Kakali Deb mondal  
337 Followers · 536 Following

Joined 15 April 2019


Joined 15 April 2019
16 NOV 2020 AT 21:05

মৃত‍্যু তুমি ভীষণ নাছোড়বান্দা,
এক নিমেষে'ই ঘরটা কেমন ফাঁকা,
বেলাশেষে যেতে'ই হবে জানি....
তবুও, "অপু" র‌ইলো তোমার-ফেরার অপেক্ষা ।।

-


23 SEP 2020 AT 10:28

স্বপ্ন ভেঙে জীবন কাছে পাওয়া,
ভাঙা আয়নার কাঁচে-
এক অখন্ড আমিকে খোঁজার ব‍্যার্থ প্রচেষ্টা,
কোনো এক শীতের দুপুরে কাঁচামিঠে আম আর উষ্ণতার অধ‍্যায়-
যেটা থেমে গেছে মাঝপথে,
আজ পড়ন্ত বেলায় মরচে ধরা স্মৃতিতে -
সে রার বার ফিরে আসে ।।

-


22 SEP 2020 AT 9:28

হঠ‍্যাৎ বাউন্ডুলে বৃষ্টি এসে হাজির,

বোহেমিয়ান মন আমার- সঙ্গ দিল তারি,
আকাশ পানে তাকিয়ে আঁখি- হয়েছে উদাসী,
ভেজা পলক আঁকছে শুধু-অবাধ‍্য এক বৃষ্টি ভেজা স্মৃতি।।

-


15 AUG 2020 AT 9:39

**** স্বাধীনতা শুধু একটা শব্দ ****

স্বাধীনতা ধোঁয়াশা,
বন‍্য পাখির আপোস-চারদেওয়ালে,
উড়ার নিষেধ নেই-আছে নীল আকাশের আক্ষেপ।

স্বাধীনতা লক্ষনরেখা,
গণ্ডীর ভিতর প্রাণ'এর নড়াচড়া,
বাইরে- বাঁচার অনাবিল আনন্দ।

নিরন্নের কাছে-স্বাধীনতা বিলাসিতা মাত্র,
জীবন যুদ্ধে শুধু একমুঠো ভাত কাম‍্য।

তুমি,আমি কাগজে-কলমে স্বাধীন,
অন‍্যায়ের প্রতিবাদী হলেই দেশদ্রোহী।

'স্বাধীন' শব্দ 'অধীন'এ বিলীন,
নিয়ম-নীতির শৃঙ্খলে চিরকাল পরাধীন।।
******************

-


12 AUG 2020 AT 11:00

অপেক্ষারা ক্লান্ত হলে-কথা ফুরিয়ে আসে,
শুধু জেগে থাকে নীরবতা-চোখের কোনে জমা জলে ।।

-


11 AUG 2020 AT 10:34

মায়া জড়ানো কিছু মুহূর্ত-সংগোপনে বন্দী রেখেছি হৃদ্ মাঝারে,
সে যে রসদ জোগায় জীবন যুদ্ধে,
কখন ও বা শানিত হাতিয়ার- প্রতিবাদের ,
কখন ও বা মাতৃ স্নেহে সমবেদনার প্রলেপ- পরাজিত হৃদয়ে ।।

-


10 AUG 2020 AT 9:41

স্বপ্ন আর বাস্তবের চিরকালীন বিবাদ,
নিদ্রাতে তাই স্বপ্ন যাপন-বাস্তবতা অনিদ্রায়,
একমুঠো স্বপ্নের জন‍্য-তীব্র আর্তনাদ বাস্তবের খাঁচায়,
গহীন মনে দারুণ খরা-স্বপ্নের চারাগাছ মৃতপ্রায় ।।

-


8 AUG 2020 AT 22:26

আত্মগোপন বদলাতে পারেনি-নিয়তির নিষ্ঠুর পরিহাস,
বদলে যাওয়া সম্পর্কের সমীকরনে শিখেছি-একাকীত্বকে ও ভালোবাসা যায় ।।

-


7 AUG 2020 AT 10:17

দিনটা ফিরে-ফিরে আসে,
মন মন্দিরে সদা রিক্ততা বিরাজে,
শূন‍্য আসন পূর্ণ হবেনা এ ধরনী বুকে,
কালজয়ী সৃষ্টি দৈনন্দিন অনুভূতিতে বাঁচে,
বাহিরে ঝরা কদম-ঘনঘোর বরষা,
হৃদয়ে ঝড়-ঝড় শ্রাবণ বারিধারা ।।

-


5 AUG 2020 AT 9:51

ধর্ম আর প্রেম

মোহময় অনল

জানি পুড়ে হব ছাই ,

তবু ছুটে যায়...।।

-


Fetching Kakali Deb mondal Quotes