তুমি যদি আমার হয়েও , আরো ভালো কিছুর খোঁজ এ আছো ।
তবে তুমি চলে যাওয়া যে ভালো , আর সেই তুমি কে আমি না পেয়েও ভালো।
✍️Miss Sarkar 💓-
আমি আগলে রাখতে যানি, আপদার করতে নয় , আমি অভিমান করতে পারি , কিন্তু রাগ নয় , আমি জড়িয়ে ধরতে পারি , কিন্তু আঁটকে রাখতে চাই না , হ্যাঁ আমি অসীম ভালোবাসতে পারি, কিন্তু আমার ভালোবাসায় স্বাধীন তুমি।
✍️Miss Sarkar 💓-
My love is like that moon , which is beautiful from afar, and full of tarnish as it goes on .
-
অহংকারের কিছুই নেই , যাকে নিয়ে এত গর্ব তোমার , তোমায় লুকিয়ে কিন্তু সে আজ ও আমার খোঁজ করে । এবার বোঝো তুমি কাকে পেয়েছো, আর আমি কাকে ছেড়ে ছিলাম !!!
Miss Payel ❤️
-
কী অদ্ভুত না , যারা চলে যায় বেইমানি করে -
তাদের মনে পরলে শুধু ভালো টাই ভেসে উঠে।
খারাপ টা কেমন যেনো চাঁপা পড়ে যায় ।-
ঘৃনা আর ভালোবাসা দুটো ভিন্ন মনের ভাব বটেই কিন্তু ঘৃনা বলো আর ভালোবাসা এ দুটো জিনিস সবার সাথে হয় না । আর যার সাথেই হয় , সে খুব কাছের বা আপন হয় আর তাই বিষয় টা অত্যন্ত গভীর হয়।
-
সবাই শরীর স্পর্শে ব্যস্ত,
যে নিজের সব থেকে মূল্যবান মন দিয়েছে।
তার মন টা যদি স্পর্শ করতে , তবে আজ শরীরটা অন্যের হতো না ।
-
যার থাকার সে এমনি থেকে যাবে,
তার জন্য নিজের আত্মসন্মান কে নষ্ট করতে হবে না ।-
মে মানুষটা কোনো একসময় অন্তরে ছিলো।
আজ সেই মানুষটি দীর্ঘ শ্বাস এর কারন হলো।-
আমার লেখা গুলো,প্রাক্তন প্রেম নিয়ে সত্যি।
কারন এ ভাবনার বাইরে পৃথিবী যে মিথ্যে দিয়ে ভর্তির।-