বাঙলা চলচ্চিত্র জগতে তুমি
সর্বকালের সেরা সর্বোত্তম,
বাঙালির হৃদয়ে তাই
আজও স্মরণীয় উত্তম.
তোমার ছবি দেখতে বসে
বিভোর হয়ে যাই,
তোমার ছবিতেই যে
বেঁচে থাকার রসদ পাই.
আজও তাই সকলের মুখে
রয়েছে তোমার সুনাম,
তোমার মৃত্যুদিবসে জানাই
শতকোটি প্রণাম.-
তোমায় নিয়ে লিখতে বসেছিলাম
ভেবেছিলাম সে যাই লিখি তার উপসংহারে থাকবো আমি.
ভাবনাটা ছিল ভুল তাই ভূমিকাতেই হলো ঠাঁই.
মনের রং তুলিটা সেই দায়িত্ব নিলো
যাতে নিজেকে ঠাঁই দিতে পারি উপসংহারে,
মনের সমস্ত মাধুরী মিশিয়ে তোমাকে
মনের রঙে রাঙিয়ে চলছে আমার আঁকা.
তাই অবুঝ মনকে বোঝাতে
'লিখতে চেয়ে আঁকছি তোমায় '
মনের মধ্যে প্রতিনিয়ত.-
ভৈরবী সুরে জাগায় এক অনন্য অনুভূতি,
তার স্পর্শে ছন্দে -সুরে মনকেমনের ইতি.
ফিরে পায় মন এক নতুন অজানা ছন্দ,
ভুলে যায় তার রিক্ত মনের রাগ -অভিমান -দ্বন্দ্ব.
মনে হয় যেন সেই আলোয় মিশে
দুজনে হয়েছি একাকার,
জীবননদীতে বান ডেকেছে, এসেছে নতুন স্রোত
উজান স্রোতে ভেসে চলেছি অজানার পথে আবার.-
মনের ঘরের জানলা দিয়ে
আঁখি চলে যায় সুদূরপানে
অনেক গোপন গভীর কথা
ভেসে আসে আনমনে---
"আগে কত বৃষ্টি যে দেখেছি এ শ্রাবনে
জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে ".-
তোমার স্মৃতি পড়ছে মনে
হৃদয়ে তাই রক্তক্ষরণ,
মন খারাপের একলা ঘরে
চোখে তারই প্রতিফলন.-
নীল আকাশের মেঘের কোলে
ভেসে বেড়াই আপনমনে
মন খারাপের মেঘ জমলে
বৃষ্টি পড়ে সবুজ রঙে.
ইচ্ছেপূরণ 🌻-
সোনালী স্বপ্ন হবে সত্যি
অপেক্ষাদের প্রহর শেষে,
স্বপ্নগুলোকে সাজিয়ে রাখো
আসবে ফিরে সে অবশেষে.
-
একলা আমি একলা তুমি
একলা আসি একলা যাই,
নিঝুম রাতে ঘুমের দেশে
একলা পথের পথিক সবাই.-
উঠবে গেয়ে হাজারো প্রাণ
থাকবে তাতে ছন্দ সুর
ভরে উঠবে হৃদয় পুর.
আমার লেখা নতুন গানে
সুর জাগাবে স্তব্ধ মনে,
সেই খুশিতেই আনন্দেতে
মেতে উঠেছে সবাই আজ.-
যখন ই আমার ফোন আসে
তখন শাশুড়ি দাঁড়িয়ে পরে দরজার ফাঁকে
আর ভাবে.............-