Tanmoy dey   (Tanmoy Dey)
130 Followers · 127 Following

read more
Joined 31 October 2018


read more
Joined 31 October 2018
8 JUL AT 9:59

উদ্দ্যেশ্য টা তোকে পাওয়া ছিল,
কিন্তু,
যদি জীবনের গতিবিধি হয় তোকে চাইতেই শেষ।
পরজন্মে নাহয় চাইবো তোকে খুব করে,
যদি আবারো পাই মানুষের বেশ।।

-


13 MAY AT 2:25

প্রতারনা করেনি শহরের তোর চেনানো অলিগলি গুলো।
ল্যাম্প পোস্টের আলো গুলি আজও ভীষণ ভাবে জানান দেয় আমাদের পথ চলা।
প্রকৃতির হঠাৎ স্তব্ধতা অবিরাম বুঝিয়ে দেয়, না বলা কত কথা আজও হয়নি বলা।।

-


9 MAY AT 11:34

লেখা আমার আজ তোরই আবদারে।
ঘিরেছে কিছুটা এ মন অঙ্গিনারে।।
বেমানান সব ছন্দেরা অযথাই ভেসে যায়।
ভাবনার অর্ধরঙিন সীমান্তের দোরগোড়ায়।
আজ এ বৈশাখের আত্মনিবেদনে,
আমোদ ঝরুক কাব্য-লেখকদের মনে।।

-


1 SEP 2024 AT 20:14

ব্যারেজের লক গেটের মতো-
বৃহৎ জলরাশি দমিয়ে রাখতে পারি নিজেদের মধ্যে !
ভরা প্লাবনে ভাসাই নিজেরই জমিন।
হ্যাঁ, আমরা বিশেষ শ্রেনীর মানুষ !!
পরের দরবারে মেটাইনা নিজের কোনো ঋণ।

-


11 AUG 2024 AT 10:57

তিনি শ্রেষ্ঠ প্রেমিক
তিনি শ্রেষ্ঠ যোদ্ধা
তিনিই সুন্দরে সবার শ্রেষ্ঠ ।।
ভগবান শ্রী কৃষ্ণ।।

-


30 MAY 2024 AT 11:01

বয়স তো শুধু ঘরের চৌকাঠ-টা পেরোতে শেখায়,
মানুষকে স্বাবলম্বী করে তার দায়িত্ববোধ।

-


29 MAY 2024 AT 22:32

কথা না দিয়েই থাকিস পাশে,
দেওয়া কথারাও ভাঙ্গে।
"রাঙা কাঠগোলাপ" তোর জন্য-
বাদামি রঙের খামে।।

-


26 MAY 2024 AT 23:53

আজকের দিনটা নাহয় তাদের হোক,
কালকের সূর্যটা তোমার ।

-


25 MAY 2024 AT 14:28

'কম' কথা বলা মানুষগুলো নাকি খুব অহংকারী,
আর
বেশি কথা বললেও আবার কমদামি।

-


24 MAY 2024 AT 9:30

কিছু সম্পর্ক ভবিষ্যতে বিপরীতমুখী হলেও, হয়তো
ব্যাক্তিত্ব দুটির মধ্যে সম্মানটা সারাটা জীবন থেকে যায় ।।

-


Fetching Tanmoy dey Quotes