꧁♡ The Last Quote ♡꧂   (© The Last Quote ♡)
343 Followers · 4 Following

read more
Joined 11 August 2019


read more
Joined 11 August 2019
28 JUN 2021 AT 1:42

সফলতাই সবচে' বড় প্রতিশোধ।

-


28 MAY 2021 AT 16:09

সুখ গুলো সব হাতড়ে খুঁজি-
গভীর অতল জলে,
এ দুঃখের নাম বৃষ্টি দিলাম,
ষোলো আনার চঁ-চলে।

-


13 AUG 2020 AT 12:03

সকালের এক কাপ চায়ে লেগে থাকিস তুই,
তোর ঠোঁটের নরম উষ্ণতা,
চুমুকেই সূর্য ওঠে রোজ।
ছুঁয়ে যাস মনের গভীর-
নিভৃতে;
ক্লান্তিরা নেয় ছুটি, জেগে ওঠে মৃত প্রাণ।
ধোঁয়াজুড়ে ভাসতে থাকে বিন্দু বিন্দু আশা,
বেঁচে ওঠি প্রতিদিন;
উপহারে খুঁজে পাওয়া-
আরও একটা নতুন ফুরফুরে 'আমার জন্মদিন।'

-


19 JUL 2020 AT 13:38

মনের ভিতর বারুদ জমে, উপেক্ষারা দাহ্য,
অচেনারা সম্মানীয়, চেনারা সহজলভ্য।

-


14 JUL 2020 AT 21:26

কে সঠিক সিদ্ধান্ত নেয়, মগজ নাকি মর্ম ?

-


18 JUN 2020 AT 18:07

মনের বন্ধ
জানালা খুলে দাও,
প্রবেশ করুক তরতাজা হাওয়া;

বৃষ্টি রোদের
পাতাবাহারি চাউনি-
পূরণ হোক সকল চাওয়া-পাওয়া।

-


13 MAY 2020 AT 8:53

করছে সন্ধি নদী, নৌকার সঙ্গে আজ,
রোজ উঠছে জোয়ার ভাঁটার ঢেউ, শরীরজুড়ে মনকেমনের সাজ।

-


10 MAY 2020 AT 19:54

এক শব্দের কাব্য, এক শব্দের উপন্যাস 'মা'

-


4 MAY 2020 AT 20:56

মানুষ তো গিরগিটিকেও হার মানায়। রঙের দুনিয়ায় ।

-


22 APR 2020 AT 9:54

একজন কবির সর্বশ্রেষ্ঠ উপহার - 'পাঠক' ।

-


Fetching ꧁♡ The Last Quote ♡꧂ Quotes