শূন্য দেউল, একলা প্রদীপ
সাক্ষী শুধু মঙ্গলঘট..
-ইতিকা-
নিজের কবিতার মধ্যে দিয়ে নিজেকে জানার অধ্যায়ে আছি। 😊😊
I'm not a feminist but the ... read more
অপেক্ষার প্রহরের সমাপ্তি হলো
আশ্বিনের শারদপ্রাতে জাগরিত
হলো অভয়াশক্তির আগমনী।
বাঙালির পরিচিত কণ্ঠে বেজে
উঠলো 'তোমার আলোর বেণু'।
তিমির রজনী শেষে দেবিপক্ষ
রণিত ধ্বনিত হলো দিকে দিকে।
তর্পণকালে মহামায়া যোগসূত্র
রচনা করলেন পূর্বসূরিদের সাথে
অসুরদমনে নিখিলবীণায়;
তোমার ঐশ্বর্য, তোমার শক্তি,
তোমার আধার মর্ত্যলোকে পূজিত হলো।
কাশফুলের স্পর্শে, শিউলি গন্ধে
আবেগের পেঁজা তুলো মেঘাকাশে,
শুরু হলো তোমার আগমনী।
- ইতিকা-
জেহাদ আর বিদ্রোহ যখন কাঁটাতার পেরিয়ে যায়।
মনের ঘরে প্রার্থনা আর আজান আনে যুগান্তরের খড়গপাণি।
-ইতিকা-
জন্ম মৃত্যু সুখ দুঃখ জীবনের প্রতিক্ষণে
কবি তুমি রবে নীরবে প্রতি ২২শে শ্রাবণে...
-ইতিকা-
দাদা মানে, মহারাজা হয়েও বাংলার ঘরের ছেলে
দাদা মানে, জামা উড়িয়ে ব্রিটিশের দর্পচূর্ণ করা
দাদা মানে,বাইশ গজে বাঙালির গর্বের সেই যুগ
দাদা মানে,চোখের নিমেষে কভার ড্রাইভে বল
দাদা মানে,ভারতীয় দলকে টিম ইন্ডিয়া বানানোর দৌড়
দাদা মানে, তুমি হলে অফ সাইডের ভগবান
দাদা মানে,বাঁহাতি রাজার সেঞ্চুরিতে ঝোঁক
দাদা মানে বাঙালির গর্ব,অহংকার,বড়াই সব
দাদা মানে বাঙালির ভালোবাসা,আবেগ,নস্টালজিয়া
দাদা মানে দাদাগিরি,বাঙালির মনে তোমার রাজ।
দাদা তুমি নিও প্রণাম,জয় বাঙালির জয়।-
বুঝলি গুপী,ভূতেররাজার sc,st যে
বরের জন্য online এঘরেও কে
applicationকরতে গিয়ে তা জানতো!!
দেখি generalদের শুধু দুটো
seat।তাও আবার রাজাকে
তুষ্ট করতে পারলেই।
- ইতিকা
-
বিশ্বজুড়ে হিংসা যখন
মানবিকতায় পরলো দাড়ি
বেঁচে উঠলো কিছু স্বপ্ন তখন,
ক্রিশ্চিয়ানো সেই স্বপ্নের বাড়ি।-
আবেগ নিয়ে মিথ্যা আলাপ
মনের ঘরে বন্দি
কেউ জানেনা কথার খেলাপ
করে সুযোগের ফন্দি।
- ইতিকা-
বৃষ্টি নামুক আমার ঘরে, কষ্টগুলোকে ভাসিয়ে দিক,আর ফিরিয়ে দিসনা।
তোর অপেক্ষায় রোজ ওরা মরে,
আমাদের দিনগুলোর সওদা করিসনা।
- ইতিকা-
In between seeking eraser under the desk and,
seeking for job we all grow up..-