QUOTES ON #আবেগের

#আবেগের quotes

Trending | Latest
17 MAY 2018 AT 15:42


আবেগ হলো কয়লাখনির মত,
অন্ধকার, কালো!
তার থেকে হীরা পেতে হলে,
শ্রমিকের ন্যায়,
মাথার ঘাম পায়ে ফেলতে হয়,
তবেই না আসবে জয়!

ক্ষীণ আলোতে; দম বন্ধ করে,
ঝুঁকি নিয়ে!
এগিয়ে যাওয়া অনিশ্চয়তা নিয়ে।
তারপর,
একটু একটু করে,
নিজেকে অনুরক্ত করা,
অনুভূতি তে সিক্ত করা।

তবেই না আবিষ্কার,
সকল পরাজয়ে,
জেতার অঙ্গীকার!

-


22 AUG 2019 AT 7:18

ভাবনার তরী বেয়ে
পৌঁছে গেলাম আবেগের দেশে....
কতো ভালোবাসার মেঘ-
ভেসে বেড়ায় সেখানে....
কতো বিরহের ঝর্ণা-
ঝরে যায় আপন মনে.....
কতো অভিমানের পাহাড়-
উঁচু হয়ে দাঁড়িয়ে আছে মাথা তুলে....
কতো কষ্টের বেড়াজাল-
চারিদিকে ছড়ানো....
তবুও কিছু চেনা স্পর্শ-
মিটিয়ে দেয় মনের সব কালো দাগ....
মন বোঝে.....
"আবেগের এই দেশে,
তার সঙ্গী হয়ে আছে-
আজও তার কিছু আপনজন".....


-


21 JUL 2018 AT 14:08

সাময়িক আবেগ জন্ম দেয় ক্ষণস্থায়ী ভালোলাগার,যা মনের বাঁধন আলগা করে...
স্বভাবতই সেই আলগা মনোভূমি থেকে ভালোলাগা ক্ষয়ে যেতে থাকে সময়ের উপহাসে🙃

-



ফাটল পড়া মাটিতে পুঁতে ফেলেছি, ভাঙা আবেগের চারা;
অজস্র বৃষ্টি চোখ ঘিরে ঝরেছে, তবুও সাড়া শব্দ দেয়নি "হতচ্ছাড়া"।
"শেষমেষ এই বেজন্মা ফুটলো" তখন সমাজের ভাষায়,
আলতো হাঁসি বেজায় জুটলো, সুখ বাধলো শরতের কৃত্রিম ভালোবাসায়।

-


29 AUG 2018 AT 21:44

শহর আমার তিলোত্তমা,
সব আবেগ দিয়ে ভরা।
অভিযোগ কেউ করেনি কখনো,
এইখানেতে প্রেমের খরা।।

-


6 SEP 2020 AT 23:45

ভ্রান্তি ভেঙেছে শেষে, তোমার তরে নয়,
ধেয়েছি অশ্বের মতো আবেগের তাড়নায়।
আজ দমিত আবেগ, স্থিমিত প্রদীপের শিখার মতো
জ্বলতে জ্বলতে একসময় আপনা হতেই নিভে গেলো।


-


24 AUG 2023 AT 23:48

আমার লেখা গুলো,প্রাক্তন প্রেম নিয়ে সত্যি।
কারন এ ভাবনার বাইরে পৃথিবী যে মিথ্যে দিয়ে ভর্তির।

-


8 NOV 2020 AT 14:58

আত্মসমর্পণের আবেগের ভাষা তুমি জানো না,
তাই বারংবার শব্দহীন অনুভুতি তেই বেঁচে থাকতে হয় তোমায়,
তোমার পৃথিবী তে আবেগ হাস্যময়, আবেগ ছেলেমানুষী।
কিন্তু আমার পৃথিবী এখনও আবেগময়,
আবেগ বুনে আমি প্রণয়ের কবিতা বানাই..

-


3 MAY 2019 AT 21:26


উমা বেঁধেছিলো সুখের নীড়
অজানা শিবের সাথে
তবু কেন তাকে কাঁদতে হবে
ফুপিয়ে আঁধার রাতে?
নিজেই যখন নিয়েছিলো বেছে
নিজের জীবন পথ
তবে সে পথে চললো না কেন
সুখের জীবন রথ?
বাইরে থেকে যায়না মাপা
মনের গভীরতা
তাই কি উমা গুমরে মরে
আজকে সয়ে ব্যাথা?
ভালোবাসা কেন বিরহের ঝড়ে
আজকে ছন্নছাড়া
কেন তবে আজ উমার চোখেতে
ঝরবে অশ্রু ধারা?
আপনার জন ছেড়ে এসেছিলো
শুধু তো প্রেমের টানে
বিশ্বাস করে নিয়েছিলো স্থান
অজানা মনের প্রাণে।
কতো উমা আজ হারিয়ে যাচ্ছে
অন্ধকারের পথে
মাসুল দিচ্ছে শরীর বিকিয়ে
পেটের তাড়নাতে।
তাই বলি উমা হারিয়ে যেওনা
আবেগের চোরা স্রোতে
অভিনয়ে ভুলে হারিয়ে যেওনা
সুন্দর চেহারাতে।
বেলাভূমি ভেবে বাড়িয়ো না পা
চোরাবালি ভরা পথে
রঙিন স্বপ্নে বিভোর হয়ে
অজানা শিবের সাথে।

-


17 APR 2018 AT 7:18

শব্দের ভীড়ে হারিয়ে যাওয়া রুপকথার আবেগ গুলো একদিন প্রশ্নের পসরা নিয়ে হাজির হবে তোমার দুয়ারে....!!!
আমার অনুপস্থিতিতে তোমার অনুভূতিগুলোকে যেন তখন ফিরিয়ে দিও না তোমার নিরবতার শব্দদূষনে.....!!!

-