Indralekha Nandi Dey   (ইন্দ্রলেখা)
63 Followers · 6 Following

Joined 30 April 2020


Joined 30 April 2020
13 JAN 2023 AT 16:26

আমার আঙিনায়,
স্বপ্নরা শেষ নিশ্বাস ফেলে
দিনের অবসানে।

-


18 JUN 2022 AT 15:44

ললাটে বিভূতি মেখে,
এই আষাঢ়ে হবে তান্ডব
ঝড়ের গতিবেগে।

-


4 JUN 2022 AT 20:54

আমি তো সেই কবেই হয়েছি একলা,
এতদিন ভুল করে রেখেছিলাম ধরে
আপন ভেবে সংগোপনে।
আমার করে পাবো বলে
নিজেকেই দিয়েছি উজার করে,
না ছিলো দাবি, না চেয়েছি অমূল্য রতন,
চেয়েছি একটু সম্মান আর ভালোবাসা।
খুব কি বেশী ছিলো চাওয়া?
বদলে পেয়েছি তবে কেন অবহেলা?
আজ ভেঙেছে ভুল, ছেড়েছি হাল,
বাঁধন করেছি আলগা,
চাইনা রাখতে ধরে,
থাকুক এবার সে নিজের মতো করে।

-


25 MAY 2022 AT 15:30

অগোছালো আমি
-----------------------
হ্যাঁ, একটু অগোছালো আমি
তাতে কি হয়েছে?
তোমার মতো নই,
ওসব হিসাব তুমি রেখো,
আমি নাহয় হলাম সৃষ্টিছাড়া।
কি হবে ওসব করে,
ভালোবাসাই ভীষন দামী।
যারা ওসব বোঝেনা কিছুই
ফালতু বিষয়ে করে তর্কবিতর্ক।
আমি যেমন তেমনই বেশ আছি
নই কোন ছদ্মবেশী,
এইরকম একটু অগোছালো, একটু খামখেয়ালী।
খুঁজলে পরে এতেই পাবে
গভীর প্রেম অনেক আছে,
নতুবা দোষক্রুটির হিসাব কষতে কষতে
বৃথাই জীবন যাবে।

-ইন্দ্রলেখা নন্দী দে।

-


18 JAN 2022 AT 15:54

নিজের মতো বাঁচতে গিয়ে
মানুষ আজ বড়ো একা,
একজন চলে গেলে
আর একজন সর্বহারা।

-


19 DEC 2021 AT 16:07

পড়ন্ত বিকেলের রোদে
তার স্পর্শ বেঁচে আছে,
শান্ত সরোবরে স্মৃতির ঝলকানিতে
জ্বলজ্বলে সেই প্রতিচ্ছবি,
শ্বাস আছে, বাতাস আছে,
শুধু উষ্ণতা নিভে গেছে।

-


4 DEC 2021 AT 22:58

বাষট্টির মনে আজ অকারণেই খুশির প্লাবন,
চেয়ে দেখি বসন্তের দোরগোড়ায় নাড়ছে কড়া অকাল শ্রাবণ।

-


2 DEC 2021 AT 16:57

তোমার দেওয়া অবহেলাগুলো
তুলে রেখেছি বাক্সবন্দি করে,
সময় হলে,
সেগুলোই তোমাকে দেবো ফিরিয়ে।

-


29 NOV 2021 AT 15:59

ভুলে যাওয়া নাম
আজ কন্টাক্ট লিস্টে বন্দি,
অবহেলাগুলো গিয়েছে নির্বাসন
হাজারো শতাব্দী অব্দি।

-


27 NOV 2021 AT 16:16

পাহাড়ি মন আমার শান্তির পরশ চায়,
দূরে কোথাও সূর্যমুখী হলুদ আভা ছড়ায়,
আমি সে রঙ গায়ে মেখে
শৈত্যের জঠরে উষ্ণতা দিই ভরিয়ে।

-


Fetching Indralekha Nandi Dey Quotes