প্রতিটা গলির মোড়ে মোড়ে ভীড়ে ভিক্ষে করে প্রান চালাতো যারা
দুমোঠো অন্নের অভাবে আজ মৃত হয়েছে তারা
আমরাও তো তুলে দিতে পারি তাদের মুখে দুমুঠো অন্ন
তাহলে যে আর হবেনা এই মানবসভ্যতা বিপন্ন
-