***** সর্বহারা *****
তোমার চোখে- ঝড়ের বিলাসিতা,
শক্ত ছাদ-মাথা বাঁচানোর নিশ্চয়তা,
ঝড়ের দিনে তুমি ছন্দ খোঁজো কাব্যে-
দু'এক কলি গান গেয়ে যাও আনমনে।।
আমার একচালা'টা- অসমর্থ'র মতই অপক্ত,
বার-বার তাই উড়ে যায় ঝড়ে,
বানভাসি'র গুমোট মেঘে ভয়,
এই বুঝি সব ধূলিসাৎ হয়।
জন্মসূত্রে প্রাপ্তি- দারিদ্রতা,
ভাঙা-গড়া'র সাক্ষী- আমি সর্বহারা।।
-- kakali Deb Mondal
-
ঝড় থেমে গেলে-শান্ত হয় সময়,
দিন কাটে উদাসী বাউলের মত।
অভিমান হয় গাঢ় থেকে গাঢ়তর-
ঠিক যেন যত্মে লালন করা ক্ষত।
রোজ-রোজ ভুলে থাকার চেষ্টায়-
তুমি, ফিরে-ফিরে আসা বসন্তের মত।।
-
এই কংক্রিটের ঘিঞ্জি শহরে-কান পাতলে শোনা যায়-ভাঙা প্রেমের গল্পো,
হাতে-হাত রাখা শক্ত জেনেও,রোজ গড়ে ওঠে নতুন সম্পর্ক ।।-
দূরে ,ঐ যে দিগন্তরেখায় আকাশ-ভূমির মিলন,
আসলে ওটা দৃষ্টিভ্রম, দূরত্ব সমান্তরাল।।-
উষ্ণ প্রেম
প্রেমের রঙে রাঙিয়ে দেবো,
অকাল বসন্ত,
একটু না হয় বন্য হবো,
একটু অশান্ত।
সামলে রেখো বাহুডোরে-
অকাল জ্বরের উষ্ণতা,
শরীর জুড়ে এঁকে দিও-
উষ্ণ প্রেমের আল্পনা।
আলোর গভীরে তারা যেমন-
বিলীন রাখে নিজেকে,
আমিও তেমন লীন হতে চাই-
তোমার প্রেমের আবেশে।।-
বানভাসি তাই সিঁদুরে মেঘে ভয়,
যত্নে তুলে রেখেছি অসমাপ্ত প্রেমের অধ্যায়।।-
মৃত্যু তুমি ভীষণ নাছোড়বান্দা,
এক নিমেষে'ই ঘরটা কেমন ফাঁকা,
বেলাশেষে যেতে'ই হবে জানি....
তবুও, "অপু" রইলো তোমার-ফেরার অপেক্ষা ।।-
স্বপ্ন ভেঙে জীবন কাছে পাওয়া,
ভাঙা আয়নার কাঁচে-
এক অখন্ড আমিকে খোঁজার ব্যার্থ প্রচেষ্টা,
কোনো এক শীতের দুপুরে কাঁচামিঠে আম আর উষ্ণতার অধ্যায়-
যেটা থেমে গেছে মাঝপথে,
আজ পড়ন্ত বেলায় মরচে ধরা স্মৃতিতে -
সে রার বার ফিরে আসে ।।-
হঠ্যাৎ বাউন্ডুলে বৃষ্টি এসে হাজির,
বোহেমিয়ান মন আমার- সঙ্গ দিল তারি,
আকাশ পানে তাকিয়ে আঁখি- হয়েছে উদাসী,
ভেজা পলক আঁকছে শুধু-অবাধ্য এক বৃষ্টি ভেজা স্মৃতি।।-
**** স্বাধীনতা শুধু একটা শব্দ ****
স্বাধীনতা ধোঁয়াশা,
বন্য পাখির আপোস-চারদেওয়ালে,
উড়ার নিষেধ নেই-আছে নীল আকাশের আক্ষেপ।
স্বাধীনতা লক্ষনরেখা,
গণ্ডীর ভিতর প্রাণ'এর নড়াচড়া,
বাইরে- বাঁচার অনাবিল আনন্দ।
নিরন্নের কাছে-স্বাধীনতা বিলাসিতা মাত্র,
জীবন যুদ্ধে শুধু একমুঠো ভাত কাম্য।
তুমি,আমি কাগজে-কলমে স্বাধীন,
অন্যায়ের প্রতিবাদী হলেই দেশদ্রোহী।
'স্বাধীন' শব্দ 'অধীন'এ বিলীন,
নিয়ম-নীতির শৃঙ্খলে চিরকাল পরাধীন।।
******************-