Archita Das   (অর্চিতা)
111 Followers · 56 Following

read more
Joined 15 April 2018


read more
Joined 15 April 2018
26 FEB 2020 AT 0:32

when tear heals, it becomes fire.


and once the process is done,

no saline water can extinguish that.

-


31 JAN 2020 AT 14:07

Stupid
যে সম্পূর্ণ মিথ্যা বলে মিথ্যে টাকে সত্যি বানায়,
যে নিজের মিথ্যা ঢাকতে হাজার ঠুনকো গল্প সাজায়,
যে ভালোবাসার মৃত্যুতে ভালোবাসার ই দোহাই দেখায়,
যে শুধু স্বপ্নের মন নয়, খুব সচরাচর রূপ বদলায় ,
যে আবার নিজের আসল রূপ ধরা পরে যাওয়ার ভয় ও পায়,
তাইতো পুরোনো বন্ধু গুলোকে ব্লক করে পালিয়ে বেড়ায়,
নিজেকে শ্রীকৃষ্ণ বা রোমিও ভেবেই সারাটা দিন কাটিয়ে দেয়,
যার মেকি কবিতার ছন্দে গোলাপ ফুলও গা ঢাকা দেয়,

যে নিজের মিথ্যার খেলায় বাবা মা কেও অংশীদার বানায়,
ঘটনা চক্রে হলেও তার নাম "Stupid" ই মানায়।

-


31 DEC 2019 AT 23:28

এখনি চলে যাচ্ছ?

ওইতো সেদিনই তুমি এলে একটা ঝলমলে হাসি নিয়ে,
কত উপহার ঝুলিতে ভরে,কতো দায়িত্ব বুঝে নিয়ে!
নতুন বন্ধু, নতুন পরিস্থিতি,নতুন পরিবেশ চিনিয়ে-
আজই চলে যাচ্ছে ?

ওইতো সেদিনই কত আনন্দে মেতেছিল শহরটা,
তোমায় ডেকেছিল প্রাণ ভরে,সাক্ষী আছে গান হাজারটা,
তোমার কাছে আবদার আর অভিযোগের খবরটা--
না নিয়েই চলে যাচ্ছ?

আজ কেউ একটুও কাঁদছে না কেন তোমার মৃত্যু শোকে,
নতুন কেই যে সবাই আস্কারা দেয় পুরোনো জিনিসের আগে,
নবীন বরণ টা যদিও সমাজের কর্তব্য,তবুও এমন আত্মত্যাগে--
আজই চলে যাচ্ছ?

অনেক আনন্দ আর চিরস্মরণীয় স্মৃতিও যেমন দিয়েছ,
কঠোর বাস্তব আর অবস্থার চাদরে মুড়ে বাঁচতেও শিখিয়েছ।
তুমি ভালো থেকো ২০১৯, তোমার উত্তরসূরি আজ ক্রমিক সারিতে,
আর তুমি চলে যাচ্ছ!


-


7 OCT 2019 AT 1:17

দুটো হাত ...
দুটো হাত ... রোদে পোড়ে,জলে ভেজে,
একটা ছাতা,অপর রেইনকোট সেজে,
দুটো হাত..ঘর্মাক্ত,পিছলে যায় তবু ছাড়ে না,
শক্ত করে আবার ধরে,ধাক্কা খেয়ে হারে না।
দুটো হাত .. খুব শক্ত-বেশি আশা করে না,
কামার আসে, লোহার আসে,কেউ ছাড়াতে পারেনা।
তারপর আসে ঝর,ভাবে এবার পারবে,
বিপদগামী হাত দুটো এবার ভয়ে মরবে।
তখন হাত দুটো দৃঢ়প্রতিজ্ঞ,যা আছে দেখে নেবে,
বিপদ নামের সকল বস্তু কে দুহাতে মেরে দেবে।।

-


27 SEP 2019 AT 13:43

ঘুম ভাঙা চোখ সকাল বেলায়,
একটা ছবি মনে,
সেই ছবিই রোজ ব্যস্ত গলায়,
যুক্তি - তর্ক টানে।

-


24 SEP 2019 AT 3:51

More you adjust to correct it,
the demand is also more to see you as perfect.
that's why "adjustment" is not "perfection"
by demanding with one hand,you can't get.


-


24 SEP 2019 AT 3:34

more you try to serve one,more you become a servant

-


7 SEP 2019 AT 23:27

I think becoming selfish is an art. Everyone can't do it.It has also some courses-very tough to acquire if this trait is not added to you by some curses.
In this era,who doesn't want to learn it? But alas!it is not theory my friend,total marks is allotted to practical only,So learning by doing is required what is not easy at all!

-


7 SEP 2019 AT 23:18

A small right up by my inner soul making me understand about something hapazard;some may not understand--
We are walking,right? walking everytime either by making steps or by thinking matters.We walk a lot,we fall a lot,but in every step we think about what we love or what our love loves!Strange na? Sometimes we think about matching up our thoughts with someone,when it matches,we become happy cause our thinking get approved,when doesn't we get hurt. Some situation comes when we have to choose things,may be , both the things are special but something goes beyond your control and reaches to Godliness,now if you go for that the society will call you a dumb,a servant. But are not we the servant of God?There may be another possibility too. The God may think you as servant only;if not that is other case. So what I was talking,our road is full of difficulties,so we prioritise things.In this process we often make mistakes,we fail to make difference between need and necessity. We get trapped in illusions & see whatever is seen to us.So,in this moment ,may be you are thinking about something special of your day or some important deeds--that can also be an illusion. So be cautious!

-


26 AUG 2019 AT 20:37

এক পা, দু' পা
হ্যাঁ তুই হাসতেই পারিস,
সমাজের চোখে ধূলো দিয়ে,
ঠোঁট দুটো আরেকটু মেলে,
দমকা স্রোত আনতেই পারিস,
তবে পারিসনা সেই হাসিতে,
সেই প্রশ্ন চোখের মেঘ রাশিতে-
আমায় ঘুম পাড়াতে এক তুড়ি তে।

তুই আমার মনের অনেক উপকথায়,
দৌড়তে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতায়,
কিংবা আবার উঠে দাঁড়ানোর সাহসিকতায়।
আনন্দে বা উদ্দীপনায়,পাগলামো বা দৃঢ়তায়।
তুই যে তুই ই,যা আজও সম্পূর্ণ করে চলে আমায়।

কিন্ডারগার্টেন স্কুলে বাড়ি ফেরা পথে ঘুমন্ত চোখের আশ্রয়,
হাই স্কুলে হাত ধরা রাস্তা আর ফুচকা খাওয়ার প্রশ্রয়,
আচ্ছা,১৯ বছর এইটুকু নাকি,চোখের পলকে ছোটে,
আরও বাকি একসাথে চলা,এক পা- দু'পা হেঁটে।

ভালো থাক,খুব ভালো থাক,আর চাইব না বেশি!
ভালো থাকাটাই কজন পারে,থাকে অল্পেতে খুশি!
অনেক কথা বলা হয়েছে,উপন্যাস বলা বাকি,
দিদিভাই,আমি তোর ছবিটা বুকের মধ্যে রাখি।

-


Fetching Archita Das Quotes