অশুদ্ধ বাঙালি  
116 Followers · 49 Following

Proud to be a বাঙালি😌🇮🇳
Words cheer me to write the best✍
বাংলায় লিখতে বেশি পছন্দ😅✌
Joined 16 September 2018


Proud to be a বাঙালি😌🇮🇳
Words cheer me to write the best✍
বাংলায় লিখতে বেশি পছন্দ😅✌
Joined 16 September 2018

যদিও আমরা ভালোই থাকি, সামলে নিয়ে ক্ষত;
দিনের শেষে আমরাও ঠিক কাঁদি যে যার মতো।

-



*Random conversation*
অজিত:(চায়ের কাপে চুমুক দিতে দিতে) বুঝলে ভায়া, আজকালকার ছেলে-মেয়েদের মধ্যে সেই পুরোনো culture আওয়ারানোর স্বভাবটাই উঠে গেছে পুরো।
ব্যোমকেশ: কি এখন সবাই সেল ফোনের ভেতরে মাথা গুজেছে বলে তোমার ইতিহাসের খুঁটিনাটি যুক্তিতর্ক করতে সঙ্গী পাচ্ছ না নাকি?হ্যাঁ..
অজিত: না সেটা নয় ঠিক, কিন্তু নস্টালজিয়া বলেও তো একটা শব্দ আছে নাকি..
ব্যোমকেশ: আচ্ছা বুঝেছি, কিন্তু আমিও ওটা কমই মেনে চলি। কিছু লোকে বলে বাঙালীরা নাকি এখন প্রাচীনত্ব বহন করে চলতে পারে না; কে বলেছে সেটা, generation change হলেও কি, দেখ না; একচেটিয়া ব্যবস্থা'টা এখন upgrade হয়ে দাঁড়িয়েছে one sided love-এ, ব্যাস। কিছুদিন আগেই তো youtube-এ trending ছিলো "Bada pachtaoge." রবীন্দ্রনাথের ওই বিখ্যাত লাইনটা শুনিস'নি, "এরা ভুলে যায়; কারে ছেড়ে, কারে চাই।"খবরের কাগজ না পড়লেই আর আমাদের সময়কার ওই পুরোনো গানগুলো না শুনলেই কি ওরা modern নাকি!

-



No one can understand us properly either a stranger or the person whom you loved. truly they can only motivate you to get rid of this, saying that they understands your situation but is it true? You cannot understand how much pain have been tolerates during periods; you cannot feel how lonely they're after a heartache, you cannot feel how much things your parents would sacrificed for seeing your little smile. Stop pretending that you care; if you really cares do something heartily.

-



সে..(y)

Her feelings she hides,
Her dreams she can't find.
She's losing her mind,
She's falling behind.
She can't find her place.
She's losing her faith.
She's falling from grace,
She's all over the place...

-



Don't care too much of anything, people doesn't know the real value of effort that you were spent.

-



হঠাৎ সেদিন জানলায় দাঁড়িয়ে দেখি,
ঘাসের উপর আস্ত আস্ত জমেছে তুলোর কণা;
মেঘের বালিশে ফাঁটল ধরেছে,
তাই ওদের ভুল ঋতুতে আনাগোনা।
সেই তুলো ভাসে না বাতাসে,
শুধু গলে যায় শরীরের উত্তাপে; ঠিক যেন
সাদা মরুভূমিতে ছোট্ট মেয়েটি গর্ত খুঁড়েছে আনমনে,
হয়তো গল্পে শোনা রাজার মুকুটের সন্ধানে।
সেই তদন্ত চলতে থাকুক, দিন-রাত জুড়ে রোজ
প্রত্যেক উপসংহারে যেন থাকে সিন্দ্রেলা বা রাপাঞ্জেলের খোঁজ।

-



That day,
when you were broke my heart;
I'm trying to fix things but your slience
Spoke to me, just go and please shut up!

That day,
You didn't pick up my unremitting calls
Ignorance made me believe,
Everything is fake like all.

-



লোককথায় শুনেছি,
প্রেমে নাকি সুখ পালিয়ে যায়;
তাই যদি হয়,
তবে সত্যি ভালোবাসায় কি কষ্টেরা দীর্ঘস্থায়ী হয়?
সবই নাকি গুজব,
ছড়িয়েছে সব মিথ্যুক;
(তবে আমি তো চাই)
সাধারণ, অসাধারন মিলে মিশে বাঁচুক।

-



"রোগটা এখনো সারছে না,"
আজকেও অফিস না যাবার অজুহাতে;
বাঙালি এখনো সেঁকেলেই আছে,
কাটাকুটি খেলে পুরোনো হালখাতাতে।

ধুতি, পাঞ্জাবি না পড়লেও, দুপুরে
নানাধরণের ব্যামো,মাছ-মাংসের তালে;
মায়ের নতুন শাড়িতে মুখ মুছে,
বছরের প্রথমদিনে একলা কি চলে!

চৈত্র শেষে যদি ভিজে যায়,
পুরোনো শহরের হাঁকে;
বাংলা সংখ্যা আবার জন্ম নেবে,
নতুন করে বৈশাখে।

-



স্মৃতির ঢেউয়ে ঠেলে, গুনবে নুড়ি-কাঁকড়
শত দূরত্ব সত্ত্বেও গড়ে তুলছ ভাঙা চিলা;
পিছুটান ভুলে অ্যাস্ট্রেতে জমা হয় মৃত অবহেলা।
হঠাৎ একদিন যদি দেখা হয় মোড়ের মাথায়,
সব রাগ, ঘেন্না ভুলিয়ে আটকাবে আমায়
না আবারও চোখের ইশারায় বলবে, "ভালো থেকো, আজ তবে যায়।"

-


Fetching অশুদ্ধ বাঙালি Quotes