ভয় পাই না, এখন হেরে যাওয়াতে,
ভয় পাই না, একা থাকতে,
ভয় পাই না, রোজ ডিপ্রেশনকে,
ভয় পাই না, বিশ্বাসঘাতককে।
নিন্দে মন্দে ভয় পাই না,
"লোকে কি বলবে " ভয় পাই না।
অধ:পতনেও ভয় না,
আর, লড়াই করতেও, ভয় পাই না।-
এ প্রেম যমুনার তীরে,
তুমি আর আমি নষ্টনীড়ে।
আবারও মোরা বাঁধবো ঘর,
যেটুকু ভালোবাসা, তার ওপর।
ভেঙেছিলো যা দোঁহের ভুলে,
জুড়বে আবার সে, পাল তুলে,
হাঁটবো আবারও সে পথ ধরে,
অতীতের বাঁকে, সম্পর্কের ভোরে।
নতুন করে, তোমায় পাবো,
নতুন আশায় গান গাবো।
বিশ্বাস আর ভরসাটুকু পরস্পরকে দিলে,
থেকেই যাবো, তোমায় আমায় মিলে।-
সুখেরও লাগিয়া, সুখ খুঁজি, সুখেরই বিপরীতে,
মনেরও হয় মন কেমন, বিলুপ্তপ্রায় সে পুলক চিতে।-
একজন শিক্ষকের যেমন, সবাই প্রিয় ছাত্র হয় না।
তেমনি একজন ছাত্রেরও জীবনে,সবাই সেরা শিক্ষক হয় না।-
:::স্বপ্নপূরণ:::
পড়তে নয় পড়াতে যাব আজ,
তাই এখন আমার অন্যরকম সাজ l
ইউনিফর্ম ছেড়ে পরব আমি ধুতি,
বাসে চড়ে আর করব না গুঁতোগুঁতি l
দেরি করলে বকবে না কেউ আমায়,
যা খুশি করব, কে বা থামায়?
মাকে বলব 'সংসার এখন আমার,
সময় হয়েছে বিশ্রাম নেবার তোমার l
চিন্তা কোরোনা মা, সব টাকাই দেবো আমি,
বাবা যেন কাজে না যায়, বলে দিও তুমি l
বলো আজ কোথায় যাবে, কাশ্মীর না হরিদ্বার?
যেথা চাও নিয়ে যাব, এলো সময় ঘোরার এবার l'
নতুন কিছু পড়ার নেই আর, পুরোনোগুলোই পড়ব,
ছাত্রগুলোর মাথা কাঁপিয়ে আজকে আমি বসব l
তুমি আমায় বলো না মা,'তুই একটা হাঁদা l'
স্কুলের ছেলেরা ভাবে আমায় আস্ত পাড়ার দাদা l
তুমি বলবে,'ওরে খোকা বয়স তোমার ষোলো সবে, '
আমি বলব, 'জানিনা কবে এ স্বপ্ন সত্যি হবে?'-
তিক্ত সময়, স্তব্ধ হৃদয়, জীবনটা আধমরা,
বিষে পূর্ণ, মন মস্তিষ্ক, চিন্তায় ধরেছে জরা।
প্রযুক্তি তার সময় স্রোতে, প্রত্যেকদিন যাচ্ছে আগে,
আমরা ছুটছি, ধরতে ছায়া, করতে তাকে, নিজের বাগে।
অনুভূতি আর আবেগগুলো, বলার মানুষ, কোথায় পাই?
বাস্তবের এই দুঃখ ভুলতে, রোজ মোবাইলে, হারিয়ে যাই।
প্রতিদিন দেখছি আমি, খাচ্ছে সে, আমায় কেমন!
আকাশের ওই সূর্যটাকে, রাহু গ্রাস, করে যেমন!
কিন্তু আমরা হাত-পা বন্দি, বন্দী আমরা তার হাতে,
আগল মোদের মুক্ত করো, স্বাধীনতা চাই, নতুন প্রাতে।-
এখন বুঝি, সেদিন যা হয়েছিল, ভুল ছিল না তোমার,
মানুষ চিনতে শিখিনি আমিই, তাই ভুলটা আমার।
মিথ্যেই আমি করেছিলাম, বিপরীতের ভালোবাসার আশা,
আমি কি তখনও জানতাম, জানেনা সে ভালোবাসার ভাষা!!!
ক্ষনিকের সেই সম্পর্ক আসে, হঠাৎ কালবৈশাখীর মতো,
বুকের ভিতর ঝড় বইয়ে, দিয়ে গেলো হাজার ক্ষত।
একদিন তো ঠিকই বড়ো হবো, চিনতে শিখবো মানুষ,
চোখ কান খুলে এগিয়ে যাবো, নাকের ডগায় হুঁশ।
তুমি হয়তো তখনও এইভাবে, পেতেই চলেছো জাল,
ফাঁদে পড়ে দিনের শেষে, আমাদের এই হাল।
তখন যদি তোমার মতো, মানুষ আবারও আসে,
মনে পড়বে, মানুষ কিভাবে মিথ্যে ভালোবাসে??-
𝓓𝓸𝓷'𝓽 𝓽𝓱𝓲𝓷𝓴 𝓽𝓱𝓪𝓽 𝔂𝓸𝓾 𝓪𝓻𝓮 𝔀𝓲𝓽𝓱𝓲𝓷 𝓪 𝓭𝓪𝓻𝓴 𝓻𝓸𝓸𝓶,
𝓸𝓹𝓮𝓷 𝔂𝓸𝓾𝓻 𝓲𝓷𝓷𝓮𝓻 𝓮𝔂𝓮𝓼, 𝓽𝓱𝓮𝓷 𝔂𝓸𝓾 𝔀𝓲𝓵𝓵 𝓼𝓮𝓮 𝔂𝓸𝓾𝓻 𝓫𝓻𝓲𝓰𝓱𝓽 𝓯𝓾𝓽𝓾𝓻𝓮.....-
বুঝলে প্ৰিয়,
"ভালোবাসি, ভালোবাসি" বলেছিলো তো অনেকেই। সত্যিকারের ভালোবেসেছিলো কজন, তা কি গুনে দেখেছিলে?
যদি গুনে দেখতে, কিংবা গুনতে জানতে, তবে আমায় ওই শব্দ বলানোর জন্য হয়তো আর কোনোদিন কোনো চেষ্টাই করতে না।
ইতি,
আমার "না বলা ভালোবাসা"-