ভুলিতে চাহিয়া ভুলিতে পারিনি তারে,
সে"স্বপনে কাছে আসে আমারে ছুঁয়ে দিতে।
যারে আমি দূরে রাখি
সে-ই কিনা আমারে রাখে তার চাহনিতে।
ঠোঁটের কোণে হাসি
মায়া জাগে তার চোখে।
তারে ভুলিতে আমি
ভুলাই নিজেই নিজেকে।
-
মৃত্যুর ভয় করিনা প্রভু
ভয় হয় কেবল তোমারে।
জানিনা কোন শাস্তির বিধানে
রেখেছো তুমি আমারে।
-
কখনো কী তোমার মনে প্রশ্ন জাগেনি আমি কেন তোমার অবাধ্য?
কেন লুকিয়ে বেড়াই তোমার কাছ থেকে!
মায়া ভীষণ খারাপ বিষাক্ত তীর
ক্ষতবিক্ষত করে দেবে আমাকে।
তুমি অন্য কারোর অধিকার পালনে ব্যস্ত
তোমাদের মাঝ খানে আমি কাঁটা কেন হবো?
সুখে আছো সুখেই থাকো"
আমি দূর থেকে তোমাদের সুখ কুড়াবো।
-
দুঃখ গুলো সরব যেথায়,
কবিতা সেথায় হবে
বেমানান সব ছন্দের লাইন
কাগজে লেখা রবে।
-
ভালো ছিলাম না, ভালো হতেও চাইনা"
পৃথিবীর সকল ভালো তোমার দরবারে।
আমি অমানুষ ছিলাম তোমার চোখে,
ভুল করেও স্মৃরণে রেখোনা মোরে।
অনাকাঙ্ক্ষিত ভাবেই তোমার আমার পরিচয়"
ভালো প্রেমিক হতে গিয়ে নিতে পারিনি মিথ্যার আশ্রয়।
সত্যি বলতে আমি জানিনা করতে অভিনয়,
হয়তো আমি খারাপ!
তাই নীরবে নিঃশব্দে মেনে নিলাম পরাজয়।।
-
যে কিনা"আমারে রাখছে তার অবহেলায়!
আমি তারে রাখছি,পাঁচ ওয়াক্ত নামাজের প্রার্থনার বেলায়।💔-
ফিরবো আবার ডাকলে তুমি
ওগো রাগী মেয়ে।
দুঃখ দিলেও তুমিই আপন,
তুমি ছাড়া আছেই"বা"আমার কে?
বিহানে যদি ঝগড়া হয়"
দুপুরে রোদের তাপে
বিকেলে আবার মান ভাঙাবো,
গরম চায়ের ভাঁপে
ছেড়ে যাবোনা যাই হোক ওগো,
রয়ে যাবো বেহায়া হয়ে।
পাশে থাকার শপথ করেছি
সকল আঘাত সয়ে।-
সমস্ত সখ কবর দিয়েছি
ধুয়েমুছে পরিষ্কার করেছি জমে থাকা অভিমান।
ভুলে যাবার বাহানায় সরিয়ে নিয়েছি তার কাছ থেকে নিজেকে,
রাখিনি আর কোনো পিছুটান।-
এযাবৎকাল যা দিয়েছিলাম সবই ছিলো কল্যাণকর,
নিজেকে সরিয়ে নিলাম বিশ্বাসের ভিটে থেকে
উপহার পেলাম বদনাম আর অবাঞ্ছিত ঝড়।।-
আমার হয়েও হলেনা তুমি আমার আপন জন,
ভেবে ভেবে তোমার স্মৃতি ক্লান্ত যখন মন।
সব হারিয়ে বেঁচে থাকা নরক ময় জীবন
আমার হয়েও হলেনা তুমি,আমার আপন জন।
দুঃখ লুকায় মেঘের ভাঁজে,
স্মরণে রাখি তোমায় সকল কাজে।
বেহুদা মনের পায়চারী যখন তোমার খোঁজে!
কানাকানি চলে আমায় নিয়ে প্রতিবেশীর মাঝে।
যে যাই বলুক আমি তোমার স্মৃতিতেই ডুবে রই,
কজন জানে এই বিচ্ছেদের কথা তুমিযে আমার নয়?
-