#বীথি সরকার   (বীথি🍃)
863 Followers · 104 Following

read more
Joined 17 June 2017


read more
Joined 17 June 2017

পদ্ম পাতায় টলমলে যে জল,
তোমায় দেখতে মিথ্যে অবিকল!

-


6 AUG 2024 AT 21:40

কি ঝড় উঠলো এ শ্রাবণে,
ঘটি-বাটি
মগজ-স্মৃতি
বিকিয়ে গেল অকারণে।

আহা কষ্ট হয়,
সভ্যতা যদি নষ্ট হয়!

-


1 AUG 2024 AT 19:28

যে হাতটা কেটে গেছে অবলীলায়;
তার খোঁজ রাখা হয়না।
যুদ্ধ থেমে যায়; রক্ত শুকিয়ে যায়।
শুধু রক্তচাপ বাড়ে-কমে!

তুমি আসোনি না চলে গেছ;
ওসব মনে পড়েনা।
বট গাছ স্বপ্নে আসে,
কড়া নাড়ে; চলে যায়।

সব্বাই কি আর ছায়া হতে পারে!

বাদ দাও ওসব-

অন্তত একটা সিঁদুরে দিনের
অপেক্ষা হতে পারবে?
বা বৃষ্টির মতন কিছু!
আবছায়া কবচতাবিজ
করে রেখে দিতাম তাহলে।

-


16 JUL 2024 AT 22:53

কাঙালিনীর জীবন-যাপন,
কি আছে আর কি ই বা নেই,
কবরের ভেতরেও মানুষ বাঁচে,
অন্ধকারে হারায় খেই।

-


4 JUL 2024 AT 20:36

চুঁইয়ে পড়া জীবন জানে
নদীর কোথায় ছন্দ পতন,
হঠাৎ কেমন বেহুশ বৃষ্টি,
আটকে রাখি ভেতর প্লাবন।

-


28 JUN 2024 AT 15:35

আকাশ চিরে মেঘলা নামে নামুক,
ফিনিক্স পাখির কিসের আবার ভয়,
ঘরেবাইরে নীলে-নীলে ভরা,
তপ্ত বুকে থামুক প্রত্যয়।

-


12 JAN 2024 AT 21:58


#শোক

নিজেকে সরিয়ে নিতে হয় এই ভেবে,
না জানি কি খামখেয়ালি সাঁকো,
তুমি চলে গেছো ছায়া মাড়িয়ে;
সৌজন্যে দেখা পাবে নাকো।

যা কিছু সরিয়েছে মেঘ,
আকাশের হাওয়ার মতন,
ফ্যাকাসে মুখগুলো ভারী,
শেষ হওয়া অনভিপ্রেত।

খানিকটা থেমে যাই চরে,
চোরাবালি গ্রাস করে মায়া,
চোখ মেলে শূন্যতা দেখি,
তোমার চোখে চুড়ান্ত যে হায়া!

ঠিক আছে বস একবার,
বিদায়টা শেষমেশ হোক,
জীবনের টানাপোড়েনে,
একসাথে পালি চলো শোক।

-



যে পথে উড়ছে ধুলো,
ধোঁয়াশা; অস্বচ্ছ সব,
সেখানে কি ই বা থাকে,
নিঃশব্দে হয় কলরব।

তা বলে চলে গেলে হবে!
ভালোবাসার অজস্র ছাঁই,
যারা বলে ভালো আছি খুব,
তাদের তো আদৌ কিচ্ছু নাই।

-


23 SEP 2023 AT 21:46

কিছু অছ্যুৎ কারিগর!
যাদুকরী; এঁকেছিল পাথরে,
সেসব তলিয়েছে লবণে,
একাকী সমুদ্রের কবরে।

-


26 JUL 2023 AT 23:54

কাহাতক খুঁজে চলি সুক্ষ্ম তাবিজ,
যাতে ভালোবাসা আছে লেখা।
মরুপথে জেরবার ক্লান্ত নাবিক,
আদতে মরীচিকা;
সব ফাঁকা!

-


Fetching #বীথি সরকার Quotes