Itika Sarkar  
542 Followers · 114 Following

read more
Joined 29 September 2017


read more
Joined 29 September 2017
19 OCT 2018 AT 22:42

শূন্য দেউল, একলা প্রদীপ
সাক্ষী শুধু মঙ্গলঘট..

-ইতিকা

-


8 OCT 2018 AT 14:05

অপেক্ষার প্রহরের সমাপ্তি হলো
আশ্বিনের শারদপ্রাতে জাগরিত
হলো অভয়াশক্তির আগমনী।
বাঙালির পরিচিত কণ্ঠে বেজে
উঠলো 'তোমার আলোর বেণু'।
তিমির রজনী শেষে দেবিপক্ষ
রণিত ধ্বনিত হলো দিকে দিকে।
তর্পণকালে মহামায়া যোগসূত্র
রচনা করলেন পূর্বসূরিদের সাথে
অসুরদমনে নিখিলবীণায়;
তোমার ঐশ্বর্য, তোমার শক্তি,
তোমার আধার মর্ত্যলোকে পূজিত হলো।
কাশফুলের স্পর্শে, শিউলি গন্ধে
আবেগের পেঁজা তুলো মেঘাকাশে,
শুরু হলো তোমার আগমনী।

- ইতিকা

-


23 FEB 2018 AT 22:52

মায়ের জাত ওরা
বেশ্যা নয়,বীরাঙ্গনা
ভোগীদের শিকার।।

-


13 DEC 2017 AT 21:13

He was my
integral calculus.
I was his lower
limit outside
the mod
function and
the square
bracket..

-


4 DEC 2017 AT 10:59

-----ধরিত্রিমাতার অভিমান-----
হে ধরিত্রীমা,আজ তোমার চোখে কেন জল?হায়, কি কপাল জননীর পেয়েছে এমন সন্তান।যে মা পূজিত, সে আজ ধর্ষিতা।কেন আজও অধিকারের জন্য ছটফট করে নারী?জননীকে বাঁচতে দাও হে মায়ের সন্তান।কিছু না শুধু সম্মানটুকু পেলে সে খুশি।শত আঘাত রোধে দুর্বল মা যখন সচেষ্ট তোমায় বাঁচাতে,বাঁচতে কি তুমি দিয়েছো বৃদ্ধমাকে?হে মায়ের সন্তানেরা যুগে যুগে মায়ের মতো নারী কেন পণ্য?বাচ্চামেয়ে স্কুলে গেলে কেন তার ওপর হামলে পরে পিশাচেরা।পৌরুষত্ব মানে কি প্রভাব খাটানো?মাতৃপুজা কি তবে উপলক্ষমাত্র?আসল কি পুরুষতন্ত্রই?
জগৎকে বাঁচিয়েও কেন দশভূজা আজ পিতার অনুমতির অপেক্ষ?
তবে কি ঋতুমতীদেবীও আজ দেউল থেকে বঞ্চিত?দুর্বল ভেবো নাহ আমাদের,নয়মাস পেটে রাখার ক্ষমতা ঈশ্বর দিয়েছেন আমাদেরই।মনে রেখো জন্মদাত্রীমা একসময়ের কন্যাশিশু ,যার অস্তিত্ব আজ তুমি হরণ করেছ।

-


2 DEC 2017 AT 17:08

কথায় বলে মানুষ এমন এক প্রাণী যে নিজের মনুষত্বকে নিজেই অস্বীকার করে।আজ আরও একবার তাই করল।ইস্ত্রিকরা জামার ভাঁজে লুকিয়ে থাকা জঘন্য লালসার প্রকাশ যা সভ্যতার কলঙ্ক।বুনিপের ধর্ষিত বীর্যজাত নিকৃষ্টগুলো আজ একরত্তি শিশুকে নষ্ট করলো।নরকের জীবগুলোর উপর নাকি শিশুটির ভবিষ্যতে এর দায়িত্ব ছিল।যারা এক শৈশব নষ্ট করে যারা মা বাবার আশা ভরসা ভূলুণ্ঠিত করে তারা আবার 'শিক্ষক'।ধিক্কার এই শিক্ষাব্যবস্থা কে।ধিক্কার এই সমাজ এই সরকারকে।একটা শিশুও এখানে বিকৃতকামীদের লালসার শিকার।যে শৈশব হেসে খেলে বেড়ানোর সে আজ ঘরের কোণে আতঙ্কের ডেরায় বন্দি।তাই আজ গাঁধীজির মতো নয়,রবিঠাকুর এর মত সকলের মুখে ধোনিত হোক 'দানবের সাথে আজ সংগ্রামের তরে'

-


30 NOV 2017 AT 11:51

প্রিয়,
আমি তোমার প্রাক্তন
তবে কালের নিয়মে নষ্ট
আমি আজ এক নষ্ট মেয়ে।
সেই প্রাচীন আলাপ আজ
গরলসম।
গরল-শোনিতস্নাত এ গর্ভ,
তোমাকে ভালোবাসার অপরাধে।
সমাজ বলে এ কলঙ্ক আমার
প্রাপ্য।আমি যে অবাধ্য।
তোমার প্রেমে অন্ধ অবাধ্য প্রেমিকা।
বড়ই দানবিক ভোগী এসমাজ,
তাইতো বহু প্রেমিকাকে বানায়
নষ্ট মেয়ে।

-


22 AUG 2018 AT 14:49

জেহাদ আর বিদ্রোহ যখন কাঁটাতার পেরিয়ে যায়।
মনের ঘরে প্রার্থনা আর আজান আনে যুগান্তরের খড়গপাণি।
-ইতিকা

-


8 AUG 2018 AT 23:39

জন্ম মৃত্যু সুখ দুঃখ জীবনের প্রতিক্ষণে
কবি তুমি রবে নীরবে প্রতি ২২শে শ্রাবণে...
-ইতিকা

-


8 JUL 2018 AT 13:17

দাদা মানে, মহারাজা হয়েও বাংলার ঘরের ছেলে
দাদা মানে, জামা উড়িয়ে ব্রিটিশের দর্পচূর্ণ করা
দাদা মানে,বাইশ গজে বাঙালির গর্বের সেই যুগ
দাদা মানে,চোখের নিমেষে কভার ড্রাইভে বল
দাদা মানে,ভারতীয় দলকে টিম ইন্ডিয়া বানানোর দৌড়
দাদা মানে, তুমি হলে অফ সাইডের ভগবান
দাদা মানে,বাঁহাতি রাজার সেঞ্চুরিতে ঝোঁক
দাদা মানে বাঙালির গর্ব,অহংকার,বড়াই সব
দাদা মানে বাঙালির ভালোবাসা,আবেগ,নস্টালজিয়া
দাদা মানে দাদাগিরি,বাঙালির মনে তোমার রাজ।
দাদা তুমি নিও প্রণাম,জয় বাঙালির জয়।

-


Fetching Itika Sarkar Quotes