অচেনা
"""""""""
থমকে দাঁড়ায় মুহুর্ত
ঠিক যখন গলতে থাকে কাঁটা,
চেনা ব্যথা চিনচিনে রাস্তা হারায়
বিন্নাঝোপের ওপারে
পাড় ভাঙা নদীর কিনারে,
যেখানে সাপেরা ডিম পাড়ে।
ঝনাৎ করে ওঠে পাঁজর
ছলাৎ করে পিছলে যায় একবুক জল,
সীমারেখা স্পষ্ট হতে থাকে
নিঃশব্দ প্রহরের ছ্যাঁচা বেড়ার ফাঁকে,
এপার ওপার কায়া ফুলস্টপ
হতে থাকে অচেনার হাত ধরে।
-
হালকা হাওয়ায় পলকা দেয়াল ভাঙলে
বেঁচে থাকে সব তাসে জোক... read more
বারোমাস্যা
""""""""""""
রাতের শিশির টুপটাপ টুপ ঝরে
দিনগুলো যায় আলগোছে ঠিক কেটে,
ফাটল যত নেহাতই আটপৌরে
তবুও কাঁটা আটকে স্মৃতির ভাঁজে।
হয়নি বলা গোপন কিছু কথা
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে,
হঠাৎ হঠাৎ চিনচিনে চুপ ব্যথা
একলা ফেরে মনের আঁকেবাঁকে।
এমনি করেই কাটে বারো মাস
একজীবনে মেটে কি সব আশ!
-
কেমন করে যায় যে জীবন! খেয়াতরী বাওয়া ডুবলো তরী উড়লো পাল, উড়ণচন্ডী হাওয়া
-
ফাটে ফাটুক বুক তাহাদের
জানেন অন্তর্যামী,
বুক ফুলিয়ে বলুক দেখি
'সমান্তরাল আমি!!'-
প্রিয় অনিন্দ্য,
কথার পিঠে কথা ক্রমাগত আঘাত করতে থাকলে বড্ড ঠোকাঠুকি হয়। হ'তে হ'তে কাটাকুটি হয়। দূরত্ব বাড়তে বাড়তে যোজন ছাড়িয়ে যায়, পাঁচিল ওঠে মধ্যিখানে। দু'দিকেই তখন গাঢ় অন্ধকার ছাড়া আর বুঝি কিছুই থাকে না।
কিন্তু সেখানেই বোধহয় সবটুকু আলোরপথ বন্ধ হয়ে যায় না। বল্ অনিন্দ্য ঠিক বলেছি না!
অসাবধানে নয় ইচ্ছে করেই যেন রাখা থাকে ছোট্ট একটু এফোঁড় ওফোঁড় গর্ত ঐ নিরেট দেয়ালে, যে পথে আলোককণা একটু একটু করে যাতায়াতে একদিন ঠিক মনখারাপি কুঠুরি আলোময় করে তুলবে আর সেই আলোপথে উঁকি মেরে দেখবি এপারে শেষশয্যায় লেপ্টে থাকা তোর চারুদি নির্নিমেষ তাকিয়ে রয়েছে আলোর রেখাপথে ঐ একবিন্দু আশাছিদ্রের দিকে।
জানি শেষবেলায় ঠিক দেখা হবে।
তোমার জন্য রেখে গেলাম এ চিঠি অনিন্দ্য।
ইতি তোর চারুদি-
মন-অঙ্গন
"""""""""""""
রঙ্গন ফুটেছিলো একাকী অঙ্গনে
চুপ-মন তিরতির জোছনায় নির্জনে।
এঁকেছিলো জলছবি ছলছল নয়নে
ছন্দেরা অধরা শুধু নিশ্চুপ ক্রন্দনে।।
টিপটিপ জ্বলে দূরে আকাশ-প্রদীপটি
পটভূমিকায় জ্বলে সুদূরের তারাটি।
মিলেমিশে একাকার জোছনার রূপটি
মন একা কাঁদে,তবু হাসে চাঁদ চুপটি।।
আলোছায়া করে খেলা বৃথা বয়ে যায় বেলা
এই বেলা অবসিত হোক তার সব খেলা।
যাক চলে, ফিরে যাক চৈতালী হরবোলা
ছন্দেরা ফিরুক শুধু শুরু হোক পথচলা।।-
অকল্যাণ
""""""""""
কল্যাণীয়া হার মেনেছে, ছোঁয়ায় নাকি অকল্যাণ।
আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে বুকপকেটে পরিত্রাণ।
তবুও সুখ অসুখঘেরা দর্পণে মুখ ম্রিয়মান,
ফিরে দেখা আপন নীড়ের কোণায় কোণায় অভিমান।
-
আঁষটে
""""""""
কত ফুল ছাদবাগানে!
হাজারো ব্যস্ততার মাঝে ঝিলিকসুখটুকু
জড়িয়ে দেয় ফুলের আলোয়ান।
সুখ সুখ ছোঁয়ায় বেড়ে ওঠে যৌথ বাগান।
আমার তো বেল-জুঁই-শিউলি
দোলনচাঁপা হাস্নুহানা সুগন্ধা-সই ,
ছাতিমও আকাশ ছোঁয় যেন পালোয়ান।
ভিতর ভিতর গুমরানো উতোরচাপান।
চেনা যত তার বেশি অচেনার ভীড়ে
ব্রাত্য হতে থাকে সুগন্ধী যত,
স্যুট-টাই চোলি চাই,বাসী হয় পুরনো কাফতান
অজানা ফাটলে আজ আঁষটে সখের বাগান।
-
ভেবো না ঝিমুচ্ছি দেখে ফেলেছি
অন্তর্ভেদি দৃষ্টি চেনো! যা দেখবার ছিল-
চিরন্তন
""""""""
ক্ষণ কিছু ভুল থাকে, তবু দিন আছে তোমাদেরও
আলগা লাটাই সুতো, বেঁধে রাখে ভালোবাসা গেরো।-