Honesty paves the way for success in human life.
-
পাঠক ও পাঠিকাদের উদ্দেশ্য আমার একটাই বক্তব্য 👇👇👇
আমায় বারংবার follow করে... read more
দিনের অন্তিমে ক্লান্ত কলম, তবুও যেন অনেক কিছু বলতে চায়।
হঠাৎ দেখি দোয়াতে যে কালির অভাব, শুরুর আগেই শেষ হয়ে যায়।।-
।। বৃষ্টিসান্নিধ্য।।
একমুখী প্রশ্ন ভেঙেছে মনের উদাসীনতা
মেঘ ঝরা দৃষ্টি রয়েছে অনুভবের বুকে।
শেষের বৃষ্টি দিয়েছে একাকীত্বের পরিচয়,
জীবন নিয়েছে অনুভূতির আকাশে নক্ষত্র রূপে,
বাতাসের চেনা গন্ধ জীবনে মিশেছে উদাসীনভাবে,
বৃষ্টিসান্নিধ্য হয়েছে আমার জীবনের সম্মুখীনে ।।-
যার মাঝে জেগে থাকে নিখিল ভুবন,
সেই তো আজ সবের আঁধার সেই তো জীবন।-
মালতীলতা
দুর হতে দেখিয়াছি মালতীলতার বৃক্ষখানি আপন মনে বায়ুতে দুলিয়াছে আর মালতীর পুষ্পকলির মধুরতম
মধুনিস্যন্দ চারিদিকে তাহা ছড়াইয়াছে।
ঐ সুমিষ্ট পুষ্পকলির আভাস মোর বিরহী
হৃদয়খানি কে আকুলিত করিয়া যায়....-
মায়াবী চন্দ্রিমা
এক অপরূপ রূপের রহস্যে তুমি হেরিয়াছ মোদের গ্ৰাম্যবাংলার বুকে,
তোমারে অবলোকন করা মাত্রই মোর অন্তরখানি ব্যাকুল হইল তোমার মায়াবী রূপের রহস্যের খোঁজে ।
একেলা মনে সুদূর প্রসারী পথখানি অনুসরণ করিলাম তোমার পানে চেয়ে,
কেন জানি মনে হইল তুমি কোথা হতে হারাইয়া গেলে নীলাম্বরের তারকাদের মাঝে ? .......
-
সখী তুমি মোর হৃদয়াঙ্গনে এক সু-মধুর মধুনিস্যন্দের প্রনয়ের বাঁশরীখানি বাজাইয়া যাও ....!
-
একেলা বিরহের
মধ্যরাত্রির পথ-খানি
তারকাদের সহিত হাঁটিয়াছি
নীলাম্বের অন্তিমলগ্নে চিরতরে বিলীন হইবার উদ্দেশ্যেই......
-
দীর্ঘ সংগ্রামের অর্জিত হইলে তুমি ২১ শে ফেব্রুয়ারি, মিলিয়াছে মাতৃভাষায় কথা বলিবার স্ব-স্বাধীনতা। প্রত্যাশা প্রাণে শূণ্য পদে হন্টন করিবার উদ্বিগ্নতায় নিদ্রাহীন এই দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার আকুলতা।
যারা বক্ষভেদী ছিনিয়ালইছে হৃদয়া- নলীনের বিশুদ্ধ রূধিরে শণিত, সখা তোমারি অন্তরঙ্গের প্রনয়ের কথাখানি। যে ভাষায় মিত্রতা মিলিয়াছে অজশ্র কোটি কোটি হৃদয়ান্তরের ছড়াইয়া দাও এ মাতৃভূমির বাংলাভাষা খানি কে ...-