উদ্দ্যেশ্য টা তোকে পাওয়া ছিল,
কিন্তু,
যদি জীবনের গতিবিধি হয় তোকে চাইতেই শেষ।
পরজন্মে নাহয় চাইবো তোকে খুব করে,
যদি আবারো পাই মানুষের বেশ।।-
Write √ ✍️
Hangouts with friends √ 👬
Train journey √ 🚉
P... read more
প্রতারনা করেনি শহরের তোর চেনানো অলিগলি গুলো।
ল্যাম্প পোস্টের আলো গুলি আজও ভীষণ ভাবে জানান দেয় আমাদের পথ চলা।
প্রকৃতির হঠাৎ স্তব্ধতা অবিরাম বুঝিয়ে দেয়, না বলা কত কথা আজও হয়নি বলা।।-
লেখা আমার আজ তোরই আবদারে।
ঘিরেছে কিছুটা এ মন অঙ্গিনারে।।
বেমানান সব ছন্দেরা অযথাই ভেসে যায়।
ভাবনার অর্ধরঙিন সীমান্তের দোরগোড়ায়।
আজ এ বৈশাখের আত্মনিবেদনে,
আমোদ ঝরুক কাব্য-লেখকদের মনে।।-
ব্যারেজের লক গেটের মতো-
বৃহৎ জলরাশি দমিয়ে রাখতে পারি নিজেদের মধ্যে !
ভরা প্লাবনে ভাসাই নিজেরই জমিন।
হ্যাঁ, আমরা বিশেষ শ্রেনীর মানুষ !!
পরের দরবারে মেটাইনা নিজের কোনো ঋণ।-
তিনি শ্রেষ্ঠ প্রেমিক
তিনি শ্রেষ্ঠ যোদ্ধা
তিনিই সুন্দরে সবার শ্রেষ্ঠ ।।
ভগবান শ্রী কৃষ্ণ।।-
বয়স তো শুধু ঘরের চৌকাঠ-টা পেরোতে শেখায়,
মানুষকে স্বাবলম্বী করে তার দায়িত্ববোধ।-
কথা না দিয়েই থাকিস পাশে,
দেওয়া কথারাও ভাঙ্গে।
"রাঙা কাঠগোলাপ" তোর জন্য-
বাদামি রঙের খামে।।-
'কম' কথা বলা মানুষগুলো নাকি খুব অহংকারী,
আর
বেশি কথা বললেও আবার কমদামি।-
কিছু সম্পর্ক ভবিষ্যতে বিপরীতমুখী হলেও, হয়তো
ব্যাক্তিত্ব দুটির মধ্যে সম্মানটা সারাটা জীবন থেকে যায় ।।-