অভিমানের আড়ালে লুকিয়ে থাকা, ভালোবাসা তুমি কখনো বুঝতে পারলে না!
❤️প্রিয় জাকিয়া❤️-
শিশির পায়ে পায়ে
শীতের সকালে আকাশ জুড়ে বৃষ্টির আনাগোনা,
খালি পায়ে শিশির ভেজা পথে হাঁটতে কতটা ভালো লাগে।
অনুভূতির খেয়ালে যখন আমি হারিয়ে যাই,শৈশব কৈশোরের দশ থেকে আঠারো বয়সে।-
তোমার কিশোরী মনে, জায়গা ছিল আমার জন্য। অনেকদিন পরে বুঝতে পেরেছি?
সেটা ছিল আবেগের ভালোবাসা নয়।-
বান্ধবী তোমার মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে ছিল বিশ্রী অদ্ভুত এক রূপ।
-
প্রিয় মানুষের ভিতরে নোংরা রূপ দেখার পর ,যেমন তেমন করে জীবন কেটে গেলেও ,শান্তির স্তম্ভিত নষ্ট হয়ে যায়।
-
ঠোঁট ছুঁয়ে দিলে
মন স্পর্শ করতে তুমি হয়েছে ব্যর্থ।
স্মৃতির কাহনে আমি জর্জরিত,
সেকেলে অতীত বারংবার বৃদ্ধি করে হৃদয়ে রক্তক্ষরণ।-
মিলিয়ে আসা আলোয়, তোমার সাথে কাটানো দিনগুলো ছিল ভালো!
মুহূর্তে বদলে গেল সম্পর্কের রূপ, তুমি হয়ে গেলে চেনা থেকে অচিনপুরের সুখ!-
আকাশের বুকে আজ নেই রংধনুর সাজ ভীষণ অভিমানী সে একটু পরে বৃষ্টি ঝরাবে চাইলে তুমি ভিজতে পারো অতি গোপনে।
-