Anima Barman  
1.1k Followers · 247 Following

Joined 16 March 2019


Joined 16 March 2019
22 HOURS AGO

চায় না সে বক্র পথে চলতে গিয়ে-
হোক,মূল্যবান সময়ের-অপচয়।
না জানি পাছে-করতে গমন বাঁকা পথে-
লক্ষ্যে পৌঁছানোর দিশা হারায়।
জটিলতার মারপ্যাঁচ এড়িয়ে,সরলীকরণ-
পন্থা অবলম্বনে,সৃজনীশক্তি বাড়ায়।

-


27 APR AT 20:16

জীবনের মিলন,মিল ও মিলে যাওয়া-
ছন্দকে,সাজিয়ে গুছিয়ে রেখো।
আকাঙ্ক্ষিত চিন্তাধারা যেন স্বচ্ছ,সুন্দর-
ও কল্যানকর হয়,সেদিকেও দেখো।
Anima Barman.




-


25 APR AT 22:50

বিধিনিষেধের তোয়াক্কা-শিকেয় তুলে-
যেথা খুশি সেথায় চলে।
তাই বুঝি তার নামকরণের সময়,সবাই-
শিষ্টাচার বোধ,যায় ভুলে।
বয়স কালের ইচ্ছে-ডানা মেলা বারণ-
নইলে হয়,ভীমরতির কারণ।
যৌবনের ইচ্ছে-ডানা,পেরোলেই গন্ডি-
বলবে সব্বাই,উড়নচণ্ডী।
শৈশবের ইচ্ছেকে জানাতে কদর,দেয় আদর-
আখ্যায়িত করা হয়না-ত্যাঁদড়।
Anima Barman.

-


24 APR AT 23:10

মন অনিশ্চয়তা বোধের কারণে,করে ছোটাছুটি- নিশ্চয়তার পিছনে,স্বপ্ন জড়ানো প্রত্যুষ বেলায়।
ছুটন্ত ভাবধারার ছিটকে পড়া কথামালায়,
বৈশাখের ঝলকানিতে,তীব্র দাবদাহের দগ্ধোতায়-
ঘর্মাক্ত মনের আবেগ তরী যদি গতি হারায়,
তবে শূন্যের শূন্যতায়,অবেলার কালবৈশাখী ঝড়ে,
না পাওয়ার ইচ্ছেরা সব,অপ্রাপ্তির বিষন্নতায়-
মন যমুনার অথৈ সাগরে ডুবে যায়।
Anima Barman.


-


20 APR AT 21:29

স্নিগ্ধ শীতল পরশ পেতে,আকুলিবিকুলি-
পরাণ যে তাই,করছে হাঁসফাঁস।
গড়তে পারলে,সবুজায়নে ঘেরা শহুরে বস্তি-
একটু হলেও পাবে স্বস্তি।

-


19 APR AT 20:25

খেলার ছলেই ভালোবাসার জন্ম-
আমার হৃদয় পুরে।
যাকে নিয়ে স্বপ্ন দেখা-সে কিন্তু খেলা-
ভেবে,আমায় যায়নি ছেড়ে।

-


18 APR AT 9:10

হার্দিক সম্পর্কের বিনিময় ছাড়া,
দুদিনের অতিথি হয়ে,যায় বুঝিয়ে-
কাজ হাসিলের কারসাজি, তাঁরা।

-


16 APR AT 15:52

বায়ুমণ্ডলে,চড়চড়িয়ে বাড়ছে উষ্ণতা-
পারদের স্ফুটনাঙ্ক বাড়াতে।
হিমাঙ্কের ঘরে আটকে গিয়ে,চাই না কেউই -
নিজস্বতার ধর্ম হারাতে।
তাই বাড়ছেও গতি বাষ্পায়নের,সঞ্চরণশীল-
পুঞ্জিতমেঘে বৃষ্টি ঝড়াতে।

-


16 APR AT 8:17

আবারও একটা বছর হারিয়ে-
পড়লাম এসে,নতুন বছরের দোরগোড়ায়।
নতুনদের জানাতে সম্ভাষণ,দাও-
শান অদম্য উদ্যমতাকে,অধিকতর স্পৃহায়।
Anima Barman.



-


12 APR AT 20:26

বৈশ্বানরের হাঁসফাঁসানো পবনের দোলায়-
ওষ্ঠাগত ভেল্কি,সবাকার মনেপ্রাণে।
হাড়ে হাড়ে টেরটি পাবে,করছে সবাই স্বস্তির-
জবাই,সবুজ প্রাণের অমানবিক নিধনে।

-


Fetching Anima Barman Quotes