সময়ের সাজায় চাকা ঘোরে ভাগ্যের, নিয়তি নিয়ত সাজায় জোকার।
থমকে সময়, নিয়তি খন্ডায়, বলো আছে এমন জো কার!-
গল্পটা অন্যরকম হতে পারতো....
তারা মিলে মিশে একাকার হয়ে যেত
আকার নিতো অর্ধনারীশ্বর..
অথবা তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারতো
বরাবরের মতো..
কিন্তু নিয়তির আজব খেলা,,
তারা এমন দুটি ঝড়
যারা মিলবেনা কোনোদিন,
আবার পৃথকও হবেনা,
কেবল আবর্তিত হবে
পরস্পরের চারিপাশে..-
নিয়তি স্বয়ং যখন বিষাদের ছায়া হয়ে বিরাজমান হয়
সময়ও তখন পরিহাসের নিম্নচাপে মাথা নোওয়ায়।
(7:50pm..15/06/2020)-
নিয়তি
"""""""""
হেঁটে চলা প্রাগৈতিহাসিক মূহুর্তের মূর্ছনায়,
আদমের হাত ধরে।
সেদিন কি চাঁদ ছিল আকাশে?
নাকি ঘোর অন্ধকারেই পথের সন্ধান!
মনে নেই ...
কতশত ডুয়েল লড়াইয়ের মৃত্যু পেরিয়ে,
খোসবাগ-গুলবাগের হারেমে গুলবদনীর
রাতশয্যার সুখ-অসুখের চৌকাঠ ডিঙিয়ে
অবিরত পথের সন্ধানে ...
সতীত্বের অহমিকার আগুন জ্বেলে
জহরব্রত... আলোর পথ ছিল কিনা
জানা হয়নি।
তার আগেই সহমরণের চিতায় দাউদাউ বহ্নিশিখা ছড়িয়েছিল বার্বিকিউয়ের মাংসপোড়া গন্ধ ....
সে গন্ধও অনেকটা পথ পেরিয়ে এসে ছেঁকে ধরেছিল রূপ কানোয়ারকে।
ইভ চলতে থাকে অদৃশ্য শেকলের টানে আদমের পেছন পেছন।
ইচ্ছের মালিক, যেমন ইচ্ছে তেমন পথ।
ঘোর অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকারেও ইভের ন্যাংটো শরীরে আচ্ছাদন,
যদি বলো দিন বদল তবে ঐটুকুই দেখন-শোভা পরিবর্তন ।
আকাশে চাঁদ হাসুক কিংবা নাইবা হাসুক,
আজও অন্তহীন পথচলা
আদমের শেকলের টানে ...-
কি অদ্ভুত নিয়তি !
যখন তুমি আপন ছিলে তখন পাইনি টের;
আজ দেখো তোমায় হারিয়ে, আবার চাইছি ফের।-
জীবনের রঙ্গমঞ্চে যবনিকা পতনের পূর্বে,সাঙ্গ করে সব খেলা,
নিয়তির ভবিতব্য, নিঙরে নেয় জীবনের শেষ বেলা।-
রাত জেগে কথা বলার মতো,
আমারও একজন মনের মানুষ ছিলো,
নিয়তি নামের ঝড়ে,
হঠাৎ করেই সে হারিয়ে গেলো💔-
নোটপত্র ভুল দিলি সব,
ফেল করলাম সেবার ৷
মনে মনে তুই হাসলি খুব,
কে দেখবে এবার ?
দুঃখ নিয়ে ঘুরে বেড়াস,
এখনও তুই বেকার ৷
আমার সময় কিছুটা সুখ,
চাকরিটাই দরকার ৷-
কোনো কোনো প্রেমের গল্পে থাকে-নিয়তি'র নিষ্ঠুর পরিহাস,
প্রেম থাকে অল্প-সল্প, জীবন জুড়ে থাকে হার-জিৎ'এর লড়াই।।-