দীর্ঘ সংগ্রামের অর্জিত হইলে তুমি ২১ শে ফেব্রুয়ারি, মিলিয়াছে মাতৃভাষায় কথা বলিবার স্ব-স্বাধীনতা। প্রত্যাশা প্রাণে শূণ্য পদে হন্টন করিবার উদ্বিগ্নতায় নিদ্রাহীন এই দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার আকুলতা।
যারা বক্ষভেদী ছিনিয়ালইছে হৃদয়া- নলীনের বিশুদ্ধ রূধিরে শণিত, সখা তোমারি অন্তরঙ্গের প্রনয়ের কথাখানি। যে ভাষায় মিত্রতা মিলিয়াছে অজশ্র কোটি কোটি হৃদয়ান্তরের ছড়াইয়া দাও এ মাতৃভূমির বাংলাভাষা খানি কে ...-
ছেলে পড়ে ইংরিজি মিডিয়ামে ,
বাংলা স্কুলে আছেটাই বা কি !
মেয়ে বিদেশ যাবে আগামিকাল ,
পিৎজা টেস্টি, বিস্বাদ রুটি-ঘুগনি !
'রবীন্দ্র' উচ্চারণে হেঁচকি ওঠে ,
তার চেয়ে ভালো 'ট্যাগোর' ৷
জেনো, মায়ের কাছে ভাষা শিখেই ,
পেয়েছেন তিনি 'নোবেল' আদর ৷
বাংলাটা ঠিকঠাক আসে না ,
ভাবছ, এতেই জুটবে সম্মান ?
মাতৃভাষা ভুলে নিজেই ছোটো হবে তুমি !
নিজেই নিজের অসম্মানের কারণ ৷-
একুশ মানেই বুঝি কেবল,
খালি পায়ে প্রভাতফেরি হেঁটে,
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ?
টিক্ টিক্ শব্দে মুঠোফোন তবে কেন মুখরিত?
লোক দেখানো নজরকাড়া ছবি,
শ্রদ্ধাভরে উচ্চস্বরে বাজে হিন্দি গান,
তরুণ-তরুণী তখন হাত-পা ছুড়ে,
কেবল উদ্ভট নৃত্যে ব্যস্ত!
এই বুঝি তবে একুশে'র শ্রদ্ধা জ্ঞাপন?
বাংলিশ শব্দে চলে ক্ষুদে বার্তা,
কথায় কথায় ইংরেজি শব্দের ফুলঝুরি!
বাংলা বলে নিম্নমানের মানুষেরা,
আমরা তো গর্বিত পশ্চিমা অনুসারী!
যাদের চরণে ফুলেল শ্রদ্ধা,
তাঁদের কর্মে কেবলই অবজ্ঞা?
এই বুঝি নতুন প্রজন্মের,
শ্রদ্ধাবোধের শিক্ষা!
ও ভাষা শহীদ সালাম, রফিক ভাই,
তোমাদের তরে করজোড়ে নিবেদন,
বাংলা'র মান পারিনি রাখতে,
ক্ষমা করো আমাদের।
কবিতাঃ ক্ষমা করো একুশে-
ই-এ ইংলিশ আসছে তেড়ে ব-এ বাংলা নেবে কেড়ে।
কি হলো দাদা,বুঝলেন না তো??
বলছি।
বাংলাভাষা!
সে আবার কেউ শেখে নাকি?
কি আছে বলুনতো এতে?
থাকবে কি কোনো এন্ট্রান্স টেস্ট?
আছে কি কোনো চাকরি?
আছে শুধু কূটকচালি,
আছে শুধু প্যানপ্যানানি।
ইংলিশ,হুম তবে না একটা শেখার মত ভাষা হলো।
আহ,কি তৃপ্তি just awesome.
উহু,এত কি ভাবছেন মশাই
গরগড়িয়ে কেউ ইংলিশ বললে
বুঝি মনে মনে 'দারুন দারুন' বলেন না?
ছেলেমেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য নেই কি আপনার আহিংকে?
আচ্ছা ভালোবাসা প্রকাশের ভাষাটাও কি ইংরেজি নিয়ে নেয়নি?
তবে থাক আজ মাতৃভাষা বৃদ্ধাশ্রমে বন্দি,খোকা খুব বড় হোক,বিদেশে গিয়ে হোক বেঙ্গলিশ।
খোকার বোতাম-আঁটা জামার নিচে চাপা থাক 'মোদের গরব মোদের আশা আ'মরি বাংলাভাষা।'
এবার নিশ্চই বুঝতে পেরেছেন।
-
ঐতিহাসিক ভাষা দিবসের দিনে
রক্ত ঝরানো শহীদদের
সশ্রদ্ধ প্রণাম করি,
আমার ভাষা আমার গর্ব
তাদের দয়ায় হয়েছে অমর
একুশে ফেব্রুয়ারি।-
২১ শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে "বাংলা" ভাষা নিয়ে একরাশ জ্ঞান দিয়ে বাড়ি ফিরে,
অমল বাবু তার স্ত্রী কে বললেন- "বুঝলে গিন্নি ছেলেটাকে এবার একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে পারলে শান্তি।"
-
×× আমার বাংলা ভাষা ××
ভালো লাগার ভাষা,
ভালোবাসার ভাষা,
প্রানের ভাষা,
মনের ভাষা,
পরিচিতির ভাষা,
সুখ-দুখের ভাষা,
মিলনের ভাষা,
বিরহের ভাষা,
ঠোঁটের হাসির ভাষা,
চোখের জলের ভাষা,
চির স্মৃতির ভাষা,
বেঁচে থাকার ভাষা,
গর্বের ভাষা,
প্রতিবাদের ভাষা,
মাতৃভাষা,
আমার বাংলা ভাষা।-