Amartya Das  
1.2k Followers · 1.2k Following

read more
Joined 29 March 2020


read more
Joined 29 March 2020
9 APR AT 22:21

—সফলতা,
তোমায় খুঁজি অহর্নিশির রাত,
তোমায় ছোঁয়ার স্বপ্নে, স্বপ্ন ছুঁই
তোমার জন্য কতো অবসাদ ।

-


9 APR AT 22:16

—সফলতা,
তোমায় খুঁজি অহর্নিশির রাত,
তোমায় ছোঁয়ার স্বপ্নে, স্বপ্ন ছুঁই
তোমার জন্য কতো অবসাদ ।

-


21 MAR AT 9:45

কবিতা তোমায় বরণ করি প্রতিদিন
নতুন রূপে নতুন শৈল্যে।
কবিতা শক্তি কবিতা ভক্তি,
কবিতা আরাধ্য কল্পনার মুক্তি।
তুমি মুছো ব্যাথা আবেগের ক্লান্তি
তুমি ভালোবাসা বিচ্ছেদে জুড়াও শান্তি।
তোমার বদ্ধতার শিকল ছিঁড়ে
বেজে উঠুক মুক্ততার সাইরেন।
আপ্ত কলরবে ঝরে পড়া কথারা
প্রতিদিন কাব্য পাহাড়ে হোক রুপিত,
কবিতা পোকারা বেচেঁ থাকুক
ভালো থাকুক শত অনন্ত।

-


25 FEB AT 19:27

তোর সুখের নীড়ে আমি দুঃখ,
ভাসাই স্রোতে শোকতরী
তোর গুছিয়ে নেওয়া নিমকাননে
আমার একখান ভাঙ্গা কড়ি।

-


24 FEB AT 21:34

তোর শান্ত নীড়ে আমি ঝঞ্জা
প্রাজ্জ্বল্যে দেই হাতবাতাস,
তোর ঘুম ভাঙে না ঘুম ভাঙে না
আমার শুন্য আকাশ।

-


16 FEB AT 20:45

স্বপ্নের মতো পূর্ণতা হোক
চাই চিরঘুমের মতো শান্তি,
জানি মৃত্যু ডাকবে কাছ থেকে
তবু বেচেঁ থাকার ক্লান্তি।

-


27 DEC 2023 AT 9:10

পেরিয়ে পঁচিশ
পেরিয়ে পঁচিশখানি হুচটগুলো আজও একটু কমেনি
গুনে নিয়ে দেখি আগাগোড়া আমি জিততে পারিনি।
ডিটেকটিভের আলে কায়া থাকে মৃত্যুমুখী রোজ
ড্রইংরুমের বোবা কান্না হাহাকারে চেতনার খোঁজ।
লড়াই চলে কতো মিথ্যার সাথে হারি রোজ কতো
সত্যের সাথে সন্ধি ভেবে দেখি মিথ্যাই প্রতিষ্ঠারত।
নিরলস এই যাত্রাপথে ফেলে আসা কতো স্মৃতিকথা
বক্ষকুটিরে কতো দগ্ধতা ঘরখুটোর ওই দারুন স্তব্ধতা।
তবু আসুক দিন কাটুক ব্যাথা লড়ে থাকি কিছু বছর
এই যুদ্ধাঙ্গনে বছরের পর বছর যেন ছুঁতে পারি পরপর।

-


27 DEC 2023 AT 6:51

কেউ কথা রাখেনি
পঁচিশ বছর কাটলো
কেউ কথা রাখেনি

-


21 OCT 2023 AT 14:20

–:কথাবারি:–
—অমর্ত্য দাস
আলগোছে কথাবারি
ঘোষ্যমাত্র নির্জিত।
গোলটেবিল আঁতুড়ঘর
হেয় বিবেচনার।
ডিটেকটিভের আলে
কথারা মৃত্যুমুখী
লেখাপথ ধরে শৃঙ্গ অভিমুখ।
নির্জিত খোয়াব
বর্ষিত কথাবারি,
কথার পিঠে কথা জমে
রোজ কতো মৃত্যুর সাথে লড়ি।

-


14 OCT 2023 AT 0:50

তবু মানুষ হেরে যায় মানুষের কাছে😔
থেকে যায় কিছু স্মৃতি❤️
মানুষের জন্যই বেচেঁ থাকা কতো
মানুষ টেনে দেয় ইতি😔

-


Fetching Amartya Das Quotes