Anima Barman  
1.2k Followers · 270 Following

Joined 16 March 2019


Joined 16 March 2019
4 HOURS AGO

বুকের গভীরে বাসা বাঁধা এক স্বপ্নচারী পাখি,
রঙ্গিন পালকে সে আঁকে সুখের রাখি।
কখোনো সে হাসে, কখোনো কাঁদে নীরবে-
হাজারো স্বপ্ন বোনে জীবনের নানান উৎসবে।

সীমাহীন আকাশে তার স্বাধীন উড়াল -
মুক্তির বারতা নিয়ে আসে প্রতিটি সকাল।
বিষাদের ঘোর যখন ঢেকে রাখে মন-
বক্ষ খাঁচার অচিন পাখি,সাহস জোগায় তখন।
Anima Barman.

-


22 MAY AT 9:04

হাসিই তো জীবনের শ্রেষ্ঠ রসায়ন -
বেঁচে থাকার শক্তি জোগায় প্রতিক্ষন।
তাই শান্তি হয়ে এসো,হে হাসি অমলিন-
দুঃখের আঁধারে তুমিই তো আলো প্রতিদিন।
কষ্টের কালোচ্ছ্বাসে যদি গ্রাস করে মন,
জ্বালাতে আশার প্রদীপ,হাসি তুমি এসো-
শান্তির প্রতীকী হয়ে, এগিয়ে নিতে জীবন।
Anima Barman.

-


21 MAY AT 8:20

দুমুঠো ভাতে তৃপ্তি অপার-
ক্ষুধার্ত মুখে শান্তি যে তার।
নেই কোনো বিলাস,নেই অহংকার-
শুধু বেঁচে থাকার অঙ্গীকার।

শ্রমিকের ঘাম, কৃষকের দান-
প্রতিটি কণা যেন অমৃত সমান।
পেটে পড়লে ভাত,জোটে প্রাণ-
ফোটে মুখে হাসিতে,খুশির গান।

এই দুমুঠো ভাতে,স্বপ্ন বোনা-
আগামীর পথে চলোও যদি একা।
ছোট্ট চাওয়া কিন্তু অনেক পাওয়া-
জীবন যুদ্ধে বেঁচে থাকা।
Anima Barman.

-


20 MAY AT 21:19

বাতাসে যে কার ছোঁয়া লেগে-মন হলো উদাসী,
ফুলের গন্ধে উঠলো ভরে-যতদূর চোখ যায় আসি।
অচেনা সুর ভাসে দূরে-কে যেন ডাকে আমায়,
যাই হারিয়ে সেই ডাকে-নতুন ঠিকানা যেথায়।
আলো ছায়ার লুকোচুরি-গাছের পাতায় বাজে,
স্বপ্ন যেন ডানা মেলে-অজানা এক সাজে।
কার যে ছোঁয়া,কেবা সে জন-শুধুই মনে প্রশ্ন,
তবুও ভালো লাগার ঐ পরশে মন-কোন সে ছোঁয়ায় মগ্ন।
Anima Barman.



-


20 MAY AT 7:42

আজকাল ঘরে বাইরে হৃদয় নিয়ে-
চলছে যেন ফুটবল খেলা।
মোহ ফুরালেই-মেকি ভালোবাসার-
মূল্য,যেন আস্তাকুড়ের ময়লা।
খেলার সূচনাতে হৃদয় চিনে নিতে-
সবাই যেন পাক্কা খেলোয়াড়।
উপসংহারে পৌঁছানোর আগেই ভাঙ্গে-
হৃদয় নামক তাসের ঘর।

-


19 MAY AT 14:03

যে আকাশে তোমায় রাখি-
সে আকাশ আমার স্বপ্নময়।
তোমার হাসির কিরণ লেগে-
তারাগুলোও কথা কয়।

বাতাসে ভাসে তোমার পরশ-
ফুলের সৌরভে মেশে।
আমার সকল ভাবনা জুড়ে-
যাও তুমি হেসে হেসে।

দূরের ঐ দিগন্তে আঁকা-
তোমার চোখেরই ছবি।
এই হৃদয়ের গভীর কোণে-
তুমি যে অমূল্য রবি।
Anima Barman.

-


18 MAY AT 13:33

নামহীন অভিমানে যদি ভরে মন-
বোঝানো দুঃসাধ্য,হয় সে কেমন।
নীরবে কাঁদে শুধু বিজন হৃদয়-
না ফোঁটা ফুলের মতো ক্ষয়।

ব্যাথা জমে অব্যক্ত আবেগের স্তরে-
কাউকে যায়না বলা,থাকে শুধু অন্তরে।
অষ্পষ্ট এক দীর্ঘশ্বাস ভাসে-
নাম না জানা কোনো অভিলাষে।

-


18 MAY AT 0:42

জানলা খোলা,দখিন হাওয়া-
মনটা যেন উড়তে চাওয়া।
দূরের আকাশ হাতছানি দেয়-
নতুন দিনের গান গেয়ে যায়।

আলো ঝলমল রোদের কিরণ-
ঘুচে যাক সব পথের ভিড়ন।
প্রকৃতির রুপ নয়ন জুড়ায়-
জানলা খোলা,শান্তি ধরায়।

-


16 MAY AT 12:47

হৃদয়ের গভীরে যে সুর বাজে -
কথার বন্ধনে যেন তা সাজে।
যে প্রদীপ জ্বেলেছি বিশ্বাসেরই আলোয় -
অসময়ের ঝড় যেন কেড়ে না লয়।

ছোট ছোট প্রতিশ্রুতি, স্বপ্ন বোনে মনে -
অনাদরে যেন তারা না ঝরে অকারণে।
বড় কোনো অঙ্গীকার, জীবনের বাঁকে -
যদি টলমল হয়,সব শূন্য লাগে।

কথা দিয়ে কথা রাখা সহজ কথা নয় -
তবুও এ পথের পথিক হতে হয়।
যদি কভু হয় ভুল, স্বীকার করো হেসে-
নতুন করে বাঁধো বিশ্বাস ভালোবেসে।
Anima Barman.




-


15 MAY AT 17:55

একমাত্র মেঘই মুক্ত গগনে ডানা বিহীন- উড্ডয়ীমান গগন বিহারী।
বিধিনিষেধের নেইকো বালাই তাই হয়তো-
হলাই হলাই বৈলক্ষনে বড়ই অহংকারী।
যেহেতু-তার স্থান পার্থিব সবকিছুর মাথার 'পরে,
নৈঃশব্দ্যের তোয়াক্কা তুঙ্গে রেখে-
গভীর নিনাদে,যেথা খুশি সেথা যায় যে উড়ে।

-


Fetching Anima Barman Quotes