ব্যর্থ জীবনের গল্প🇧🇩   (মোঃজামিল)
2.3k Followers · 668 Following

Joined 31 July 2018


Joined 31 July 2018

বিশ্বাস করে জেনেছি তোমাকে,
মিথ্যে ছাড়া তুমি আর কিছু নয়।
ভালোবাসা বোঝনি আমাকে খোঁজনি
করেছো কেবল শুধুই অভিনয়।।

-



তুমি ছেড়ে গেছো বলেই!
আমি আমাকে চিনতে পেরেছি।
রাতের আঁধারে দুঃখ লুকিয়ে
নিজেকে নিজের বন্ধু করেছি।
বিশ্বাস ছিলো তোমার প্রতি এতোটাই,
যার বিনিময়ে ঠকালে আমাকে
জ্বালিয়ে পুড়িয়ে,করে দিলে ছাঁই।
এখন আমার কেউ নেই আমি ছাড়া,
বিশ্বাস ভেঙে গেছে হায়।
ভালো হোক আর মন্দই হোক
একলা জীবনেই থেকে যেতে চাই।

-



চলে যাবো বহু দূরে,,,
যদি তুমি ভালো থাকো আমাকে ছাড়া।
ফিরবোনা কোনো দিন আর কখনোই
যতোই শূন্য হোক, আমার মন পাড়া।।

-



একটা সময় আমিও বেশ চঞ্চল ছিলাম,
হাসি গানে মাতিয়ে রাখতাম নিজেকে।
সময়ের স্রোতে ডুবেছি আজ
ভুলে গেছি হাসি, নেই সুখ, কালো মেঘ করে মনে বিরাজ।

-



তোমাকে পাওয়ার ভাগ্য কখনোই হবেনা আমার,
অবুঝ মনের বায়না জুড়ে,না পাওয়ার আর্ত চিৎকার।
তুমি অন্য কারোর জীবন সাজাতে ব্যস্ত,
আমি একাকিত্বে হয়ে গেছি অভ্যুস্ত।
কেবল চাপা কান্না ভেতর ভেতর
একটা শহর এক নিমিষেই মরুভূমি হলো।

-



বৈরি আবহাওয়া মনে, নিম্নচাপের এ কেমন ধরণ?
অপ্রত্যাশিত ভালোবাসা মানেনা"যে"কোনো বারন।।

-



তুমি সন্ধ্যারও মেঘ ওগো মোর প্রিয়সী কবিতা
তুমি আমারও হৃদয়ে জাগ্রত প্রেম সবিতা।
তোমারে চাহিবো, আমারও গানে সুরের ঝংকারে,
লিখিবো আমি শত বার শুধু,তোমারে ওগো তোমারে।
তুমি ভোরের আলো হয়ে এসো!
তুমি বিকেল হাওয়ায় আঁচল দুলায়ে বসো।
তুমি আমার ব্যাথার সকল কারণ হয়ে
থেকে যাও মোর বুকে, থেকে যাও সব সয়ে।

-



তুমি ফিরে আসোনি বলে,
আমিও আর ঘরে ফিরে যাইনি।
ফেরারি হয়ছি তোমাকে পাওয়ার আশায়,
প্রতারক হতে আমি চাইনি।
জানিনা কিসের ভুলে"
তুমি চলে গিয়ে ছিলে।
আমিতো চলে যেতে বলিনি!
আমিও আর ঘরে ফিরে যাইনি।
একলা জীবন যেন,সাহারা মরুভূমি,
চারিদিকে কেবলি শূন্যতার বসবাস।
কেন এসে ছিলে তবে, কাঁদাতে আমায়,
কেন করে গেলে সর্বনাশ?
অনুযোগ নেই কোনো, অভিমানও রাখিনি,
আমিও আর ঘরে ফিরে যাইনি।

-



তোমার আসার কথা ছিলো,,
আমি অপেক্ষার প্রহর গুনি।
সারা বেলা গড়িয়ে সন্ধ্যা হলো,
তবুও এলেনা তুমি।
তোমার আশায় ছিলাম আমি,
বুকে পাথর বেঁধে।
হিম হতাশায় হুহু করে
হৃদয় ওঠে কেঁদে।
জানিনা হায় কোন বাতায়নে
উড়ছো আপন মনে!
আমি নীরবে অশ্রু ঝরায়
বিরহী সুরের গানে।

-



বৃষ্টি ভেজা এই সন্ধ্যা রজনী,
কবিতার লাইন গুলো হয়তো পড়ে দেখোনি।
তোমাকে ভেবেই মোর কাব্যিকতা,
বোঝনি কখনোই আমাকে বোঝনি।

-


Fetching ব্যর্থ জীবনের গল্প🇧🇩 Quotes