কারোর কাছে প্রয়োজনে প্রিয়জন হওয়ার চেয়ে, প্রিয়জনের প্রয়োজন হওয়াটা অনেক বেশি জরুরী...।।
(23/12/2021..12:18pm)-
✳️ আমি খুবই সাধারণ নিজের মতো করেই বাঁচতে পছন্দ করি..😊ঠিক যেমন সদ্য খাঁচা থেকে ... read more
সময় থাকতে কথার মূল্য দিতে শেখো প্রিয়, নইলে একদিন কথা গুলো থেকে যাবে কিন্তু মানুষটা হারিয়ে যাবে।
(23/12/2021...9:28am)-
"ব্রেকআপের এক বছর পরে.."
(পুরো গল্প ক্যপশনে রইল)
(20/12/2021...1:05am)-
"আমাকে ছেড়ে কখনো চলে যাবে নাতো?? "
(ক্যপশনে রইল পুরো গল্প)
(17/12/2021..3:22am)-
তোমার আর আমার মধ্যে দূরত্ব এক আলোকবর্ষ, তবুও আঁধার নামলেই এক নিমেষে আমার মানস চোখে ফুটে ওঠে তোমার ফেলে যাওয়া অতীতের সকল স্মৃতিদের কোলাহল, মুহুর্তেই স্মৃতির চাদরে জড়িয়ে ধরি তোমায়, একরাশ মন খারাপের মেঘ জমা হয়ে যায় মনের চিলেকোঠায়, আলগা মেঘের বৃষ্টির সাক্ষী থেকে যায় প্রতি রাতের নিঃসঙ্গ বালিশ।।
(28/11/2021...6:53pm)-
তোমায় নিয়ে কবিতা লিখি
এতটা কালি নেই যে মোর কলমে,
হৃদয় জুড়ে কবিতা তুমি
বেঁধেছি প্রেমের বাঁধনে।
মন পাড়াতে তুফান ওঠে
জলছবি আঁকে স্মৃতির কোলাজে,
শশীর বুকেও আঁধার নামে
পড়ে না ভাটা তবু প্রণয় জোয়ারে।
(10:28pm..25/10/2021)-
আজ রঙের বর্ষায় মুছে যাক মনের সকল গ্লানি,
ঈশানকোণে ধ্বনিত হোক বসন্তের কুহু ডাক,
রাঙা চাদরে মুড়ে যাক কৃষ্ণচূড়ার বন,
স্মৃতির গহনে সঞ্চার হোক সাতরঙা রামধনু,
প্রেমের জোয়ারে ভেসে যাক হৃদয়ের বদ্ধ দুয়ার,
চোখের তারায় ভেসে উঠুক হারিয়ে যাওয়া গিটারের সুর,
শত শত আবিরের পরশে পাথরের অন্দরে জমে থাকা
সকল অভিমান আজ হোক দূর।
(11:48pm..28/03/2021)
-
No one in this world ever belongs to anyone...Everyone is busy with their own acting..And at the end of the day they all go back to their own destination....
(12:57pm...20/11/2020)-
"There is no painkiller in the world better than time"
(3:45am..20/11/2020)-