ব্যর্থ জীবনের গল্প🇧🇩   (মোঃজামিল)
2.3k Followers · 663 Following

Joined 31 July 2018


Joined 31 July 2018

ফেলে আসা সময়কে ভুলে যাইনি আমি
রেখেছি মনে খুব যত্ন করে।
যেদিন আমার অনুকূলে ফিরবে সময়!
সব জবাব ফিরিয়ে দেবো তাদের তরে।

-



সেই সুখময় স্বপ্ন দেখার তাগিদে
দুচোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে।

-



স্বপ্ন দেখা ভুলে গেছি ভুলে গেছি আমি হাসতে,
ইচ্ছে জাগেনা আর"কাউকে ভালোবাসতে।

-



জীবন মানেই প্রিয়জন হারিয়ে
কঠিন বাস্তবতার সম্মুখীন দাড়িয়ে
একটা দির্ঘশ্বাস ফেলা
জীবন মানেই এক বুক যন্ত্রণা আর অবহেলা

-



জীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে,
ভালোবাসা শুধু অভিনয় ছিলো তাহলে?

-



তোমাকে ভুলতে গিয়ে ভুলে গেছি নিজেকে,
ভুলে গেছি সুখ কারে কয়!
আমার আমাকে করেছি শেষ
তবুও করি ভালো থাকার অভিনয়।
চাঁদের আলোর কাছে সবারই ইচ্ছে জাগে,
আমারও ইচ্ছে ছিলে তুমি।
সেই তোমাকে ভুলতে গিয়ে
পথ হারিয়ে ভীষণ ক্লান্ত এখন আমি।

-



কেউ ভেঙে চুরমার করে দিয়ে যায়,
আবার কেউ কেউ সেই ভাঙা চোরা মনকে
নতুন করে গড়ে নিতে আসে স্ব ইচ্ছায়।

-



মনের দোরগোড়ায় কেউ আসলেও
মুখ লুকিয়ে সে পালিয়ে বেড়ায়।

-



দ্বিখণ্ডিত করেছি আশাহত মন,,
যা পেয়েছি ভালোই পেয়েছি এই জীবনে
নেই আর কারোর সহানুভূতির প্রয়োজন।

-



তুমি বসন্ত ছিলে আমার কাছে,
আর আমি চৈত্রের খড়া উপাধি পেলাম তোমার কাছে।

-


Fetching ব্যর্থ জীবনের গল্প🇧🇩 Quotes