ক্লান্ত দিনের শেষে,
পরিযায়ী এক সন্ধ্যা নামে,
ক্ষনিকের আশ্বাসে।-
সকালের রোদ ধুয়ে দিয়ে গেল, অতৃপ্ত সব রাতের অন্ধকার,
অগোছালো যত নষ্ট ভাবনা, সারাটাদিন সেই বুনবে পুনর্বার।-
"বৃক্ষহারা সমতলের মতো উড়োপুড়ো, বেদনা-ব্যথার
চলচ্চিত্র গোটা অঙ্গে মাখা।"
স্বপ্ন কুলকুচি করে রোজ, ছেঁড়া চপ্পল আর
বুকপকেটে বেঁচে থাকা খুচরো দু টাকা সম্বল,
হাবেভাবে যেন যুদ্ধ জয়, আসলে যদিও সংগ্রাম।
দাড়ি-কমা, শব্দ-গন্ধ, ভিড় বাস আর তাচ্ছিল্য,
খুলে পড়ছে প্রতিদিন আর আশ্রয় নিচ্ছে নর্দমায়,
ম্যানহোলের ঢাকনা বন্ধ করতে ভুলে গেছে কর্পোরেশন।
তাহলে সত্যিই কি বেঁচে থাকে ডুবন্তরা?
আকাশের সাথে কাগজ নিয়ে হিসেব কষেও শান্তি কৈ!
গম্বুজটা বেশ আড়াল করেছে, অন্ধকারে
ঠিক যেন ঝুলকালি মাখা প্রদীপের নিচ।
পংক্তিটা এখানেই শেষ, একটা ভিখিরি এসেছে,
দুটো টাকা দিয়ে কি করবে, কে জানে!
মুক্তির দাম কি তবে কয়েক আনা- দুটো টাকা!!
প্রশ্ন নাকি হতাশা,
একরাশ আক্ষেপ নিয়ে, কলমও ক্ষান্ত হলো-
আসলে টুঁটি চেপে ধরে বলতেই হলো,
চু-উ-উ-প।।
-
নবমী নিশি কাটলো বলেই
ফেরার আবার গল্প তাই,
উৎসবের এই অক্সিজেনেই
লড়াই জারির রসদ চাই।-
জট পাকানো গল্পগুলোর গলা চেপে ধরে কেউ,
বন্ধ নিশ্বাস আর দাবীর কথায় অবুঝ মনের ঢেউ।
রাতের বালিশ আদর গলায় জড়িয়ে ধরে রাখে,
দিনরাত সাথে হেডফোনে তাই গানগুলো ধরে থাকে।
"দিনক্ষণ মাপা আছে, বরাতে ছাপা আছে,
তারারা হাওয়া বুঝে, বয়ে যাবে ধরে কাছে।"
-
ডিপ্রেশন! কথাদের হাহাকার ঘিরে,
রোজ দীর্ঘশ্বাস নিয়ে বাঁচা পৃথিবী!
কেন -এর উত্তর খোঁজে?
যদিও জানে, তারারা খসে পড়ে, হারিয়ে গেছে,
বাঁধ ভেঙে , ভাসিয়েছে খড়কুটো।
তবে মুশকিল, তবুও পসিবল,
অনুভূতি সাথে ভিড় করে রোজ।
বাকি সব কথাদের কোলাহল ওঠে,
অগোছালো সুর, ইচ্ছে করেই গায়,
আলতো পরশে বলে, লাভ ইউ জিন্দেগি।।-
বাবাজি আছেন আশায়, হবে জম্পেশ ভুরিভোজ,
আদর ভুঁড়ির খেয়াল, আর স্বপ্ন দেখেন রোজ,
করোনা কৃপায় lock down,
আমফানে সব break down,
উদ্বিগ্ন আজ জামাইবাবু, মুখখানি দেখো গোঁজ।
-
অনুভূতি আদিমে,
অনেক কথার রঙে, ভেসে যায় কালবেলা।
বুজে আসা চোখে,
স্বপ্ন নালিশে, বাকি থাকে মনগড়া খেলা।-
ওরা পিছু ফিরে হেঁটে যায় পায়ে পায়ে,
খুব সাদামাঠা, ফিকে সংশ্লেষ,
ব্যর্থ কবিতা, হিসেব নিকেশ,
একদিন প্রেম মেখেছিলো যারা গায়ে।-
এক যে ছিল বেকার ছেলে স্যানিটাইজার নাম,
দোসরও ছিল মাস্ক বেচারা উড়লে ধুলো কাম,
হঠাৎ উদয় অতিমারী,
মানুষ বেসামাল সারিসারি।
মানিকজোড়ের নাগাল ছুঁতে তোলপাড় পথ্যধাম।-