Chirontoni Swarnali   (দুঃখ বিলাসী)
24 Followers · 25 Following

পথ হারাবো বলেই এবার পথেই নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেধেছি
Joined 5 October 2018


পথ হারাবো বলেই এবার পথেই নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেধেছি
Joined 5 October 2018
26 JUL 2021 AT 15:13

মন পাড়াতে দুঃখ জমেছে আজ,
মন খারাপের খেয়ালী আহ্লাদ।
তোমার আমার 'কথা-দূষণের' ভীড়ে
কোঁকড়ানো ভালোবাসা যায় হারিয়ে।

সকালটা আজ বড্ড অভিমানী,
তোমার থেকে দূরে সরে যাই আমি।
হিসাব বিহীন ধারালো কথোপ-কথন,
কথার ভারে নুইয়ে থাকে মন।

মুখ ফেরানো সম্পর্কের ভাঁজে ভাঁজে,
দীর্ঘশ্বাস ফেলছে জীবন মাঝে মাঝে।
জীবন থেকে যাপন শব্দের কতই বা ব্যবধান!
অনুভূতি নাকি মূল্যবোধ কার বেশি অবদান?

কথার বদলে কথার যুদ্ধ জারি
মনের সঙ্গে মনের ঘরে আড়ি।
ভাবতে-ভাবতে ভাবনাও যায় মিলিয়ে,
'তুমি' 'আমি' তেই সম্পর্ক যায় ফুরিয়ে।

-


6 MAY 2021 AT 18:07

আবারও শব্দ গুলো চোখের সামনে ভেসে ওঠে মিলিয়ে গেল......
কিছুই আর লেখা হলো না....।
এভাবেই একদিন ফুরিয়ে যাবে নিস্তব্ধ বিকেল
বোকা বোকা চোখ দুটো আর আগের মতো শব্দ খুঁজবে না......।।






-


2 JAN 2021 AT 18:08

ভালোবাসতে ভুলে গেছে এই শহর
তিলোত্তমা, পুরোনো চিঠি পড়িয়ে আবার শহরটাকে ভালোবাসতে শেখাবে?
দূরে যে সুরে সপ্তক প্রাণ পায়,
তিলোত্তমা, সেই সুরে একবার আমার শহর কে ছুঁয়ে দেখো নাহ্।

প্রেম ও ভালোবাসা এই দূরত্বের হিসেব মেলেনা আজকাল।
দূরত্ব তো নয়, অনুভূতি উপলব্ধি করতে চেয়েছিলাম মাত্র।
তবে স্বপ্ন গুলো ভেঙে ধাঁধার মতো ঠেকল কেন?

এখন প্রশ্নবোধক চিহ্ন গুলো ক্রমাগত বিস্ময়বোধক চিহ্নে পরিনত হয়ে যায়।
বছর ফুরিয়ে আসে,অনুভূতি মিলিয়ে যায়...

তুমিও ক্রমশ দূরে সরে যাও ,
মন খারাপের সন্ধ্যা নামা আমাদের আর একসাথে দেখা হয় না।
তোমায় নিয়ে এক পৃথিবী লিখব বলে
একটা খাতাও শেষ হয় না।

-


22 DEC 2020 AT 13:04

মুছে যাওয়া শব্দে নাজেহাল
কবি-মন।
ছুঁতে চেয়েও পাইনি যাকে
হাতছানি দেয় মন-কেমন।।

মন-কেমন আগে শব্দ শেখাতো
রাত্রি রঙে।
ইচ্ছে তখন আবেগ বুনতো
খেয়ালী ঢঙে।।
আবেগ এখন মিথ্যে শুধুই
কঠোর বাস্তবতা।
উধাও এখন শব্দ সবই
জয়ী নিরবতা।।

নিরব দৃষ্টি, শুন্য হৃদয়
অনুভূতিহীন মানুষ।
সময় বাড়ে, বয়স কাড়ে
নেই মান, আর নেই হুশ।।

হুশ তো আগেও ছিলনা তেমন
একাই কাব্য-মন।
এখন কেবল মন পরে রয়
হারায় মন-কেমন।।

-


8 NOV 2020 AT 14:58

আত্মসমর্পণের আবেগের ভাষা তুমি জানো না,
তাই বারংবার শব্দহীন অনুভুতি তেই বেঁচে থাকতে হয় তোমায়,
তোমার পৃথিবী তে আবেগ হাস্যময়, আবেগ ছেলেমানুষী।
কিন্তু আমার পৃথিবী এখনও আবেগময়,
আবেগ বুনে আমি প্রণয়ের কবিতা বানাই..

-


26 SEP 2020 AT 11:10

ভালোবাসার অতীত চুপিসারে আলতোভাবে ডাকে,
রূপকথার মেঘ ভালোবাসার স্মৃতিকথা মাখে।
অবুঝ অসুখ উষ্ণতা চায় হারানো মনে
মনখারাপের বৃষ্টি প্রেম ঝরায় হৃদয় কোণে।।

পাতাঝরা মরশুমে হাঁটি চেনা পথ ধরে,
কৈশোরে ফিরতে চাওয়া বর্তমান আড়াল করে।
চেনা অচেনার মুখ মুখোশে ক্লান্ত বেহায়া মন,
বৃষ্টি ভেজা জানলা গল্পে ভাসায় ঘরের কোণ।।

নিভে যাওয়া স্বপ্ন গুলি বেঁচে ওঠে পুনর্বার,
অপেক্ষায় মগ্ন চোখ আদর চায় হাজার বার।
মুখর প্রেম বেলাশেষে অবহেলার গল্প বলে,
ছা পোষা ভালোথাকা তাই উদাসীনতায় আলো জ্বালে।

মুঠোভর্তি ধুলোমাখা অতীত দেয় হাতছানি
কল্পনায় ঘেরা মূহুর্তরা এখন‌ও ভীষণ অভিমানী।।

-


21 SEP 2020 AT 14:54

আবেগ দিয়ে জীবন চলে না....
আবেগ ছাড়া স্বপ্ন গড়ে না।
আবেগহীনতা এখন গর্বময়
আবেগীমন তাই হাস্যময়।।

আবেগ শুধুই দুঃখ বাড়ায়
আবেগে হারায় মন
আবেগহীন মনকে সাজাও
গড়ো যান্ত্রিক জীবন।

যন্ত্র তুমি, যন্ত্র আমি
যন্ত্র সব জীবন,
যান্ত্রিকতার করাল গ্রাসে
ডুবুক সমগ্র ভুবন।

দিনের শেষে ঘুমের দেশে
বিকল হবে যন্ত্র
প্রেমের বেশে আবেগ শেখায়
ভালো থাকার মন্ত্র।

-


20 SEP 2020 AT 23:28

শুধু আবেগ দিয়ে জীবন চলে না
আর আবেগ ছাড়া স্বপ্ন গড়ে না।

-


15 AUG 2020 AT 23:33



তুমি যদি মেঘবালিকা হতে,
তবে আমিও ভালোবাসার কবিতা সৃষ্টি করতাম।
তোমার হৃদস্পন্দন ছুঁয়ে...
'জয়ের' মতো চেঁচিয়ে বলতাম "তোমার লিখতে পারি এক পৃথিবী".....

-


11 AUG 2020 AT 16:40

তোমায় ছুঁতে চাওয়ার মূহুর্ত গুলো
আমায় কেবল‌ই কাঁদায় হাসায়,
ঝাপসা স্মৃতি শ্রাবনের বৃষ্টির মতো
একঘেয়ে চোখে শুধুই শুন্যতা ঘনায়।।
দূরে বহুদূরে, নিষেধের বেড়া ডিঙিয়ে
আবেগ কবিতার শব্দ খোঁজে,
তোমায় আমায় মিলে কাটানো
আল্হাদি সময় এখনো অপেক্ষা করে বৃষ্টিতে ভিজে।।
'হারিয়ে যাওয়া' নাকি 'হারিয়ে ফেলা' কোন টায় আমাদের যন্ত্রণা গুলো
বিলাসিতার মান পাবে?
ঘুম না আসা রাত গুলো
দীর্ঘশ্বাসের চেয়েও ভারী হয়ে
ব্যর্থ ভালোবাসার দুঃখ মাপে।।





-


Fetching Chirontoni Swarnali Quotes